আজকের পত্রিকা ডেস্ক

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি মডেল স্থান করে নিয়েছে। শীর্ষে আছে আইফোন ১৬, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।
দুই বছর পর আবারও অ্যাপলের স্ট্যান্ডার্ড বা ‘ভ্যানিলা’ সংস্করণটি প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স একত্রে কোম্পানির মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ধরে রেখেছে টানা তিনটি প্রান্তিকে। তবে, চীনে সরকার নির্ধারিত ৬০০০ ইউয়ানের (প্রায় ৭১ হাজার টাকা) নিচে দামের ডিভাইসের জন্য ভর্তুকি এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কারণে ওই বাজারে আইফোন ১৬ প্রো সিরিজের বিক্রি কিছুটা চাপের মুখে পড়ে।
এ ছাড়া, মার্চে উন্মোচিত আইফোন ১৬ই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আর আইফোন ১৬ প্লাস দশম স্থান দখল করেছে।
অ্যাপলের পর তালিকায় সবচেয়ে বেশি মডেল স্থান পেয়েছে স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় স্যামসাংয়ের কমসংখ্যক মডেল এই তালিকায় রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ আলট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত বছর একই সময়ে এস ২৪ আলট্রা ছিল পঞ্চম স্থানে। নতুন মডেলটির জন্য বাজারে বিক্রির সময়কাল কম থাকায় বিক্রিতে সামান্য পতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার পঞ্চম স্থানে আছে বাজেট বিভাগের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা গত বছর এ১৫ ফাইভজির অবস্থান থেকে এক ধাপ ওপরে এসেছে। ষষ্ঠ স্থানে আছে গ্যালাক্সি এ০৬, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। এই উন্নতির পেছনে নিম্ন বাজেটের ফোনের প্রতি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিকে বড় কারণ হিসেবে দেখছে কাউন্টার পয়েন্ট। এ ছাড়া, গ্যালাক্সি এ৫৫ ফাইভজি নবম স্থানে রয়েছে।
তালিকার ৮ নম্বরে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমির বাজেট ফোন রেডমি ১৪ সি, যা অ্যাপল ও স্যামসাং ব্যতীত একমাত্র ব্র্যান্ড হিসেবে সেরা দশে স্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য হারে হয়েছে।
কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে শীর্ষ ১০ স্মার্টফোন মডেলের সামগ্রিক বাজার অংশীদারত্ব স্থিতিশীল থাকবে। যদিও বৈশ্বিক মন্দা, শুল্ক নিয়ে উত্তেজনা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে, তবে শীর্ষ নির্মাতারা উচ্চমানের ফিচারযুক্ত ফোনে আরও মনোযোগ দেওয়ায় বাজার ধরে রাখার প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি মডেল স্থান করে নিয়েছে। শীর্ষে আছে আইফোন ১৬, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।
দুই বছর পর আবারও অ্যাপলের স্ট্যান্ডার্ড বা ‘ভ্যানিলা’ সংস্করণটি প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স একত্রে কোম্পানির মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ধরে রেখেছে টানা তিনটি প্রান্তিকে। তবে, চীনে সরকার নির্ধারিত ৬০০০ ইউয়ানের (প্রায় ৭১ হাজার টাকা) নিচে দামের ডিভাইসের জন্য ভর্তুকি এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কারণে ওই বাজারে আইফোন ১৬ প্রো সিরিজের বিক্রি কিছুটা চাপের মুখে পড়ে।
এ ছাড়া, মার্চে উন্মোচিত আইফোন ১৬ই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আর আইফোন ১৬ প্লাস দশম স্থান দখল করেছে।
অ্যাপলের পর তালিকায় সবচেয়ে বেশি মডেল স্থান পেয়েছে স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় স্যামসাংয়ের কমসংখ্যক মডেল এই তালিকায় রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ আলট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত বছর একই সময়ে এস ২৪ আলট্রা ছিল পঞ্চম স্থানে। নতুন মডেলটির জন্য বাজারে বিক্রির সময়কাল কম থাকায় বিক্রিতে সামান্য পতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার পঞ্চম স্থানে আছে বাজেট বিভাগের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা গত বছর এ১৫ ফাইভজির অবস্থান থেকে এক ধাপ ওপরে এসেছে। ষষ্ঠ স্থানে আছে গ্যালাক্সি এ০৬, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। এই উন্নতির পেছনে নিম্ন বাজেটের ফোনের প্রতি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিকে বড় কারণ হিসেবে দেখছে কাউন্টার পয়েন্ট। এ ছাড়া, গ্যালাক্সি এ৫৫ ফাইভজি নবম স্থানে রয়েছে।
তালিকার ৮ নম্বরে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমির বাজেট ফোন রেডমি ১৪ সি, যা অ্যাপল ও স্যামসাং ব্যতীত একমাত্র ব্র্যান্ড হিসেবে সেরা দশে স্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য হারে হয়েছে।
কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে শীর্ষ ১০ স্মার্টফোন মডেলের সামগ্রিক বাজার অংশীদারত্ব স্থিতিশীল থাকবে। যদিও বৈশ্বিক মন্দা, শুল্ক নিয়ে উত্তেজনা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে, তবে শীর্ষ নির্মাতারা উচ্চমানের ফিচারযুক্ত ফোনে আরও মনোযোগ দেওয়ায় বাজার ধরে রাখার প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৩ ঘণ্টা আগে
জম্পেশ খাওয়াদাওয়া ছাড়া নববর্ষ জমে না। কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে মন চাইলে বাড়িতেই রেঁধে ফেলুন মাটন দম বিরিয়ানি। আপনাদের জন্য মাটন দম বিরিয়ানির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।...
৫ ঘণ্টা আগে
মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার পথ আটকে দেয়। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ব্র্যান্ডিং বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাথার্স বলেন, প্রত্যেক মানুষের মধ্যে অপ্রকাশিত সম্ভাবনা থাকে। কিন্তু কিছু অভ্যাস অনেকের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।...
৭ ঘণ্টা আগে