আশরাফুন নীলা

নতুন বছর যেন সুন্দর কাটে, সে অভিলাষ থাকে সবার। পুরোনো সবকিছু ভুলে জীবন যেন নতুন করে সাজাতে চায় সবাই। সেখানে বাদ যায় না নিজের যত্নের ব্যাপারটিও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের যত্নের ব্যাপারে হতে হয় একটু বেশি সচেতন। হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রীতা জানিয়েছেন নতুন বছরে সৌন্দর্যচর্চায় কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত।
প্রাকৃতিক উপায়ে রূপচর্চা
ত্বকের যত্নে মানুষ ইদানীং অনেক ধরনের প্রসাধনীর ওপর নির্ভরশীল। কিন্তু এসব প্রসাধনীর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ফলে ত্বকের উপকার যতটা না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়। তাই ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক উপাদান বেছে নিতে পারেন নতুন বছরে। নারকেল তেল, মধু, টক দই, শসা ইত্যাদি উপাদান সব ধরনের ত্বকের জন্য ভালো।
ত্বক হাইড্রেট রাখা চাই
শুষ্ক ও মলিন ত্বকের জন্য দায়ী ডিহাইড্রেশন। অনেক সময় বিভিন্ন হাইড্রেটিং প্রসাধনী ব্যবহার করেও ফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বেশি করে পানি খেতে হবে। প্রতিদিন নিজের চাহিদা অনুযায়ী পানি পান করলে ত্বকের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এ ছাড়া তাজা ফলের জুস পান করা যেতে পারে। বেশি করে তরমুজ, শসা, টমেটো ইত্যাদি খাওয়া যেতে পারে। এসব ফল ও সবজিতে অনেক পানি থাকে।
অনেকে পণ্য কেনার আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও পণ্যের মধ্যে কী উপাদান থাকে, তা লক্ষ করেন না। সব উপাদান সব ত্বকের জন্য উপযোগী নয়। তাই নতুন বছরে পণ্য কেনার আগে কৌটার গায়ে লেখা উপাদানগুলো দেখে নেবেন।
ত্বক পরিষ্কার রাখতে হবে
ত্বক ভালো রাখতে হলে সবার আগে পরিচ্ছন্নতায় বিশ্বাসী হতে হবে। বাসায় ফিরে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। অনেকে বাইরে থেকে ফিরে ঠিকমতো মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। তাই যত রাতেই ফিরুন না কেন, খুব ভালো করে মুখের মেকআপ তুলে ঘুমাতে যাবেন যাওয়া জরুরি।
ময়শ্চারাইজার এড়ানো যাবে না
ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুস্থ থাকে। নিজের ত্বকের ধরন বুঝে ভালো মানের একটি ময়শ্চারাইজার বেছে নিতে হবে। যতবার হাত-মুখ ধোবেন, ঠিক ততবারই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন ব্যবহার করতে হবে
রোদ আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করে। অতিরিক্ত রোদ ত্বকে মেছতা, বলিরেখা, কালো দাগের মতো সমস্যা সৃষ্টি করে। তাই রোদ থেকে ত্বক রক্ষা করতে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুলে যাওয়া যাবে না।

