রায়হান আবিদ, বাকৃবি

ক্যাম্পাসের আয়তন ১ হাজার ২১০ একর! ব্রহ্মপুত্রপারের এই ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে বেশ খানিকটা। সেই সঙ্গে লাগে রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনের ভাড়া। সেটা নেহাত কম নয়। দূরত্বের সঙ্গে পাল্লা দিতে আর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অর্থ ব্যয় কমাতে সাইকেলসেবা শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নারী শিক্ষার্থীরা ৫ আর পুরুষ শিক্ষার্থীরা ২ টাকায় পাচ্ছেন এই সেবা।
‘উইমেন সাইক্লিং ক্লাব’ নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের একটি ক্লাব এ উদ্যোগ নিয়েছে মেয়েদের হলগুলোতে। ক্লাবের সদস্যদের সাইকেল রয়েছে। ক্লাবটির উদ্যোগে বেগম রোকেয়া হলে দুটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে একটি, তাপসী রাবেয়া হলে একটি, সুলতানা রাজিয়া হলে দুটি সাইকেল বরাদ্দ করা হয়। সাইকেলগুলো যেমন ক্লাবের সদস্যরা চালাতে পারবেন, তেমনি সাধারণ শিক্ষার্থীরা চাইলে এখানে থেকে সাইকেল নিয়ে শিখতে পারবেন। মাত্র ৫ টাকা দিয়ে সারা দিনের জন্য ব্যবহার করা যাবে সাইকেল। ক্লাবের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদেরও সাইকেল চালানো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
ক্লাবটির সাধারণ সম্পাদক সুস্মিতা সরকার বৃষ্টি সাইকেল চালাতে পারতেন না। উইমেন সাইক্লিং ক্লাবের সঙ্গে শুরু থেকে যুক্ত রয়েছেন। তখন ক্লাবের সাইকেল না থাকায় বড় আপুদের কাছ থেকে ধার করে সাইকেল চালানো শিখেছেন তিনি। এখন ক্লাবের নিজস্ব সাইকেল আছে। বৃষ্টি বলেন, ‘মেয়েরা এখন রেজিস্ট্রেশন করে ক্লাবের সাইকেল নিয়ে চালানো শিখছে। পাশাপাশি ক্লাবের সদস্যদের যথাযথ গাইডলাইন ও সহযোগিতাও পাচ্ছে। যে কেউ চাইলে ক্লাবের সাইকেল ভাড়া নিয়ে চালাতে পারেন। আমাদের ক্লাবের উদ্দেশ্য, প্রত্যেক মেয়েই যেন নির্ভয়ে অদম্য সাহস নিয়ে এগিয়ে যেতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্যও রয়েছে সাইকেলের ব্যবস্থা। এর শুরুটা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে অবস্থিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল দিয়ে। প্রায় ৬০০ শিক্ষার্থীর বসবাস সেখানে। তবে হল থেকে নিজ নিজ অনুষদের ভবনের ক্লাস করতে যেতে বেশ সময় লাগে। বিষয়টির সমাধানে সাইকেলসেবার পদক্ষেপ নেয় সোহরাওয়ার্দী হল প্রশাসন। পরে হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা সেই প্রকল্পে এগিয়ে নিতে কাজ শুরু করেন।
হলের গ্যারেজে দীর্ঘদিন পড়ে থাকা মালিকহীন সাইকেলগুলোকে প্রথমে আলাদাভাবে চিহ্নিত করা হয়। এরপর সেগুলো সারিয়ে পুনরায় ব্যবহারের জন্য ‘জয় বাংলা বাইসাইকেল’ সার্ভিস নামে সেবাটি চালু করা হয়। একজন শিক্ষার্থী ২ টাকার বিনিময়ে ৮ ঘণ্টা এই সাইকেলসেবা ব্যবহার করতে পারবেন। হলের গ্যারেজ থেকে শিক্ষার্থীরা নাম ও আইডি লিখে নিজের প্রয়োজন অনুযায়ী সাইকেল ব্যবহার করছেন এখন।
এই সেবা ব্যবহারকারী সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মিশু মোরশেদ জানিয়েছেন, জয় বাংলা বাইসাইকেল সার্ভিসটি হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ভিন্ন ধরনের সেবা। দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া সাইকেলগুলো কাজে লাগছে এখন। জানা গেছে, এখন পর্যন্ত ২২টির মতো সাইকেল সচল করা হয়েছে। পর্যায়ক্রমে পড়ে থাকা বাকি সাইকেলগুলো মেরামত করে সাধারণ ছাত্রদের কাজে লাগানোর ব্যবস্থা করা হবে।

