রিক্তা রিচি, ঢাকা

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–
ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।
ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?
ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।
ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।
ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।
এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

পৃথিবীর বুকে ডাইনোসরের কোনো অস্তিত্ব নেই। কারণ ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। চাইলেও তুমি ডাইনোসরকে নিজ চোখে সরাসরি দেখতে পারবে না। তবে হ্যাঁ, বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরের সঙ্গে তুমি খেলতে পারবে। কীভাবে? বলছি, শোনো–
ফোনে ‘ডিনো ওয়ার্ল্ড’ ও ‘ফায়ার ট্রাক রেসকিউ’ নামের দুটি অ্যাপ ডাউনলোড করেই তুমি ডাইনোসরের জগতে চলে যেতে পারবে।
ডিনো ওয়ার্ল্ড
ধরো, তুমি এমন একটা জগতে আছো, যেখানে অনেক ডাইনোসর রয়েছে। সেই ডাইনোসরগুলোকে তুমি খাওয়াতে পারবে, খামারে লালন করতে পারবে এবং যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিতে পারবে। এমনকি বিরল প্রজাতির ডাইনোসরদের দেখা পাবে। বিষয়টা খুব মজার, তাই না?
ডাইনোসরগুলো খুব শক্তিশালী। তাদের দক্ষতা ও ক্ষমতাও ভিন্ন ভিন্ন। একটি খোলা দ্বীপে তাদের বসবাস। এই দ্বীপে তুমি তাদের নিয়ন্ত্রণ করবে।
ডিনো ওয়ার্ল্ড অ্যাপটি তুমি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে। ফ্রিতেই গেমটি খেলা যাবে।
ফায়ার ট্রাক রেসকিউ
এটি দারুণ একটি গেম। এই গেমে অনেক প্রতিকূলতার ভেতরে আগুন নেভাতে হয়। ডাইনোসরের এক বিল্ডিংয়ে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসে কল দিলে একদল ডাইনোসর ফায়ার সার্ভিসের কর্মী দ্রুত ট্রাকে করে আগুন নেভাতে আসে। পথে তাদের পোহাতে হয় বিভিন্ন জটিলতা।
এই গেম খেললে তুমি অনেক আত্মবিশ্বাসী হবে। গেমটি খেলা খুব সহজ। এখানে তোমাকে ওয়াটার গান (পানির বন্দুক) নিয়ন্ত্রণ করতে হবে। আগুন নেভানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গেমে ছয়টি বিভিন্ন রঙের ট্রাক আছে। এসব ট্রাকে করে আগুন নেভাতে আসে ডাইনোসর ফায়ার সার্ভিসের দল। আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করে। গেমটিতে রয়েছে বেশ কিছু পর্ব। তোমার বয়স যদি পাঁচ বছর বা তার কম হয় তাহলে গেমটি খেলে ভীষণ মজা পাবে। গেমটি অ্যান্ড্রয়েড ফোনের প্লেস্টোর থেকে ডাউনলোড করতে পারবে।

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১০ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১২ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৩ ঘণ্টা আগে