সুমাইয়া রহমান

সময় ঘুরে এসেছে হেমন্ত। ঋতুর সঙ্গে বদলে গেছে আবহাওয়া। ফলে বদল আনতে হবে ত্বকের যত্নেও। কিছু সাধারণ অভ্যাস আছে, যেগুলো ঋতুর মেজাজ বুঝে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। তাই বদলে যাওয়া আবহাওয়ায় নিস্তেজ বা শুষ্ক ত্বকের জন্য নিদে হবে আলাদা যত্ন।
সুস্থ-সুন্দর ত্বকের জন্য অ্যালোভেরা
অ্যালোভেরার আছে ত্বক সজীব করার বৈশিষ্ট্য। পাশাপাশি এটি নতুন কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। এটি ত্বকের ছিদ্রগুলোকে আটকে না দিয়ে বরং প্রশান্তি দেয় এবং ময়শ্চারাইজার করে। প্রতিদিন মুখ ধোয়ার পর অ্যালোভেরার নির্যাস ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আনা সম্ভব। তবে হ্যাঁ, এটি থেকে কারও কারও অ্যালার্জি হতে পারে। তাই প্রথমে এর নির্যাস হাতে অল্প পরিমাণে ঘষে পরীক্ষা করে নেওয়া ভালো। হাতে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্বকে কোনো ধরনের প্রতিক্রিয়া না হলে এটি ব্যবহার করা নিরাপদ।
মসৃণ ত্বকের জন্য নারকেল তেল
এতে প্রদাহরোধী বৈশিষ্ট্য এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নারকেল তেল ব্যবহারে ত্বকের রক্তসঞ্চালন ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল কার্যকরী। ফলে ত্বক টানটান হয় সহজে। কিন্তু সব ধরনের ত্বকে এবং দেহের অন্যান্য অংশে নারকেল তেলের ব্যবহার ভালো ফল না-ও আনতে পারে। এটি থেকেও অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নিতে হবে।
সঠিকভাবে ময়শ্চারাইজিং
ত্বকে এমন পণ্য দিয়ে ময়শ্চারাইজার করতে হবে, যা এর আর্দ্রতাকে আটকে রাখতে পারে। যে ময়শ্চারাইজারের মধ্যে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করার মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। শুষ্ক আবহাওয়ায় মুখ তৈলাক্ত হয়ে থাকবে, এটা ভেবে ময়শ্চারাইজার এড়িয়ে যাওয়া ঠিক নয়। প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে তারপর ত্বকে ময়শ্চারাইজার প্রয়োগ করতে হবে। এটি ত্বকে মসৃণ রাখবে।
নিয়ম মেনে পরিষ্কার করা
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের বারবার মুখ ধোয়ার প্রবণতা আছে। তবে ঘন ঘন মুখ ধোয়া ভালো অভ্যাস নয়। এতে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। এমনকি ত্বকের মধ্যে থাকা পোর বা ছিদ্রগুলোর জন্যও এটি অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তাতে তৈলাক্ত হলেও ত্বক বারবার না ধুয়ে ভালো রাখা সম্ভব। সারা দিনে তিনবার ত্বক পরিষ্কার করা ভালো। সকালে ওঠার পরে, দিনের যেকোনো সময় ঘাম ঝরানোর পর এবং শোয়ার আগে ত্বক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এই তিনবার গোসল করেও নিতে পারেন।
পর্যাপ্ত পানি ও শাকসবজি
ত্বক এমন কোষ দিয়ে তৈরি, যেগুলো ভালোভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করলে ত্বক ভালো রাখা সম্ভব। ত্বকের পুষ্টির জন্য ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ, এগুলো শরীরে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের ভারসাম্য রক্ষা করে।
প্রতিদিন সানস্ক্রিন
১৫ বা তার বেশি এসপিএফ থাকা সানস্ক্রিন ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে পারে। এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে বাধা দেয়। রোজ সকালে অথবা দিনের যেকোনো সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অথবা সানস্ক্রিন উপাদানযুক্ত পণ্য ত্বকে মেখে নিন। এমনকি যখন বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তখনো বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

