ফারিয়া সুলতানা রিজু

আর কিছুদিন পরই ঈদ। ঈদের লম্বা ছুটিতে শহর ছেড়ে বাড়ি যাবেন অনেকেই। যেহেতু দীর্ঘ সময় পর ফেরা হবে তাই বারান্দা ও ছাদের গাছগুলোর তো একটা ব্যবস্থা করে যেতে হবে; যাতে করে গাছগুলো পর্যাপ্ত পানি পায় ও যত্নে থাকে। ছুটিতে গেলে গাছগুলো যেন ভালো থাকে সে জন্য যা যা করা যেতে পারে–
প্রতিবেশী বা বাড়ির কেয়ার টেকারকে দায়িত্ব দিন
এটা সহজ এবং নির্ভরযোগ্য উপায়। আপনি ছুটিতে থাকার সময়টায় প্রতিবেশী বা কেয়ার টেকারকে যদি অনুরোধ করেন একদিন অন্তর অন্তর গাছগুলোয় পানি দিতে, তাহলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। অল্প ও ছোট টবের গাছ হলে সেগুলো পাশের ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করতে পারেন। ছাদে গাছ থাকলে অবশ্য চিন্তা অনেকটাই কম থাকে, কারণ এ সময় বৃষ্টিও হয়, ফলে গাছ পর্যাপ্ত পানিও পায় ও আলো, বাতাসে ভালোও থাকে।
সতেজ রাখার জন্য
ছুটিতে যাওয়ার আগে গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজনমতো পানি শোষণ করে নিতে পারবে। এ ছাড়া প্লাস্টিকের বোতলের নিচে ছোট ছোট ছিদ্র করে তাতে পানি ভরে ওপর থেকে গাছের ওপর ঝুলিয়ে দিতে পারেন। এতে প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না।
ছোট গ্রিনহাউজ তৈরি করে নিন
আপনার গাছের সংখ্যা যদি কম হয় তাহলে নিজেই তৈরি করে নিতে পারেন একটি ‘মিনি গ্রিনহাউজ’। বড়, স্বচ্ছ প্লাস্টিকের একটি ব্যাগ জোগাড় করে নিন। এর তলায় একটি কাপড় বিছিয়ে নিন। এর ওপরে গাছগুলোকে রাখুন। এরপর প্লাস্টিকের ব্যাগের ভেতরে বাতাস ভরে দিন যাতে ফুলে থাকে। ব্যাগটা বেঁধে ফেলুন। প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরার আগেই এসব টবে ভালো করে পানি দিয়ে দিন। ব্যাগটাকে অবশ্যই ঘরের ভেতরে, ছায়ায় রাখুন। এতে গাছগুলো থেকে পানি শুকিয়ে যাবে না, প্লাস্টিকের ব্যাগের ভেতরেই থাকবে।
বারান্দায় অতিরিক্ত রোদ এলে
বারান্দায় অতিরিক্ত রোদ এলে গাছের গোড়ার মাটি দ্রুত শুষ্ক হয়ে যায়। ফলে নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন পড়ে। এর জন্য একটি বালতিতে পানি নিয়ে তা বারান্দায় রাখুন। বারান্দায় যতগুলো টপ, ঠিক ততগুলো পাটের দড়ি নিন। দড়িগুলোর এক প্রান্ত ওই বালতির পানিতে ভেজান ও অপর প্রান্তগুলো একেকটি টবের মাটিতে গুঁজে দিন। এতে করে রোজ প্রয়োজনমতো গাছ তার প্রয়োজনীয় পানি শুষে নিতে পারবে।
সূত্র: এগ্রিকালচারাল ডাইজেস্ট, সিনেট ও অন্যান্য

