ফিচার ডেস্ক, ঢাকা

বিদেশ ভ্রমণে নিয়মিত খাওয়াদাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খরচ করতে হয়। এখন অনেকে এর জন্য ব্যাংক কার্ড ব্যবহার করেন। এটি সহজ পদ্ধতি। এ ছাড়া কার্ড নগদ অর্থ নিয়ে ঘোরার চেয়ে নিরাপদ। কিন্তু লেনদেনের সময় আসে অনেকে দ্বিধায় পড়েন, কোন মুদ্রায় অর্থ পরিশোধ করবেন, সেটি নিয়ে। আপনি যদি আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে প্রায়ই এমন একটি প্রশ্ন করা হয়, আপনি মার্কিন ডলার, ইউরো, আপনার নিজের দেশের মুদ্রা, নাকি সেই দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে চান।
বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
প্রথমবার বিদেশ ভ্রমণ করা অনেকে পরিচিত মুদ্রা অর্থাৎ নিজের দেশের মুদ্রায় বিল পরিশোধ করতে স্বচ্ছন্দবোধ করেন। কারণ, এতে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, কত টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে এটি সব সময় লাভজনক না-ও হতে পারে; বরং বিদেশে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় সেটি করাই বুদ্ধিমানের কাজ।
কেন স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভালো

যখন আপনার নিজের দেশের মুদ্রায় লেনদেন করেন, তাকে বলা হয় ডায়নামিক কারেন্সি কনভারশন। এতে পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানগুলো একধরনের ফি কেটে নেয়। এই হার সাধারণত ব্যাংকের নির্ধারিত দাম থেকে অনেক বেশি হয়। ফলে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা খরচ করে ফেলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ইউরোপে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধের সময় মার্কিন ডলারে পেমেন্ট করেন, তবে রেস্টুরেন্টের কার্ড মেশিন বা ব্যাংক আপনার ডলারের বিপরীতে একটা মনমতো রেট নির্ধারণ করবে। সেখানে তারা নিজেদের একটা মুনাফা রাখবে। অথচ আপনি যদি ইউরোতে পেমেন্ট করেন, তাহলে আপনার ব্যাংক নিজস্ব হার অনুযায়ী রূপান্তর করবে এবং অনেক সময় এতে অতিরিক্ত কোনো ফি লাগবে না।
বিদেশে খরচ বাঁচাতে যা করবেন
বিদেশ ভ্রমণে খরচ বাঁচা মানে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া। তাই অল্প করে হলেও বিভিন্ন খাত থেকে চাইলেই খরচ বাঁচাতে পারেন।
সঠিক কার্ড বেছে নিন: অনেক আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড থাকে, যেগুলোতে বিদেশে লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি কাটা হয় না। এসব কার্ড ব্যবহার করলে আপনি সহজে স্থানীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। ভ্রমণে বের হওয়ার আগে নিজের ব্যাংক থেকে জেনে নিন কার্ডে কোনো ফরেন ট্রানজেকশন ফি আছে কি না।
সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন: দোকান, রেস্তোরাঁ বা হোটেলের পিওএস মেশিনে পেমেন্ট করার সময় ‘লোকাল কারেন্সি’ বা স্থানীয় মুদ্রার অপশনটি বেছে নিন। এতে আপনি বাড়তি ফি বা বেশি অর্থ ব্যয় এড়াতে পারবেন।

এটিএম থেকে টাকা তোলার সময় যা বিবেচনায় রাখবেন
বিদেশে অনেক সময় নগদ অর্থ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকতে হবে। স্বীকৃত ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। এয়ারপোর্ট, বাজার বা পর্যটন এলাকার এটিএম এড়িয়ে চলুন। এরা অতিরিক্ত ফি নেয় এবং রেটও খারাপ হয়।
নিজ ব্যাংকের পার্টনার ব্যাংক খুঁজে নিন: আপনার ব্যাংকের কোনো আন্তর্জাতিক অংশীদার ব্যাংক থাকলে তাদের এটিএম ব্যবহার করলে ফি কম লাগবে কিংবা ফি ফেরতও পেতে পারেন।
একবারেই প্রয়োজনীয় পরিমাণ তুলুন: প্রতিবার টাকা তোলার সময় একটি নির্দিষ্ট ফি কাটা হয়। তাই বারবার টাকা তুললে বেশি ফি গুনতে হবে। সম্ভব হলে একবারেই প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে ফেলুন।
বিদেশ ভ্রমণে খরচ একটু বাড়তি হওয়াটা স্বাভাবিক। তবে কিছু সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই। তাই কার্ড ব্যবহারে সচেতন থাকুন, নিজের ব্যাংক ও কার্ডের শর্ত জেনে নিন এবং সব সময় হিসাব করে খরচ করুন।
সূত্র: লোনলি প্লানেট

