রিক্তা রিচি, ঢাকা

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–
ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।
ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?
ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।
ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।
ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।
এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–
ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।
ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?
ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।
ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।
ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।
এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

আজ আপনার এনার্জি লেভেল একদম ঈদের ছুটিতে কমলাপুর স্টেশনের উত্তরবঙ্গগামী শেষ ট্রেনটি ধরার ভিড়ের মতো তুঙ্গে থাকবে। কেউ আপনাকে থামানোর চেষ্টা করলে সে নিজেই ছিটকে যাবে। আয়ের নতুন রাস্তা খুলবে ঠিকই, কিন্তু অপরিচিত লোকের কথায় শেয়ারবাজারে টাকা ঢাললে পকেট গড়ের মাঠ হতে সময় লাগবে না।
২৪ মিনিট আগে
২০২৫ সালে আমরা দেখেছি মানুষ কেবল ‘জায়গা ঘোরা’র চেয়ে ভ্রমণের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ২০২৬ সাল হতে যাচ্ছে আরও একধাপ এগিয়ে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় মুভি বা গেমের প্রতি টান আর পরিবারের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে পর্যটন খাতে আসছে বড় বড় কিছু পরিবর্তন। এ বছর ভ্রমণের মূল ট্রেন্ডগুলো আপনার ঘরো
২ ঘণ্টা আগে
জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৭ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১৮ ঘণ্টা আগে