
দিনের শুরুতে কর্মজীবী মানুষের প্রস্তুতি চলে কর্মস্থলকে ঘিরে। চটপট খেয়ে, ঝটপট তৈরি হয়েই পা বাড়াতে হয় অফিসের পথে। দিনের একটা বড় অংশ কাটে এখানেই। অনেক সময় নির্দিষ্ট কর্মঘণ্টার বেশিও থাকতে হয় নিজ কর্মস্থলে। তাই কর্মস্থলের পরিবেশ ও অভ্যন্তরীণ সাজসজ্জা এমনকি দেয়াল ও আসবাবের রংও কর্মীদের মনের ওপর প্রভাব ফেলে।
রং মানুষের মনে বিরাট প্রভাব ফেলে বলে জানান চিত্রশিল্পী ও মীনা কার্টুন ইউনিসেফ বাংলাদেশের অ্যাপিসোড ডিরেক্টর সুশান্ত কুমার সাহা অনুপম। কর্মীদের মানসিক প্রশান্তির জন্য অফিসে কোন ধরনের রং ব্যবহার করা উচিত সে বিষয়ে তিনি জানিয়েছেন কিছু কথা।
দেয়ালের রং যেমন হবে
যেকোনো অফিসের দেয়ালেই সাদা বা অফ হোয়াইট রং করতে দেখা যায়। এই রংগুলো অফিসকে পরিচ্ছন্ন ও আরামদায়ক লুক দেয়। অনুপম জানান, একটি অফিসের দেয়ালের রং কেমন হবে তা নির্ভর করে ওই অফিসের থিমের ওপর। প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি লোগো থাকে। যেমন গুগলের রঙিন লোগো আছে, ফেসবুকের লোগোতে নীল রং আছে। সে ক্ষেত্রে দেয়ালের অধিকাংশ জায়গায় সাদা বা অফহোয়াইট রেখে প্রতিষ্ঠানের যে ব্র্যান্ডিং কালার রয়েছে সেটার সবচেয়ে মিনিমাম শেডকে ব্যবহার করা যেতে পারে। যেমন– ইটের সাদা দেয়ালে নীল গ্রিডলাইন দেওয়া যেতে পারে।
আসবাব ও অন্যান্য
বেশির ভাগ অফিসের ডেস্কে কালো রঙের চেয়ার দেখা যায়। সে ক্ষেত্রে দেয়ালের রং সাদা ও অফহোয়াইট হলে চেয়ারগুলোর রং প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালারের হতে পারে। যেমন, ব্র্যান্ড কালার নীল হলে চেয়ারগুলো ও ডিপার্টমেন্টের পার্টিশনগুলোয় নীল রং ব্যবহার করলে ভালো লাগবে।
কমনরুম বা কফি স্পেস
প্রায়ই অফিসগুলোয় কর্মীদের জন্য কমনরুম থাকে। আবার অনেক অফিসে ছোট্ট কফি স্পেস থাকে। সে ক্ষেত্রে সে জায়গাটায় যেহেতু কর্মীরা রিলাক্স করতে যান অথবা ছোট্ট ব্রেক নিতে যান সে জন্য সেখানে এমন রং ব্যবহার করতে হবে যা মনকে প্রশান্ত ও চাঙা করে তোলে। এই স্পেসের দেয়ালের রং প্যাস্টেল ইয়েলো, কমলা, নীল হতে পারে। তবে রংগুলোর সবচেয়ে মিনিমাম শেড ব্যবহার করতে হবে। করপোরেট অফিসের কমনরুম বা কফি স্পেসে কালার কম্বিনেশনের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং থাকতে পারে। পেইন্টিংয়ের শেপগুলো আলাদা হতে পারে। লম্বা বা আড়াআড়ি আকারের মেলবন্ধন থাকতে পারে বলে জানান অনুপম। অন্যদিকে ক্রিয়েটিভ অফিসগুলোয় কোলাজ পেইন্টিং রাখা যেতে পারে। যে ধরনের পেইন্টিংয়ে গল্প রয়েছে সে ধরনের পেইন্টিং রাখা যেতে পারে।
বারান্দা থাকলে
অনেক অফিসে ছোট বারান্দা থাকে। রিফ্রেশমেন্টের জন্য ব্যবহৃত এ বারান্দাতেও রঙের ছোঁয়া থাকলে ভালো। বারান্দায় গ্লাস কার্পেট বিছানো যেতে পারে। সঙ্গে রাখা যেতে পারে ইনডোর প্ল্যান্ট। সে ক্ষেত্রে সবুজ রং পাওয়া যাবে গাছের সবুজ থেকেই। পাশাপাশি দেয়ালে ছোট ছোট রঙিন পেইন্টিং রাখা যেতে পারে। তবে পেইন্টিংগুলোর ফ্রেম মেটাল বা ফাইবারের বাছাই করা উচিত, যাতে বৃষ্টির ছাঁট এসে নষ্ট না হয়- জানান সুশান্ত কুমার সাহা অনুপম।

