বিভাবরী রায়

হুটহাট বৃষ্টি হচ্ছে বলি; কিন্তু গ্রীষ্মকাল ফুরিয়ে গিয়ে বর্ষা আসেনি। বরং বৈশাখ শেষ হয়ে কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। তার মানে হলো, গ্রীষ্মের মাত্র অর্ধেক কেবল গেছে। এই গরমে সেজেগুজে অফিসে যাওয়ার কথা ভাবলেই আরও অস্থির লাগে। কিন্তু গরম পড়ুক বা বৃষ্টি ঝরুক, অফিসে তো যেতেই হবে। তার ওপর যদি থাকে জরুরি মিটিং, তাহলে নিয়মিত অফিসের পোশাক বা সাজের চেয়ে আরেকটু পরিপাটি হয়ে অফিসে যাওয়ার ব্যাপার থাকে। অফিস কর্মীদের ক্ষেত্রে সাজগোজ আর পরিপাটি থাকাটাও একটা নিয়মের মধ্যে পড়ে। মোটকথা, রুচিসম্মত পোশাক আর অফিসের ড্রেস কোড মেনে চলা—এই দুইয়ের মেলবন্ধন ঘটানোই মূল কাজ।
অফিস মিটিংয়ে কেমন পোশাক
করপোরেট অফিসে সাধারণত ফরমাল পোশাক পরাটাই রীতি। যদিও সময়ের সঙ্গে এই রীতি খানিকটা পাল্টেছে। তবে ক্রিয়েটিভ জব যাঁরা করেন, তাঁদের অফিস মিটিংয়ের দিন ট্রেন্ডি টি-শার্ট পরে যাওয়া বারণ, এ কথা তো জানেন। সে ক্ষেত্রে ক্যাজুয়াল শার্ট, জিনস, সঙ্গে মানানসই লোফার্স বা স্নিকার পরতে পারেন। যেহেতু গ্রীষ্মকাল আর গরম হবেই, তাই সকালে স্নান সেরে ডিওডোরেন্ট ও হালকা বডি স্প্রে মেখে তারপরই বাছাই করে রাখা পোশাকটি পরুন। তবে কড়া সুগন্ধি একেবারেই বর্জন করতে হবে অফিসে।

পুরুষেরা মেনে চলতে পারলে ভালো
করপোরেট আদবকায়দা ধরে রাখতে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্টই ভালো। অফিসে ফুলহাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরা যেতে পারে। ফুলেল নকশা করা বা বেশি রংচঙে শার্ট অফিসে না পরাই ভালো। হাফহাতা শার্টের সঙ্গে টাই যে মানায় না, এই ধারণা অনেকের নেই। তাই হাফহাতা শার্ট পরলে আর টাই পরতে যাবেন না। শার্ট যেন আবার বেশি ঢিলেঢালা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢোলা বা ব্যাগি শার্ট যেকোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। আবার এমন পোশাক পরবেন না, যা শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে থাকে। অফিসের জন্য তৈরি হতে যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। না হলে দেখতে বেমানান লাগতে পারে।
নারীরা থাকুন ছিমছাম
নারীরা সাধারণত অফিস ওয়্যার হিসেবে সালোয়ার-কামিজ ও শাড়িই বেছে নেন। এখন অনেকে সিঙ্গেল কামিজ বা কুর্তা দিয়ে প্যান্ট পরেন। ফতুয়াও হয়ে উঠেছে স্মার্ট অফিস ওয়্যার। সাটিন বা সিল্কের করপোরেট স্যুটও পরছেন অনেকে। তবে গরমে যেন নিজের স্বস্তি হয় এমন অফিস ওয়্যারই পরুন মিটিংয়ের দিনে। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরা যেতেই পারে। তবে তা যেন বাহুল্য বলে মনে না হয়। পোশাক অনুযায়ী গয়না বাছতে হবে। অফিসে বা মিটিংয়ে যাওয়ার জন্য সাজগোজ যত ছিমছাম হবে, ততই ভালো।

মিটিং মেকআপ
মিটিংয়ের জন্য মেকআপ হবে ছিমছাম। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। হালকা করে ফাউন্ডেশন বুলিয়ে নিন। বিশেষ করে চোখের নিচের অংশে ভালো করে ফাউন্ডেশন মাখুন। এবার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের ওপর, গাল, কপাল ও চোখের নিচে দিন। তবে খেয়াল রাখবেন, মুখ যেন অতিরিক্ত সাদা না হয়। খুব বেশি উগ্র সাজবেন না। চোখের নিচে হালকা করে কাজল লাগান। চাইলে চোখের ওপর সরু করে আইলাইনার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে মাসকারা লাগাতে পারেন। তবে না লাগালেও চলে। ঠোঁট প্রথমে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তারপর পছন্দের লিপস্টিক লাগান। খুব বেশি চড়া নয়, হালকা রঙের লিপস্টিকই অফিসে পরে আসার জন্য ভালো।
যেহেতু অফিসের মিটিং, তাই উঁচু করে চুল বাঁধতে পারেন। মুখের সামনে যেন চুল না আসে, সেদিকে খেয়াল রাখুন। মাঝে সিঁথি করে দু’পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে, দু’দিকে নিচের অংশটুকু কোঁকড়া করে নিন। এই ধরনের চুলের কায়দা যেকোনো জায়গাতেই মানানসই। তবে পোশাক অনুযায়ী কেশসজ্জা করতে পারলে ভালো হয়।
সূত্র: অ্যান ইন্ডিগো ডে, ফর ক্রিয়েটিভ গার্লস ও অন্যান্য

