ভ্রমণ ডেস্ক, ঢাকা

দেশে ক্যাম্পিংয়ের জন্য শীতকাল উপযোগী সময়। যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁদের জন্য আছে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে। তবে যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের টানছে মহেশখালীর সোনাদিয়া সমুদ্রসৈকত। এ ছাড়া ক্যাম্পিংয়ে যেতে পারেন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রামের মেঘনা নদীর মোহনায় সবুজ মাঠ আর নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে তৈরি সন্দ্বীপ উপজেলা। ক্যাম্পিং করার জন্য সন্দ্বীপের পশ্চিম দিকের নদীর পাড় বা রহমতপুর সুন্দর জায়গা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা নদীর মোহনায় আছে ভোলার চর কুকরিমুকরি। দেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে সুপরিচিত এই চরের বালুর ঘুম নামক জায়গায় নিরিবিলি ও পরিচ্ছন্ন সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এখন শীতকালে সেখানে ক্যাম্পিং করতে যাচ্ছেন বৈচিত্র্যপিয়াসীরা।
যাঁরা পাহাড় ভালোবাসেন, তাঁরা ছুটে যাচ্ছেন বান্দরবানের আলী কদমের পাহাড়চূড়া মিরিঞ্জা রেঞ্জের মারায়ন তং পাহাড়ে। সেখানে মুগ্ধ করবে সবুজ আর সাদা ফিনফিনে মেঘে ঢেকে থাকা দূরের পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত বারৈয়াঢালা জাতীয় উদ্যানে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়ার মতো বেশ কিছু নয়নাভিরাম ঝরনা। বারৈয়াঢালা জাতীয় উদ্যানে ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই লেকের পাড়েও ক্যাম্পিং করতে চলে যেতে পারেন। আবার যাঁরা ঝরনা ভালোবাসেন, তাঁদের জন্য আছে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চল নিয়ে গড়ে তোলা সীতাকুণ্ড ইকোপার্ক। এখানে আছে সহস্রধারা ঝরনা। এর পাশে ক্যাম্পিং করার যাবতীয় জিনিসপত্র ভাড়ায় পাওয়া যায়।
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যেও ক্যাম্পিং করা যায়। সেখানে ক্যাম্পিংয়ের বিভিন্ন উপকরণ ভাড়ায় পাওয়া যায়। বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু মেঘ, নদী, পাহাড়, ঝরনা—সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। শঙ্খ নদের তীরে তিন্দুতে ক্যাম্পিং করা যায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আছে মায়াবিনী লেক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা খালের পাড়ে মারমা পাড়া শীলবান্ধার দেবতাখুমে ক্যাম্পিং এখন অনেকেরই পছন্দ। এ ছাড়া নাফাখুমেও ক্যাম্পিং করা সম্ভব।
যাঁরা বনের নিস্তব্ধতা, ঝরনার ধারা ও চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁরা যেতে পারেন খাদিমনগর জাতীয় উদ্যানে। চারপাশে জানা-অজানা পাখির কুজনে মুখর এই উদ্যান সিলেটের সদর উপজেলায় অবস্থিত। সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এই উদ্যানে সর্বোচ্চ ৩০ জন একত্রে ক্যাম্পিং করতে পারে। এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যানের লেকের তীরে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে।

দেশে ক্যাম্পিংয়ের জন্য শীতকাল উপযোগী সময়। যাঁরা সমুদ্র ভালোবাসেন, তাঁদের জন্য আছে বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে। তবে যাঁরা নির্জনতা পছন্দ করেন, তাঁদের টানছে মহেশখালীর সোনাদিয়া সমুদ্রসৈকত। এ ছাড়া ক্যাম্পিংয়ে যেতে পারেন কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপ। চট্টগ্রামের মেঘনা নদীর মোহনায় সবুজ মাঠ আর নদীর বুকে জেগে ওঠা চর নিয়ে তৈরি সন্দ্বীপ উপজেলা। ক্যাম্পিং করার জন্য সন্দ্বীপের পশ্চিম দিকের নদীর পাড় বা রহমতপুর সুন্দর জায়গা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা মেঘনা নদীর মোহনায় আছে ভোলার চর কুকরিমুকরি। দেশের অন্যতম বৃহৎ বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে সুপরিচিত এই চরের বালুর ঘুম নামক জায়গায় নিরিবিলি ও পরিচ্ছন্ন সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়। এখন শীতকালে সেখানে ক্যাম্পিং করতে যাচ্ছেন বৈচিত্র্যপিয়াসীরা।
যাঁরা পাহাড় ভালোবাসেন, তাঁরা ছুটে যাচ্ছেন বান্দরবানের আলী কদমের পাহাড়চূড়া মিরিঞ্জা রেঞ্জের মারায়ন তং পাহাড়ে। সেখানে মুগ্ধ করবে সবুজ আর সাদা ফিনফিনে মেঘে ঢেকে থাকা দূরের পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত বারৈয়াঢালা জাতীয় উদ্যানে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়ার মতো বেশ কিছু নয়নাভিরাম ঝরনা। বারৈয়াঢালা জাতীয় উদ্যানে ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় উপকরণ পাওয়া যায়। রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই লেকের পাড়েও ক্যাম্পিং করতে চলে যেতে পারেন। আবার যাঁরা ঝরনা ভালোবাসেন, তাঁদের জন্য আছে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্টের চিরসবুজ বনাঞ্চল নিয়ে গড়ে তোলা সীতাকুণ্ড ইকোপার্ক। এখানে আছে সহস্রধারা ঝরনা। এর পাশে ক্যাম্পিং করার যাবতীয় জিনিসপত্র ভাড়ায় পাওয়া যায়।
চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যেও ক্যাম্পিং করা যায়। সেখানে ক্যাম্পিংয়ের বিভিন্ন উপকরণ ভাড়ায় পাওয়া যায়। বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু মেঘ, নদী, পাহাড়, ঝরনা—সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করে রেখেছে। শঙ্খ নদের তীরে তিন্দুতে ক্যাম্পিং করা যায়। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আছে মায়াবিনী লেক। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাসা খালের পাড়ে মারমা পাড়া শীলবান্ধার দেবতাখুমে ক্যাম্পিং এখন অনেকেরই পছন্দ। এ ছাড়া নাফাখুমেও ক্যাম্পিং করা সম্ভব।
যাঁরা বনের নিস্তব্ধতা, ঝরনার ধারা ও চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে চান, তাঁরা যেতে পারেন খাদিমনগর জাতীয় উদ্যানে। চারপাশে জানা-অজানা পাখির কুজনে মুখর এই উদ্যান সিলেটের সদর উপজেলায় অবস্থিত। সিলেট বন বিভাগের নিয়ন্ত্রণাধীন এই উদ্যানে সর্বোচ্চ ৩০ জন একত্রে ক্যাম্পিং করতে পারে। এ ছাড়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জাতীয় উদ্যানের লেকের তীরে ক্যাম্পিং করার ব্যবস্থা আছে।

ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
৩ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
৫ ঘণ্টা আগে
২০২৬ সূর্যের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সালের সংখ্যাগুলো যোগ করলে তার যোগফল হয় ১০। আবার ১০ এর যোগফল হয় ১। অর্থাৎ ২০২৬ সালের সংখ্যাতাত্ত্বিক মান ১, জ্যোতিষশাস্ত্রে যা সূর্যের প্রতীক। ফলে এ বছরকে বলা হচ্ছে সূর্যের বছর। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নতুন সূচনার প্রতিনিধিত্ব করে। এর ফলে বছরটি...
৭ ঘণ্টা আগে