বিদেশ ভ্রমণে নিয়মিত খাওয়াদাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে খরচ করতে হয়। এখন অনেকে এর জন্য ব্যাংক কার্ড ব্যবহার করেন। এটি সহজ পদ্ধতি। এ ছাড়া কার্ড নগদ অর্থ নিয়ে ঘোরার চেয়ে নিরাপদ। কিন্তু লেনদেনের সময় আসে অনেকে দ্বিধায় পড়েন, কোন মুদ্রায় অর্থ পরিশোধ করবেন, সেটি নিয়ে। আপনি যদি আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে প্রায়ই এমন একটি প্রশ্ন করা হয়, আপনি মার্কিন ডলার, ইউরো, আপনার নিজের দেশের মুদ্রা, নাকি সেই দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে চান।
বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই।
প্রথমবার বিদেশ ভ্রমণ করা অনেকে পরিচিত মুদ্রা অর্থাৎ নিজের দেশের মুদ্রায় বিল পরিশোধ করতে স্বচ্ছন্দবোধ করেন। কারণ, এতে তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন, কত টাকা ব্যয় হচ্ছে। কিন্তু বাস্তবে এটি সব সময় লাভজনক না-ও হতে পারে; বরং বিদেশে লেনদেনের ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় সেটি করাই বুদ্ধিমানের কাজ।
কেন স্থানীয় মুদ্রায় লেনদেন করা ভালো

যখন আপনার নিজের দেশের মুদ্রায় লেনদেন করেন, তাকে বলা হয় ডায়নামিক কারেন্সি কনভারশন। এতে পেমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠানগুলো একধরনের ফি কেটে নেয়। এই হার সাধারণত ব্যাংকের নির্ধারিত দাম থেকে অনেক বেশি হয়। ফলে আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি টাকা খরচ করে ফেলেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি ইউরোপে ঘুরতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর বিল পরিশোধের সময় মার্কিন ডলারে পেমেন্ট করেন, তবে রেস্টুরেন্টের কার্ড মেশিন বা ব্যাংক আপনার ডলারের বিপরীতে একটা মনমতো রেট নির্ধারণ করবে। সেখানে তারা নিজেদের একটা মুনাফা রাখবে। অথচ আপনি যদি ইউরোতে পেমেন্ট করেন, তাহলে আপনার ব্যাংক নিজস্ব হার অনুযায়ী রূপান্তর করবে এবং অনেক সময় এতে অতিরিক্ত কোনো ফি লাগবে না।
বিদেশে খরচ বাঁচাতে যা করবেন
বিদেশ ভ্রমণে খরচ বাঁচা মানে নতুন কোনো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাওয়া। তাই অল্প করে হলেও বিভিন্ন খাত থেকে চাইলেই খরচ বাঁচাতে পারেন।
সঠিক কার্ড বেছে নিন: অনেক আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড থাকে, যেগুলোতে বিদেশে লেনদেনের সময় কোনো অতিরিক্ত ফি কাটা হয় না। এসব কার্ড ব্যবহার করলে আপনি সহজে স্থানীয় মুদ্রায় পেমেন্ট করতে পারবেন। ভ্রমণে বের হওয়ার আগে নিজের ব্যাংক থেকে জেনে নিন কার্ডে কোনো ফরেন ট্রানজেকশন ফি আছে কি না।
সব সময় স্থানীয় মুদ্রায় লেনদেন করুন: দোকান, রেস্তোরাঁ বা হোটেলের পিওএস মেশিনে পেমেন্ট করার সময় ‘লোকাল কারেন্সি’ বা স্থানীয় মুদ্রার অপশনটি বেছে নিন। এতে আপনি বাড়তি ফি বা বেশি অর্থ ব্যয় এড়াতে পারবেন।