নতুন বছর যেন সুন্দর কাটে, সে অভিলাষ থাকে সবার। পুরোনো সবকিছু ভুলে জীবন যেন নতুন করে সাজাতে চায় সবাই। সেখানে বাদ যায় না নিজের যত্নের ব্যাপারটিও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও চুলের যত্নের ব্যাপারে হতে হয় একটু বেশি সচেতন। হারমনি স্পার বিউটি এক্সপার্ট রহিমা সুলতানা রীতা জানিয়েছেন নতুন বছরে সৌন্দর্যচর্চায় কোন বিষয়গুলোর প্রতি জোর দেওয়া উচিত।
প্রাকৃতিক উপায়ে রূপচর্চা
ত্বকের যত্নে মানুষ ইদানীং অনেক ধরনের প্রসাধনীর ওপর নির্ভরশীল। কিন্তু এসব প্রসাধনীর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ফলে ত্বকের উপকার যতটা না হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয়। তাই ত্বকের ধরন বুঝে প্রাকৃতিক উপাদান বেছে নিতে পারেন নতুন বছরে। নারকেল তেল, মধু, টক দই, শসা ইত্যাদি উপাদান সব ধরনের ত্বকের জন্য ভালো।
ত্বক হাইড্রেট রাখা চাই
শুষ্ক ও মলিন ত্বকের জন্য দায়ী ডিহাইড্রেশন। অনেক সময় বিভিন্ন হাইড্রেটিং প্রসাধনী ব্যবহার করেও ফল পাওয়া যায় না। সে ক্ষেত্রে বেশি করে পানি খেতে হবে। প্রতিদিন নিজের চাহিদা অনুযায়ী পানি পান করলে ত্বকের অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এ ছাড়া তাজা ফলের জুস পান করা যেতে পারে। বেশি করে তরমুজ, শসা, টমেটো ইত্যাদি খাওয়া যেতে পারে। এসব ফল ও সবজিতে অনেক পানি থাকে।
অনেকে পণ্য কেনার আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ ও পণ্যের মধ্যে কী উপাদান থাকে, তা লক্ষ করেন না। সব উপাদান সব ত্বকের জন্য উপযোগী নয়। তাই নতুন বছরে পণ্য কেনার আগে কৌটার গায়ে লেখা উপাদানগুলো দেখে নেবেন।
ত্বক পরিষ্কার রাখতে হবে
ত্বক ভালো রাখতে হলে সবার আগে পরিচ্ছন্নতায় বিশ্বাসী হতে হবে। বাসায় ফিরে ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে। অনেকে বাইরে থেকে ফিরে ঠিকমতো মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। এই অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর। তাই যত রাতেই ফিরুন না কেন, খুব ভালো করে মুখের মেকআপ তুলে ঘুমাতে যাবেন যাওয়া জরুরি।
ময়শ্চারাইজার এড়ানো যাবে না
ময়শ্চারাইজার ব্যবহার করলে ত্বক অনেক বেশি সুস্থ থাকে। নিজের ত্বকের ধরন বুঝে ভালো মানের একটি ময়শ্চারাইজার বেছে নিতে হবে। যতবার হাত-মুখ ধোবেন, ঠিক ততবারই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে।
সানস্ক্রিন ব্যবহার করতে হবে
রোদ আমাদের অজান্তেই ত্বকের ক্ষতি করে। অতিরিক্ত রোদ ত্বকে মেছতা, বলিরেখা, কালো দাগের মতো সমস্যা সৃষ্টি করে। তাই রোদ থেকে ত্বক রক্ষা করতে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করার কথা ভুলে যাওয়া যাবে না।

বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
৩ ঘণ্টা আগে
২০২৬ সূর্যের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সালের সংখ্যাগুলো যোগ করলে তার যোগফল হয় ১০। আবার ১০ এর যোগফল হয় ১। অর্থাৎ ২০২৬ সালের সংখ্যাতাত্ত্বিক মান ১, জ্যোতিষশাস্ত্রে যা সূর্যের প্রতীক। ফলে এ বছরকে বলা হচ্ছে সূর্যের বছর। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নতুন সূচনার প্রতিনিধিত্ব করে। এর ফলে বছরটি...
৫ ঘণ্টা আগে
ফুলকপি দিয়ে তারকারি রান্না ছাড়াও বিকেলের স্ন্যাকস তৈরি করতে পারেন। কেবল ফুলকপির পাকোড়া নয়, বানিয়ে ফেলা যাবে কাটলেটও। আপনাদের জন্য ফুলকপি ও মাছের কাটলেটের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
৭ ঘণ্টা আগে