আর কিছুদিন পরই ঈদ। ঈদের লম্বা ছুটিতে শহর ছেড়ে বাড়ি যাবেন অনেকেই। যেহেতু দীর্ঘ সময় পর ফেরা হবে তাই বারান্দা ও ছাদের গাছগুলোর তো একটা ব্যবস্থা করে যেতে হবে; যাতে করে গাছগুলো পর্যাপ্ত পানি পায় ও যত্নে থাকে। ছুটিতে গেলে গাছগুলো যেন ভালো থাকে সে জন্য যা যা করা যেতে পারে–
প্রতিবেশী বা বাড়ির কেয়ার টেকারকে দায়িত্ব দিন
এটা সহজ এবং নির্ভরযোগ্য উপায়। আপনি ছুটিতে থাকার সময়টায় প্রতিবেশী বা কেয়ার টেকারকে যদি অনুরোধ করেন একদিন অন্তর অন্তর গাছগুলোয় পানি দিতে, তাহলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। অল্প ও ছোট টবের গাছ হলে সেগুলো পাশের ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করতে পারেন। ছাদে গাছ থাকলে অবশ্য চিন্তা অনেকটাই কম থাকে, কারণ এ সময় বৃষ্টিও হয়, ফলে গাছ পর্যাপ্ত পানিও পায় ও আলো, বাতাসে ভালোও থাকে।
সতেজ রাখার জন্য
ছুটিতে যাওয়ার আগে গাছের গোড়ায় স্তর করে নারকেলের ছোবড়া বিছিয়ে বেশি করে পানি দিন। এতে গাছ তার প্রয়োজনমতো পানি শোষণ করে নিতে পারবে। এ ছাড়া প্লাস্টিকের বোতলের নিচে ছোট ছোট ছিদ্র করে তাতে পানি ভরে ওপর থেকে গাছের ওপর ঝুলিয়ে দিতে পারেন। এতে প্রতি ২-৩ সেকেন্ড সময়ে এক ফোঁটা করে পানি পড়বে গাছের গোড়ায়। এমনি করে একটি বোতলের পানি শেষ হতে প্রায় ৩-৪ দিন সময় লেগে যাবে আর গাছ সহজে পানির অভাব বোধ করবে না।
ছোট গ্রিনহাউজ তৈরি করে নিন
আপনার গাছের সংখ্যা যদি কম হয় তাহলে নিজেই তৈরি করে নিতে পারেন একটি ‘মিনি গ্রিনহাউজ’। বড়, স্বচ্ছ প্লাস্টিকের একটি ব্যাগ জোগাড় করে নিন। এর তলায় একটি কাপড় বিছিয়ে নিন। এর ওপরে গাছগুলোকে রাখুন। এরপর প্লাস্টিকের ব্যাগের ভেতরে বাতাস ভরে দিন যাতে ফুলে থাকে। ব্যাগটা বেঁধে ফেলুন। প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরার আগেই এসব টবে ভালো করে পানি দিয়ে দিন। ব্যাগটাকে অবশ্যই ঘরের ভেতরে, ছায়ায় রাখুন। এতে গাছগুলো থেকে পানি শুকিয়ে যাবে না, প্লাস্টিকের ব্যাগের ভেতরেই থাকবে।
বারান্দায় অতিরিক্ত রোদ এলে
বারান্দায় অতিরিক্ত রোদ এলে গাছের গোড়ার মাটি দ্রুত শুষ্ক হয়ে যায়। ফলে নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন পড়ে। এর জন্য একটি বালতিতে পানি নিয়ে তা বারান্দায় রাখুন। বারান্দায় যতগুলো টপ, ঠিক ততগুলো পাটের দড়ি নিন। দড়িগুলোর এক প্রান্ত ওই বালতির পানিতে ভেজান ও অপর প্রান্তগুলো একেকটি টবের মাটিতে গুঁজে দিন। এতে করে রোজ প্রয়োজনমতো গাছ তার প্রয়োজনীয় পানি শুষে নিতে পারবে।
সূত্র: এগ্রিকালচারাল ডাইজেস্ট, সিনেট ও অন্যান্য

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৫ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৭ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৮ ঘণ্টা আগে