এটিএম থেকে টাকা তোলার সময় যা বিবেচনায় রাখবেন
বিদেশে অনেক সময় নগদ অর্থ প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার সময় সতর্ক থাকতে হবে। স্বীকৃত ব্যাংকের এটিএম ব্যবহার করতে হবে। এয়ারপোর্ট, বাজার বা পর্যটন এলাকার এটিএম এড়িয়ে চলুন। এরা অতিরিক্ত ফি নেয় এবং রেটও খারাপ হয়।
নিজ ব্যাংকের পার্টনার ব্যাংক খুঁজে নিন: আপনার ব্যাংকের কোনো আন্তর্জাতিক অংশীদার ব্যাংক থাকলে তাদের এটিএম ব্যবহার করলে ফি কম লাগবে কিংবা ফি ফেরতও পেতে পারেন।
একবারেই প্রয়োজনীয় পরিমাণ তুলুন: প্রতিবার টাকা তোলার সময় একটি নির্দিষ্ট ফি কাটা হয়। তাই বারবার টাকা তুললে বেশি ফি গুনতে হবে। সম্ভব হলে একবারেই প্রয়োজনীয় পরিমাণ অর্থ তুলে ফেলুন।
বিদেশ ভ্রমণে খরচ একটু বাড়তি হওয়াটা স্বাভাবিক। তবে কিছু সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, বিদেশে কার্ড ব্যবহার করে কেনাকাটা বা পেমেন্ট করার সময় স্থানীয় মুদ্রায় পরিশোধ করাই সাশ্রয়ী ও নিরাপদ উপায়। ডায়নামিক কারেন্সি কনভারশনের ফাঁদে পড়লে খরচ বেড়ে যেতে পারে অযথাই। তাই কার্ড ব্যবহারে সচেতন থাকুন, নিজের ব্যাংক ও কার্ডের শর্ত জেনে নিন এবং সব সময় হিসাব করে খরচ করুন।
সূত্র: লোনলি প্লানেট

আজ গিফট গিভিং ডে বা উপহার দেওয়ার দিন। উপহার মানেই আনন্দ। কিন্তু বিশ্বের সব প্রান্তে এই আনন্দের নিয়ম এক নয়। কোথাও ঘড়ি উপহার দেওয়া যেমন মৃত্যুর বার্তা, আবার কোথাও কোনো নির্দিষ্ট সংখ্যাকে অশুভ বলে মনে করা হয়। দেশভেদে উপহার আদান-প্রদানের কিছু বিচিত্র রীতি ও মানা-বারণ আছে, যা আমরা হয়তো অনেকে জানি না...
৯ ঘণ্টা আগে
গয়না শুধু সাজসজ্জার অনুষঙ্গ নয়; বরং এটি রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। ফ্যাশন দুনিয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর গয়নার ডিজাইনে পাথরের ব্যবহারে আসতে চলেছে বড় পরিবর্তন। ২০২৬ সাল হবে হালকা ও শীতল রঙের পাথরের বছর। ফলে এ বছর গয়নার ক্ষেত্রে হালকা রঙের পাথরের চাহিদা বাড়বে। তা ছাড়া কাস্টমাইজেশন বা নিজের...
১২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ঘুরে দেখতে হলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতে হবে। এ ক্ষেত্রে পর্যটকদের জন্য স্বস্তির খবর হলো, সিউলের গণপরিবহনব্যবস্থা বিশ্বের সেরা ব্যবস্থাগুলোর একটি। পরিষ্কার, সময়নিষ্ঠ এবং যাত্রীবান্ধব এই নেটওয়ার্ক শহরজুড়ে চলাচলকে সহজ করে তুলেছে...
১৬ ঘণ্টা আগে
বাজারে চুকাই ফুল বা রোজেলা পাওয়া যাচ্ছে। এই ফুল দিয়ে মাছ রান্না করা যায়। এ তথ্য জানেন কি? পুঁটি মাছের চচ্চড়িতে এবার দিয়েই দেখুন, খেতে দারুণ সুস্বাদু। আপনাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৮ ঘণ্টা আগে