দিনের শুরুতে কর্মজীবী মানুষের প্রস্তুতি চলে কর্মস্থলকে ঘিরে। চটপট খেয়ে, ঝটপট তৈরি হয়েই পা বাড়াতে হয় অফিসের পথে। দিনের একটা বড় অংশ কাটে এখানেই। অনেক সময় নির্দিষ্ট কর্মঘণ্টার বেশিও থাকতে হয় নিজ কর্মস্থলে। তাই কর্মস্থলের পরিবেশ ও অভ্যন্তরীণ সাজসজ্জা এমনকি দেয়াল ও আসবাবের রংও কর্মীদের মনের ওপর প্রভাব ফেলে।
রং মানুষের মনে বিরাট প্রভাব ফেলে বলে জানান চিত্রশিল্পী ও মীনা কার্টুন ইউনিসেফ বাংলাদেশের অ্যাপিসোড ডিরেক্টর সুশান্ত কুমার সাহা অনুপম। কর্মীদের মানসিক প্রশান্তির জন্য অফিসে কোন ধরনের রং ব্যবহার করা উচিত সে বিষয়ে তিনি জানিয়েছেন কিছু কথা।
দেয়ালের রং যেমন হবে
যেকোনো অফিসের দেয়ালেই সাদা বা অফ হোয়াইট রং করতে দেখা যায়। এই রংগুলো অফিসকে পরিচ্ছন্ন ও আরামদায়ক লুক দেয়। অনুপম জানান, একটি অফিসের দেয়ালের রং কেমন হবে তা নির্ভর করে ওই অফিসের থিমের ওপর। প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি লোগো থাকে। যেমন গুগলের রঙিন লোগো আছে, ফেসবুকের লোগোতে নীল রং আছে। সে ক্ষেত্রে দেয়ালের অধিকাংশ জায়গায় সাদা বা অফহোয়াইট রেখে প্রতিষ্ঠানের যে ব্র্যান্ডিং কালার রয়েছে সেটার সবচেয়ে মিনিমাম শেডকে ব্যবহার করা যেতে পারে। যেমন– ইটের সাদা দেয়ালে নীল গ্রিডলাইন দেওয়া যেতে পারে।
আসবাব ও অন্যান্য
বেশির ভাগ অফিসের ডেস্কে কালো রঙের চেয়ার দেখা যায়। সে ক্ষেত্রে দেয়ালের রং সাদা ও অফহোয়াইট হলে চেয়ারগুলোর রং প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালারের হতে পারে। যেমন, ব্র্যান্ড কালার নীল হলে চেয়ারগুলো ও ডিপার্টমেন্টের পার্টিশনগুলোয় নীল রং ব্যবহার করলে ভালো লাগবে।
কমনরুম বা কফি স্পেস
প্রায়ই অফিসগুলোয় কর্মীদের জন্য কমনরুম থাকে। আবার অনেক অফিসে ছোট্ট কফি স্পেস থাকে। সে ক্ষেত্রে সে জায়গাটায় যেহেতু কর্মীরা রিলাক্স করতে যান অথবা ছোট্ট ব্রেক নিতে যান সে জন্য সেখানে এমন রং ব্যবহার করতে হবে যা মনকে প্রশান্ত ও চাঙা করে তোলে। এই স্পেসের দেয়ালের রং প্যাস্টেল ইয়েলো, কমলা, নীল হতে পারে। তবে রংগুলোর সবচেয়ে মিনিমাম শেড ব্যবহার করতে হবে। করপোরেট অফিসের কমনরুম বা কফি স্পেসে কালার কম্বিনেশনের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং থাকতে পারে। পেইন্টিংয়ের শেপগুলো আলাদা হতে পারে। লম্বা বা আড়াআড়ি আকারের মেলবন্ধন থাকতে পারে বলে জানান অনুপম। অন্যদিকে ক্রিয়েটিভ অফিসগুলোয় কোলাজ পেইন্টিং রাখা যেতে পারে। যে ধরনের পেইন্টিংয়ে গল্প রয়েছে সে ধরনের পেইন্টিং রাখা যেতে পারে।
বারান্দা থাকলে
অনেক অফিসে ছোট বারান্দা থাকে। রিফ্রেশমেন্টের জন্য ব্যবহৃত এ বারান্দাতেও রঙের ছোঁয়া থাকলে ভালো। বারান্দায় গ্লাস কার্পেট বিছানো যেতে পারে। সঙ্গে রাখা যেতে পারে ইনডোর প্ল্যান্ট। সে ক্ষেত্রে সবুজ রং পাওয়া যাবে গাছের সবুজ থেকেই। পাশাপাশি দেয়ালে ছোট ছোট রঙিন পেইন্টিং রাখা যেতে পারে। তবে পেইন্টিংগুলোর ফ্রেম মেটাল বা ফাইবারের বাছাই করা উচিত, যাতে বৃষ্টির ছাঁট এসে নষ্ট না হয়- জানান সুশান্ত কুমার সাহা অনুপম।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে