তানজিল কাজী

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী। এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও প্রভাষক সানজিদা আফরোজ। অতিথি ছিলেন আজকের পত্রিকার এড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, পাঠকবন্ধুর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার ২০২৫-২৬ সেশনের সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত, ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান, শাহরিয়ার হক আসাদ, সানাউল্লাহ এবং ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির সভাপতি আবদুল আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমনসহ সংগঠনের অন্য সদস্যরা।

আমাদের সমাজে পরিচ্ছন্নতাকর্মীরা নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অথচ শীতের কষ্ট সবচেয়ে বেশি তাঁদেরই সহ্য করতে হয়। এই শীতবস্ত্র বিতরণ শুধু সহায়তা নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি অংশ। সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী।
পাঠকবন্ধুর আব্দুর রাজ্জাক খান বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রম পাঠকবন্ধুর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। সারা দেশের বন্ধুরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ডিআইইউ শাখা এ ক্ষেত্রেও এগিয়ে থাকবে—এমন প্রত্যাশা করি।’
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও আরাম নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। পাঠকবন্ধুর এই সময়োপযোগী উদ্যোগ ক্যাম্পাসের কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।’
সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সুন্দর ক্যাম্পাসের নেপথ্য কারিগর। তীব্র শীতের এই সময়ে তাঁদের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। এই ক্ষুদ্র উপহার তাঁদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।’
বর্তমান সভাপতি আব্দুল আল নোমান বলেন, ‘নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানবিক প্রয়োজনে পাঠকবন্ধু সব সময় পাশে থাকতে চায়।’
শীতবস্ত্র পেয়ে পরিচ্ছন্নতাকর্মী নাজরিন বলেন, ‘আমরা পাঠকবন্ধুর জন্য দোয়া করি। তারা খুব সুন্দরভাবে আমাদের শীতবস্ত্র দিয়েছে। আশা করি তারা আগামী দিনেও ক্যাম্পাসে ভালো কাজ করতে পারবে।’
উল্লেখ্য, নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনার প্রথম কর্মসূচি হিসেবে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী। এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে ছিলেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও প্রভাষক সানজিদা আফরোজ। অতিথি ছিলেন আজকের পত্রিকার এড সেলস বিভাগের প্রধান সিরাজুল ইসলাম সুমন, পাঠকবন্ধুর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আব্দুর রাজ্জাক খান এবং সমন্বিত বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক তানজিল কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠকবন্ধু ডিআইইউ শাখার ২০২৫-২৬ সেশনের সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত, ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান, শাহরিয়ার হক আসাদ, সানাউল্লাহ এবং ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির সভাপতি আবদুল আল নোমান, সাধারণ সম্পাদক নাইমুর রহমান ইমনসহ সংগঠনের অন্য সদস্যরা।

আমাদের সমাজে পরিচ্ছন্নতাকর্মীরা নীরবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। অথচ শীতের কষ্ট সবচেয়ে বেশি তাঁদেরই সহ্য করতে হয়। এই শীতবস্ত্র বিতরণ শুধু সহায়তা নয়, এটি আমাদের মানবিক দায়িত্ব পালনের একটি অংশ। সমাজের প্রতিটি স্তরের মানুষের উচিত তাঁদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী।
পাঠকবন্ধুর আব্দুর রাজ্জাক খান বলেন, ‘পাঠাভ্যাস বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রম পাঠকবন্ধুর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। সারা দেশের বন্ধুরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ডিআইইউ শাখা এ ক্ষেত্রেও এগিয়ে থাকবে—এমন প্রত্যাশা করি।’
প্রভাষক সানজিদা আফরোজ বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও আরাম নিশ্চিত করা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। পাঠকবন্ধুর এই সময়োপযোগী উদ্যোগ ক্যাম্পাসের কাজের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে।’
সাবেক সভাপতি মুজাহিদ আল রিফাত বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচ্ছন্নতাকর্মীরা আমাদের সুন্দর ক্যাম্পাসের নেপথ্য কারিগর। তীব্র শীতের এই সময়ে তাঁদের পাশে দাঁড়ানোকে আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। এই ক্ষুদ্র উপহার তাঁদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।’
বর্তমান সভাপতি আব্দুল আল নোমান বলেন, ‘নতুন কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মানবিক প্রয়োজনে পাঠকবন্ধু সব সময় পাশে থাকতে চায়।’
শীতবস্ত্র পেয়ে পরিচ্ছন্নতাকর্মী নাজরিন বলেন, ‘আমরা পাঠকবন্ধুর জন্য দোয়া করি। তারা খুব সুন্দরভাবে আমাদের শীতবস্ত্র দিয়েছে। আশা করি তারা আগামী দিনেও ক্যাম্পাসে ভালো কাজ করতে পারবে।’
উল্লেখ্য, নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনার প্রথম কর্মসূচি হিসেবে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের সূচনা হয়।

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৪ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৬ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৭ ঘণ্টা আগে