রিক্তা রিচি, ঢাকা

আম খেতে খেতে একটি কথা শুনে রাখুন, এটি ত্বকও ভালো রাখে। আমের মৌসুমে খাওয়ার পাশাপাশি ত্বকেও ব্যবহার করতে পারেন এটি। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অন্যান্য উপাদান ত্বককে উজ্জ্বল করে তোলে।
রোদে পোড়া দাগ কমাবে আমের ফেসপ্যাক
কড়া রোদে পুড়ে যাওয়া ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে পাকা আম। এক চা-চামচ লেবুর রসের সঙ্গে একটি আমের রস মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি কালচে দাগের ওপর লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ধুয়ে ফেলুন।
অ্যান্টিঅক্সিডেন্ট মাস্ক
অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। এ জন্য অ্যান্টিঅক্সিডেন্ট মাস্ক ব্যবহার করতে পারেন। দুই চা-চামচ আমের রস কিংবা পাউডারের সঙ্গে এক টেবিল চামচ সবুজ চা মিশিয়ে এই মাস্ক তৈরি করুন। মাস্কটি ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এক্সফোলিয়েটের জন্য মাস্ক
ত্বকের মরা চামড়া, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করার জন্য সপ্তাহে একদিন এক্সফোলিয়েট করা জরুরি। আম দিয়ে মুখে ও ত্বকে স্ক্রাব করতে পারেন। এতে মরা চামড়া দূর হবে। স্ক্রাবের জন্য এক চা-চামচ আমের রসের সঙ্গে এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ মেশান। ভালো করে মিশিয়ে ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মাস্ক
একটি আম থেকে প্রয়োজন অনুযায়ী রস নিন। এর সঙ্গে এক চা-চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল করবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
ব্রণ দূর করার প্যাক
আম দিয়ে ত্বকচর্চা করলে ব্রণ দূর হবে। দুই চা-চামচ আমের রসের সঙ্গে দুই চা-চামচ দই এবং দুই চা-চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের তেল দূর করে ত্বককে ব্রণমুক্ত করবে।
সতর্কতা
• আমের যেকোনো প্যাক ব্যবহারের পর ত্বকে চুলকানি হলে, অস্বাভাবিক মনে হলে প্যাক তুলে ফেলতে হবে।
• যাদের ত্বক খুব সেনসিটিভ, যাদের ত্বকে বেশি ব্রণ আছে, তাঁরা এই প্যাক ব্যবহার করবেন না।

আম খেতে খেতে একটি কথা শুনে রাখুন, এটি ত্বকও ভালো রাখে। আমের মৌসুমে খাওয়ার পাশাপাশি ত্বকেও ব্যবহার করতে পারেন এটি। আমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও অন্যান্য উপাদান ত্বককে উজ্জ্বল করে তোলে।
রোদে পোড়া দাগ কমাবে আমের ফেসপ্যাক
কড়া রোদে পুড়ে যাওয়া ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করে পাকা আম। এক চা-চামচ লেবুর রসের সঙ্গে একটি আমের রস মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি কালচে দাগের ওপর লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর ধুয়ে ফেলুন।
অ্যান্টিঅক্সিডেন্ট মাস্ক
অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে। এ জন্য অ্যান্টিঅক্সিডেন্ট মাস্ক ব্যবহার করতে পারেন। দুই চা-চামচ আমের রস কিংবা পাউডারের সঙ্গে এক টেবিল চামচ সবুজ চা মিশিয়ে এই মাস্ক তৈরি করুন। মাস্কটি ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এক্সফোলিয়েটের জন্য মাস্ক
ত্বকের মরা চামড়া, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করার জন্য সপ্তাহে একদিন এক্সফোলিয়েট করা জরুরি। আম দিয়ে মুখে ও ত্বকে স্ক্রাব করতে পারেন। এতে মরা চামড়া দূর হবে। স্ক্রাবের জন্য এক চা-চামচ আমের রসের সঙ্গে এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ মেশান। ভালো করে মিশিয়ে ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে মাস্ক
একটি আম থেকে প্রয়োজন অনুযায়ী রস নিন। এর সঙ্গে এক চা-চামচ মধু এবং এক টেবিল চামচ দুধ মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল করবে। ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
ব্রণ দূর করার প্যাক
আম দিয়ে ত্বকচর্চা করলে ব্রণ দূর হবে। দুই চা-চামচ আমের রসের সঙ্গে দুই চা-চামচ দই এবং দুই চা-চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের তেল দূর করে ত্বককে ব্রণমুক্ত করবে।
সতর্কতা
• আমের যেকোনো প্যাক ব্যবহারের পর ত্বকে চুলকানি হলে, অস্বাভাবিক মনে হলে প্যাক তুলে ফেলতে হবে।
• যাদের ত্বক খুব সেনসিটিভ, যাদের ত্বকে বেশি ব্রণ আছে, তাঁরা এই প্যাক ব্যবহার করবেন না।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
২ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৪ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
৯ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১০ ঘণ্টা আগে