সময় ঘুরে এসেছে হেমন্ত। ঋতুর সঙ্গে বদলে গেছে আবহাওয়া। ফলে বদল আনতে হবে ত্বকের যত্নেও। কিছু সাধারণ অভ্যাস আছে, যেগুলো ঋতুর মেজাজ বুঝে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। তাই বদলে যাওয়া আবহাওয়ায় নিস্তেজ বা শুষ্ক ত্বকের জন্য নিদে হবে আলাদা যত্ন।
সুস্থ-সুন্দর ত্বকের জন্য অ্যালোভেরা
অ্যালোভেরার আছে ত্বক সজীব করার বৈশিষ্ট্য। পাশাপাশি এটি নতুন কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। এটি ত্বকের ছিদ্রগুলোকে আটকে না দিয়ে বরং প্রশান্তি দেয় এবং ময়শ্চারাইজার করে। প্রতিদিন মুখ ধোয়ার পর অ্যালোভেরার নির্যাস ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আনা সম্ভব। তবে হ্যাঁ, এটি থেকে কারও কারও অ্যালার্জি হতে পারে। তাই প্রথমে এর নির্যাস হাতে অল্প পরিমাণে ঘষে পরীক্ষা করে নেওয়া ভালো। হাতে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্বকে কোনো ধরনের প্রতিক্রিয়া না হলে এটি ব্যবহার করা নিরাপদ।
মসৃণ ত্বকের জন্য নারকেল তেল
এতে প্রদাহরোধী বৈশিষ্ট্য এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নারকেল তেল ব্যবহারে ত্বকের রক্তসঞ্চালন ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল কার্যকরী। ফলে ত্বক টানটান হয় সহজে। কিন্তু সব ধরনের ত্বকে এবং দেহের অন্যান্য অংশে নারকেল তেলের ব্যবহার ভালো ফল না-ও আনতে পারে। এটি থেকেও অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নিতে হবে।
সঠিকভাবে ময়শ্চারাইজিং
ত্বকে এমন পণ্য দিয়ে ময়শ্চারাইজার করতে হবে, যা এর আর্দ্রতাকে আটকে রাখতে পারে। যে ময়শ্চারাইজারের মধ্যে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করার মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। শুষ্ক আবহাওয়ায় মুখ তৈলাক্ত হয়ে থাকবে, এটা ভেবে ময়শ্চারাইজার এড়িয়ে যাওয়া ঠিক নয়। প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে তারপর ত্বকে ময়শ্চারাইজার প্রয়োগ করতে হবে। এটি ত্বকে মসৃণ রাখবে।
নিয়ম মেনে পরিষ্কার করা
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের বারবার মুখ ধোয়ার প্রবণতা আছে। তবে ঘন ঘন মুখ ধোয়া ভালো অভ্যাস নয়। এতে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। এমনকি ত্বকের মধ্যে থাকা পোর বা ছিদ্রগুলোর জন্যও এটি অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তাতে তৈলাক্ত হলেও ত্বক বারবার না ধুয়ে ভালো রাখা সম্ভব। সারা দিনে তিনবার ত্বক পরিষ্কার করা ভালো। সকালে ওঠার পরে, দিনের যেকোনো সময় ঘাম ঝরানোর পর এবং শোয়ার আগে ত্বক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এই তিনবার গোসল করেও নিতে পারেন।
পর্যাপ্ত পানি ও শাকসবজি
ত্বক এমন কোষ দিয়ে তৈরি, যেগুলো ভালোভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করলে ত্বক ভালো রাখা সম্ভব। ত্বকের পুষ্টির জন্য ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ, এগুলো শরীরে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের ভারসাম্য রক্ষা করে।
প্রতিদিন সানস্ক্রিন
১৫ বা তার বেশি এসপিএফ থাকা সানস্ক্রিন ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে পারে। এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে বাধা দেয়। রোজ সকালে অথবা দিনের যেকোনো সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অথবা সানস্ক্রিন উপাদানযুক্ত পণ্য ত্বকে মেখে নিন। এমনকি যখন বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তখনো বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৩ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৯ ঘণ্টা আগে