আফরোজা পারভীন

কোনো ঋতুতেই রেহাই দেয় না নাছোড়বান্দা ব্রণ। যাঁদের ত্বক তেলতেলে, তাঁদের ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি। পাশাপাশি যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরাও এ সময়ে এই সমস্যার মুখোমুখি হতে পারেন। অতিরিক্ত গরম ছাড়াও বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। ব্রণ দূর করার রয়েছে বিভিন্ন পদ্ধতি।
ব্রণ কেন হয়
বেশি গরম পড়লে স্বাভাবিকভাবেই ত্বকে অনেক বেশি তেল জমা হয়। লোমকূপে অতিরিক্ত তেল ও বাইরের ধুলোবালু জমে ব্রণ হতে পারে। তা ছাড়া ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে এবং মেকআপ সঠিক উপায়ে না তুললে ব্রণ হতে পারে।
করণীয় কী
যাঁদের ত্বক গরমে প্রচুর ঘামে, তাঁদের ব্রণ হতে পারে। ফলে যদি আমরা সারা দিনে চার–পাঁচবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই, তাহলে ব্রণের সমস্যা অনেকটাই কেটে যাবে। তা ছাড়া নিয়মিত ত্বক পরিষ্কারের দিকে নজর রাখতে হবে। ত্বক থেকে যদি অতিরিক্ত তেল সরিয়ে ফেলা যায়, তাহলে ব্রণ হবে না। আবার ত্বক যদি অনেক বেশি গরম হয়ে যায়, তখন যদি ত্বকে বরফ ব্যবহার করা হয় তাহলে ত্বক ঠান্ডা ও ভালো থাকবে। ব্রণ ওঠার প্রবণতা কমবে।
কী করবেন না
মুখের ত্বকে ব্রণ হলে কোনোভাবেই চুলকানো বা নখ লাগানো যাবে না। ব্রণ পেকে গেলেও তা চাপ দিয়ে সাদা অংশ বের করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। ব্রণ নিজেই পেকে শুকিয়ে সেরে উঠবে। এতে করে দীর্ঘস্থায়ী দাগ হবে না। বারবার ব্রণে হাত দিলে ত্বকে দাগ বসে যায়।
খাদ্যাভ্যাসে পরিবর্তন
ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকলে খাদ্যাভ্যাসে নজর দিতে হবে। পানিজাতীয় খাবার যত বেশি খাওয়া যাবে, ত্বক তত বেশি ভালো থাকবে। পাশাপাশি অ্যালার্জিক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
ত্বকে প্রাকৃতিক উপাদান
ব্রণ হলে ত্বকে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে পেস্ট করে লাগানো যেতে পারে। চাইলে এই মিশ্রণে একটু লেবুর রস মেশানো যায়। তবে এই মিশ্রণ ফ্রিজে রেখে বা ঘরের শীতল জায়গায় রেখে ঠান্ডা করে ত্বকে লাগাতে হবে। ব্রণ সারাতে এই মিশ্রণ খুব ভালো কাজ করে।
দাগ মুছতে হলে
আফরোজা পারভীন, রূপবিশেষজ্ঞ

কোনো ঋতুতেই রেহাই দেয় না নাছোড়বান্দা ব্রণ। যাঁদের ত্বক তেলতেলে, তাঁদের ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি। পাশাপাশি যাঁদের ত্বক সংবেদনশীল, তাঁরাও এ সময়ে এই সমস্যার মুখোমুখি হতে পারেন। অতিরিক্ত গরম ছাড়াও বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। ব্রণ দূর করার রয়েছে বিভিন্ন পদ্ধতি।
ব্রণ কেন হয়
বেশি গরম পড়লে স্বাভাবিকভাবেই ত্বকে অনেক বেশি তেল জমা হয়। লোমকূপে অতিরিক্ত তেল ও বাইরের ধুলোবালু জমে ব্রণ হতে পারে। তা ছাড়া ত্বক নিয়মিত পরিষ্কার না রাখলে এবং মেকআপ সঠিক উপায়ে না তুললে ব্রণ হতে পারে।
করণীয় কী
যাঁদের ত্বক গরমে প্রচুর ঘামে, তাঁদের ব্রণ হতে পারে। ফলে যদি আমরা সারা দিনে চার–পাঁচবার ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মুখ ধুই, তাহলে ব্রণের সমস্যা অনেকটাই কেটে যাবে। তা ছাড়া নিয়মিত ত্বক পরিষ্কারের দিকে নজর রাখতে হবে। ত্বক থেকে যদি অতিরিক্ত তেল সরিয়ে ফেলা যায়, তাহলে ব্রণ হবে না। আবার ত্বক যদি অনেক বেশি গরম হয়ে যায়, তখন যদি ত্বকে বরফ ব্যবহার করা হয় তাহলে ত্বক ঠান্ডা ও ভালো থাকবে। ব্রণ ওঠার প্রবণতা কমবে।
কী করবেন না
মুখের ত্বকে ব্রণ হলে কোনোভাবেই চুলকানো বা নখ লাগানো যাবে না। ব্রণ পেকে গেলেও তা চাপ দিয়ে সাদা অংশ বের করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। ব্রণ নিজেই পেকে শুকিয়ে সেরে উঠবে। এতে করে দীর্ঘস্থায়ী দাগ হবে না। বারবার ব্রণে হাত দিলে ত্বকে দাগ বসে যায়।
খাদ্যাভ্যাসে পরিবর্তন
ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা থাকলে খাদ্যাভ্যাসে নজর দিতে হবে। পানিজাতীয় খাবার যত বেশি খাওয়া যাবে, ত্বক তত বেশি ভালো থাকবে। পাশাপাশি অ্যালার্জিক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
ত্বকে প্রাকৃতিক উপাদান
ব্রণ হলে ত্বকে কাঁচা হলুদ ও নিমপাতা বেটে পেস্ট করে লাগানো যেতে পারে। চাইলে এই মিশ্রণে একটু লেবুর রস মেশানো যায়। তবে এই মিশ্রণ ফ্রিজে রেখে বা ঘরের শীতল জায়গায় রেখে ঠান্ডা করে ত্বকে লাগাতে হবে। ব্রণ সারাতে এই মিশ্রণ খুব ভালো কাজ করে।
দাগ মুছতে হলে
আফরোজা পারভীন, রূপবিশেষজ্ঞ

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
১ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
৩ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
৫ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
৭ ঘণ্টা আগে