ক্যাম্পাসের আয়তন ১ হাজার ২১০ একর! ব্রহ্মপুত্রপারের এই ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে বেশ খানিকটা। সেই সঙ্গে লাগে রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনের ভাড়া। সেটা নেহাত কম নয়। দূরত্বের সঙ্গে পাল্লা দিতে আর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অর্থ ব্যয় কমাতে সাইকেলসেবা শুরু হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নারী শিক্ষার্থীরা ৫ আর পুরুষ শিক্ষার্থীরা ২ টাকায় পাচ্ছেন এই সেবা।
‘উইমেন সাইক্লিং ক্লাব’ নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের একটি ক্লাব এ উদ্যোগ নিয়েছে মেয়েদের হলগুলোতে। ক্লাবের সদস্যদের সাইকেল রয়েছে। ক্লাবটির উদ্যোগে বেগম রোকেয়া হলে দুটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে একটি, তাপসী রাবেয়া হলে একটি, সুলতানা রাজিয়া হলে দুটি সাইকেল বরাদ্দ করা হয়। সাইকেলগুলো যেমন ক্লাবের সদস্যরা চালাতে পারবেন, তেমনি সাধারণ শিক্ষার্থীরা চাইলে এখানে থেকে সাইকেল নিয়ে শিখতে পারবেন। মাত্র ৫ টাকা দিয়ে সারা দিনের জন্য ব্যবহার করা যাবে সাইকেল। ক্লাবের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদেরও সাইকেল চালানো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
ক্লাবটির সাধারণ সম্পাদক সুস্মিতা সরকার বৃষ্টি সাইকেল চালাতে পারতেন না। উইমেন সাইক্লিং ক্লাবের সঙ্গে শুরু থেকে যুক্ত রয়েছেন। তখন ক্লাবের সাইকেল না থাকায় বড় আপুদের কাছ থেকে ধার করে সাইকেল চালানো শিখেছেন তিনি। এখন ক্লাবের নিজস্ব সাইকেল আছে। বৃষ্টি বলেন, ‘মেয়েরা এখন রেজিস্ট্রেশন করে ক্লাবের সাইকেল নিয়ে চালানো শিখছে। পাশাপাশি ক্লাবের সদস্যদের যথাযথ গাইডলাইন ও সহযোগিতাও পাচ্ছে। যে কেউ চাইলে ক্লাবের সাইকেল ভাড়া নিয়ে চালাতে পারেন। আমাদের ক্লাবের উদ্দেশ্য, প্রত্যেক মেয়েই যেন নির্ভয়ে অদম্য সাহস নিয়ে এগিয়ে যেতে পারে।’
বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্যও রয়েছে সাইকেলের ব্যবস্থা। এর শুরুটা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে অবস্থিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল দিয়ে। প্রায় ৬০০ শিক্ষার্থীর বসবাস সেখানে। তবে হল থেকে নিজ নিজ অনুষদের ভবনের ক্লাস করতে যেতে বেশ সময় লাগে। বিষয়টির সমাধানে সাইকেলসেবার পদক্ষেপ নেয় সোহরাওয়ার্দী হল প্রশাসন। পরে হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা সেই প্রকল্পে এগিয়ে নিতে কাজ শুরু করেন।
হলের গ্যারেজে দীর্ঘদিন পড়ে থাকা মালিকহীন সাইকেলগুলোকে প্রথমে আলাদাভাবে চিহ্নিত করা হয়। এরপর সেগুলো সারিয়ে পুনরায় ব্যবহারের জন্য ‘জয় বাংলা বাইসাইকেল’ সার্ভিস নামে সেবাটি চালু করা হয়। একজন শিক্ষার্থী ২ টাকার বিনিময়ে ৮ ঘণ্টা এই সাইকেলসেবা ব্যবহার করতে পারবেন। হলের গ্যারেজ থেকে শিক্ষার্থীরা নাম ও আইডি লিখে নিজের প্রয়োজন অনুযায়ী সাইকেল ব্যবহার করছেন এখন।
এই সেবা ব্যবহারকারী সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী মিশু মোরশেদ জানিয়েছেন, জয় বাংলা বাইসাইকেল সার্ভিসটি হলের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি ভিন্ন ধরনের সেবা। দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হয়ে যাওয়া সাইকেলগুলো কাজে লাগছে এখন। জানা গেছে, এখন পর্যন্ত ২২টির মতো সাইকেল সচল করা হয়েছে। পর্যায়ক্রমে পড়ে থাকা বাকি সাইকেলগুলো মেরামত করে সাধারণ ছাত্রদের কাজে লাগানোর ব্যবস্থা করা হবে।

পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
৪ ঘণ্টা আগে
দাম্পত্য জীবনে ঝগড়া বা মতবিরোধ চলতে থাকে। তবে এমন পরিস্থিতিতে অনেক স্ত্রীর অভিযোগ, রাগ বা অভিমান করলে তাদের স্বামী নীরব হয়ে যায়। বাইরে থেকে এটি উদাসীনতা বা অনুভূতি প্রকাশ না করা মনে হলেও, মনোবিজ্ঞান বলছে, বিষয়টি সব সময় তেমন নয়। অনেক ক্ষেত্রে এই নীরবতা আসলে পুরুষদের মস্তিষ্কের একটি স্বাভাবিক
৬ ঘণ্টা আগে
বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
১২ ঘণ্টা আগে