ফিচার ডেস্ক
এবারের ঈদে বেশ লম্বা ছুটি পাওয়া যাবে। এই ছুটিগুলো কাটিয়ে দিতে পারেন ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক কনকর্ডে। ঢাকার কর্মব্যস্ত মানুষের জন্য বর্ণিলভাবে সাজানো হয়েছে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক। আর চট্টগ্রামের মানুষদের জন্য আছে প্রকৃতির কোল ঘেঁষে তৈরি ফয়’স লেক কনকর্ড।
দেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে থ্রিলিং সব রাইডের সঙ্গে আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে রোমাঞ্চকর এক্সট্রিম রেসিং গো-কার্ট। আছে রোলার কোস্টার, ফেরিস হুইল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙারু, ম্যাজিক কার্পেট, হারিকেন ৩৬০ ভি আরসহ ২০টির বেশি রাইড। আরও আছে দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা। খাবারের স্বাদ নিতে রয়েছে লিয়া রেস্টুরেন্টের মতো মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট। সঙ্গে রাতযাপন এবং বারবিকিউ উপভোগের জন্য রিসোর্ট আটলান্টিস।
ফ্যান্টাসি কিংডমের পাশেই আছে ওয়াটার কিংডম। এতে উপভোগ করা যাবে বিভিন্ন ওয়েভ রাইডস, জায়ান্ট পুল, লেজি রিভার এবং ডিজে পার্টি।
এই ঈদে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ভিন্ন রকম সাজে। এই পার্ক কমপ্লেক্সে রয়েছে সি ওয়ার্ল্ড কনকর্ড এবং ফয়’স লেক রিসোর্ট। পার্কটিতে শহরের কোলাহল নেই। পাবেন মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্য। পাহাড়ের সঙ্গে আছে বিরল প্রজাতির বিভিন্ন গাছগাছালি। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে শিশু ও বড়দের বিভিন্ন রাইড দিয়ে। এখানকার রাইডগুলোর মধ্যে ফেরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন প্রভৃতি উল্লেখযোগ্য।
এবারের ঈদে এখানে যোগ হতে যাচ্ছে এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, হ্যাপি ক্যাঙারু, সান অ্যান্ড মুন, স্কাই হুপার এবং রিয়েলিটি রাইড হারিকেন ৩৬০। এই রাইডগুলো অতিথিদের আনন্দ এবং রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

এবারের ঈদে বেশ লম্বা ছুটি পাওয়া যাবে। এই ছুটিগুলো কাটিয়ে দিতে পারেন ফ্যান্টাসি কিংডম ও ফয়’স লেক কনকর্ডে। ঢাকার কর্মব্যস্ত মানুষের জন্য বর্ণিলভাবে সাজানো হয়েছে থিম পার্ক ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং আর হেরিটেজ পার্ক। আর চট্টগ্রামের মানুষদের জন্য আছে প্রকৃতির কোল ঘেঁষে তৈরি ফয়’স লেক কনকর্ড।
দেশের প্রথম স্বয়ংসম্পূর্ণ থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে থ্রিলিং সব রাইডের সঙ্গে আছে বিশাল ওয়াটার কিংডম। আধুনিক বিনোদন জগতের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে রোমাঞ্চকর এক্সট্রিম রেসিং গো-কার্ট। আছে রোলার কোস্টার, ফেরিস হুইল, জুজু ট্রেন, বাম্পার কার, হ্যাপি ক্যাঙারু, ম্যাজিক কার্পেট, হারিকেন ৩৬০ ভি আরসহ ২০টির বেশি রাইড। আরও আছে দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের রেপ্লিকা। খাবারের স্বাদ নিতে রয়েছে লিয়া রেস্টুরেন্টের মতো মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট। সঙ্গে রাতযাপন এবং বারবিকিউ উপভোগের জন্য রিসোর্ট আটলান্টিস।
ফ্যান্টাসি কিংডমের পাশেই আছে ওয়াটার কিংডম। এতে উপভোগ করা যাবে বিভিন্ন ওয়েভ রাইডস, জায়ান্ট পুল, লেজি রিভার এবং ডিজে পার্টি।
এই ঈদে চট্টগ্রামের ফয়’স লেক কনকর্ড দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ভিন্ন রকম সাজে। এই পার্ক কমপ্লেক্সে রয়েছে সি ওয়ার্ল্ড কনকর্ড এবং ফয়’স লেক রিসোর্ট। পার্কটিতে শহরের কোলাহল নেই। পাবেন মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্য। পাহাড়ের সঙ্গে আছে বিরল প্রজাতির বিভিন্ন গাছগাছালি। ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক সাজানো হয়েছে শিশু ও বড়দের বিভিন্ন রাইড দিয়ে। এখানকার রাইডগুলোর মধ্যে ফেরিস হুইল, বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন প্রভৃতি উল্লেখযোগ্য।
এবারের ঈদে এখানে যোগ হতে যাচ্ছে এয়ারবর্ন শট, ফ্লাইং বাস, হ্যাপি ক্যাঙারু, সান অ্যান্ড মুন, স্কাই হুপার এবং রিয়েলিটি রাইড হারিকেন ৩৬০। এই রাইডগুলো অতিথিদের আনন্দ এবং রোমাঞ্চের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

পর্যটন থেকে রাজস্ব বাড়ানো, স্থানীয় সেবা উন্নত করা এবং অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ পর্যটকদের ওপর নতুন কর আরোপ করছে। কোথাও এই কর নেওয়া হচ্ছে প্রবেশ ফি হিসেবে, আবার কোথাও সরাসরি হোটেলভাড়ার সঙ্গে যোগ করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভ্রমণের আগে হোটেল বুকিং এখন কয়েক মিনিটের কাজ। একটি মোবাইল ফোন আর ইন্টারনেট থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্তে থাকার জায়গা ঠিক করা যায়। কিন্তু এই সুবিধার সুযোগ নিয়ে নতুন একধরনের প্রতারণা ভয়াবহ রূপ নিচ্ছে। ভুয়া হোটেল তালিকা, নকল বার্তা আর ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা দিন দিন বাড়ছে।
১৫ ঘণ্টা আগে
নতুন বছর মানে নতুন পরিকল্পনা। এই সময় নতুন উৎসব আর সেসব মুহূর্তকে ফ্রেমবন্দী করার এক দারুণ উন্মাদনা দেখা যায় সবার মধ্যে। বছরজুড়ে সবাই চেষ্টা করেন নিজের সেরা সময়টাকে ফ্রেমে বন্দী করতে। সোশ্যাল মিডিয়ার যুগে এখন আমরা সবাই কমবেশি শৌখিন ফটোগ্রাফার।
১৮ ঘণ্টা আগে
আমরা জানি, ধূমপান, অলস জীবনযাপন কিংবা অস্বাস্থ্যকর খাবার মানুষের মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু গবেষণা বলছে, আমাদের আরও কিছু সাধারণ ও প্রাত্যহিক অভ্যাস রয়েছে, যা অলক্ষ্যেই আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে।
২০ ঘণ্টা আগে