ফিচার ডেস্ক

সম্প্রতি শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব দেশটির পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নিজেদের পর্যটন খাতকে আরও বাড়িয়ে তুলতে সৌদি আরবের পর্যটকদের আকর্ষণ করতে চাইছে দেশটি।
পর্যটন ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভের অন্যতম প্রধান উৎস। ২০১৮ সালে দেশটি প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে এ খাত থেকে, যা দেশটির মোট দেশজ উৎপাদনে ৫ দশমিক ৬ শতাংশের মতো। কিন্তু ২০২০ সালে কোভিডকালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কার আয় নেমে দাঁড়ায় ১ শতাংশের কমে।
এর পর থেকে শ্রীলঙ্কা তার পর্যটনশিল্পকে পুনরুজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের একটি অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের পর্যটক টানতে চাইছে শ্রীলঙ্কা। সম্প্রতি দেশটির সরকার সৌদি আরবসহ ৩৫টি দেশের পর্যটকদের জন্য বিনা মূল্যে পর্যটন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।
শ্রীলঙ্কার পর্যটন প্রচার ব্যুরোর সহকারী পরিচালক সুরেশনি পিলাপিটিয়া আরব নিউজকে বলেন, ‘সৌদি আরব শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ বাজার। যেসব দেশে যেতে সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হয়, সেসব দেশের আকর্ষণীয় বিকল্প হয়ে উঠবে শ্রীলঙ্কা।’
শ্রীলঙ্কার পর্যটন গন্তব্যের মধ্যে আছে সুন্দর সৈকত, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং সংরক্ষিত প্রকৃতি। এগুলো সৌদি পর্যটকদের আকর্ষণ করবে বলে আশাবাদী সুরেশনি পিলাপিটিয়া।
শ্রীলঙ্কায় হালাল বান্ধব পরিষেবার মাধ্যমে সৌদি পর্যটকদের চাহিদা পূরণ করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সুরেশনি পিলাপিটিয়া। এ ছাড়া তিনি সৌদি আরব এবং শ্রীলঙ্কার মধ্যে অপেক্ষাকৃত কম ফ্লাইট সময়কেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। পিলাপিটিয়া মনে করেন, সৌদি দর্শকদের অর্থ ব্যয়ের ক্ষমতা এবং অফ-পিক সিজনে ভ্রমণ করার প্রবণতা শ্রীলঙ্কার পর্যটনশিল্পকে সারা বছর স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।
অক্টোবরের পর থেকে সৌদি ভ্রমণকারীদের জন্য নতুন ঘোষিত ভিসামুক্ত নীতি প্রযোজ্য হওয়ায় শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ আশাবাদী হয়ে উঠেছে।
সূত্র: আরব নিউজ

সম্প্রতি শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব দেশটির পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। নিজেদের পর্যটন খাতকে আরও বাড়িয়ে তুলতে সৌদি আরবের পর্যটকদের আকর্ষণ করতে চাইছে দেশটি।
পর্যটন ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভের অন্যতম প্রধান উৎস। ২০১৮ সালে দেশটি প্রায় ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করে এ খাত থেকে, যা দেশটির মোট দেশজ উৎপাদনে ৫ দশমিক ৬ শতাংশের মতো। কিন্তু ২০২০ সালে কোভিডকালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কার আয় নেমে দাঁড়ায় ১ শতাংশের কমে।
এর পর থেকে শ্রীলঙ্কা তার পর্যটনশিল্পকে পুনরুজ্জীবিত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের একটি অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের পর্যটক টানতে চাইছে শ্রীলঙ্কা। সম্প্রতি দেশটির সরকার সৌদি আরবসহ ৩৫টি দেশের পর্যটকদের জন্য বিনা মূল্যে পর্যটন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে।
শ্রীলঙ্কার পর্যটন প্রচার ব্যুরোর সহকারী পরিচালক সুরেশনি পিলাপিটিয়া আরব নিউজকে বলেন, ‘সৌদি আরব শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ বাজার। যেসব দেশে যেতে সৌদি নাগরিকদের ভিসার প্রয়োজন হয়, সেসব দেশের আকর্ষণীয় বিকল্প হয়ে উঠবে শ্রীলঙ্কা।’
শ্রীলঙ্কার পর্যটন গন্তব্যের মধ্যে আছে সুন্দর সৈকত, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং সংরক্ষিত প্রকৃতি। এগুলো সৌদি পর্যটকদের আকর্ষণ করবে বলে আশাবাদী সুরেশনি পিলাপিটিয়া।
শ্রীলঙ্কায় হালাল বান্ধব পরিষেবার মাধ্যমে সৌদি পর্যটকদের চাহিদা পূরণ করার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সুরেশনি পিলাপিটিয়া। এ ছাড়া তিনি সৌদি আরব এবং শ্রীলঙ্কার মধ্যে অপেক্ষাকৃত কম ফ্লাইট সময়কেও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন। পিলাপিটিয়া মনে করেন, সৌদি দর্শকদের অর্থ ব্যয়ের ক্ষমতা এবং অফ-পিক সিজনে ভ্রমণ করার প্রবণতা শ্রীলঙ্কার পর্যটনশিল্পকে সারা বছর স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।
অক্টোবরের পর থেকে সৌদি ভ্রমণকারীদের জন্য নতুন ঘোষিত ভিসামুক্ত নীতি প্রযোজ্য হওয়ায় শ্রীলঙ্কার পর্যটন কর্তৃপক্ষ আশাবাদী হয়ে উঠেছে।
সূত্র: আরব নিউজ

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১২ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৪ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৫ ঘণ্টা আগে