হুটহাট বৃষ্টি হচ্ছে বলি; কিন্তু গ্রীষ্মকাল ফুরিয়ে গিয়ে বর্ষা আসেনি। বরং বৈশাখ শেষ হয়ে কেবল জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে। তার মানে হলো, গ্রীষ্মের মাত্র অর্ধেক কেবল গেছে। এই গরমে সেজেগুজে অফিসে যাওয়ার কথা ভাবলেই আরও অস্থির লাগে। কিন্তু গরম পড়ুক বা বৃষ্টি ঝরুক, অফিসে তো যেতেই হবে। তার ওপর যদি থাকে জরুরি মিটিং, তাহলে নিয়মিত অফিসের পোশাক বা সাজের চেয়ে আরেকটু পরিপাটি হয়ে অফিসে যাওয়ার ব্যাপার থাকে। অফিস কর্মীদের ক্ষেত্রে সাজগোজ আর পরিপাটি থাকাটাও একটা নিয়মের মধ্যে পড়ে। মোটকথা, রুচিসম্মত পোশাক আর অফিসের ড্রেস কোড মেনে চলা—এই দুইয়ের মেলবন্ধন ঘটানোই মূল কাজ।
অফিস মিটিংয়ে কেমন পোশাক
করপোরেট অফিসে সাধারণত ফরমাল পোশাক পরাটাই রীতি। যদিও সময়ের সঙ্গে এই রীতি খানিকটা পাল্টেছে। তবে ক্রিয়েটিভ জব যাঁরা করেন, তাঁদের অফিস মিটিংয়ের দিন ট্রেন্ডি টি-শার্ট পরে যাওয়া বারণ, এ কথা তো জানেন। সে ক্ষেত্রে ক্যাজুয়াল শার্ট, জিনস, সঙ্গে মানানসই লোফার্স বা স্নিকার পরতে পারেন। যেহেতু গ্রীষ্মকাল আর গরম হবেই, তাই সকালে স্নান সেরে ডিওডোরেন্ট ও হালকা বডি স্প্রে মেখে তারপরই বাছাই করে রাখা পোশাকটি পরুন। তবে কড়া সুগন্ধি একেবারেই বর্জন করতে হবে অফিসে।

পুরুষেরা মেনে চলতে পারলে ভালো
করপোরেট আদবকায়দা ধরে রাখতে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্টই ভালো। অফিসে ফুলহাতা বা হাফহাতা ফরমাল শার্ট পরা যেতে পারে। ফুলেল নকশা করা বা বেশি রংচঙে শার্ট অফিসে না পরাই ভালো। হাফহাতা শার্টের সঙ্গে টাই যে মানায় না, এই ধারণা অনেকের নেই। তাই হাফহাতা শার্ট পরলে আর টাই পরতে যাবেন না। শার্ট যেন আবার বেশি ঢিলেঢালা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ঢোলা বা ব্যাগি শার্ট যেকোনো পার্টি বা অনুষ্ঠানে পরতে পারেন, কিন্তু অফিসে নয়। আবার এমন পোশাক পরবেন না, যা শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে থাকে। অফিসের জন্য তৈরি হতে যে রঙের বেল্ট, সেই রঙেরই জুতা পরার চেষ্টা করুন। না হলে দেখতে বেমানান লাগতে পারে।
নারীরা থাকুন ছিমছাম
নারীরা সাধারণত অফিস ওয়্যার হিসেবে সালোয়ার-কামিজ ও শাড়িই বেছে নেন। এখন অনেকে সিঙ্গেল কামিজ বা কুর্তা দিয়ে প্যান্ট পরেন। ফতুয়াও হয়ে উঠেছে স্মার্ট অফিস ওয়্যার। সাটিন বা সিল্কের করপোরেট স্যুটও পরছেন অনেকে। তবে গরমে যেন নিজের স্বস্তি হয় এমন অফিস ওয়্যারই পরুন মিটিংয়ের দিনে। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরা যেতেই পারে। তবে তা যেন বাহুল্য বলে মনে না হয়। পোশাক অনুযায়ী গয়না বাছতে হবে। অফিসে বা মিটিংয়ে যাওয়ার জন্য সাজগোজ যত ছিমছাম হবে, ততই ভালো।

মিটিং মেকআপ
মিটিংয়ের জন্য মেকআপ হবে ছিমছাম। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। হালকা করে ফাউন্ডেশন বুলিয়ে নিন। বিশেষ করে চোখের নিচের অংশে ভালো করে ফাউন্ডেশন মাখুন। এবার কমপ্যাক্ট পাউডার নিয়ে নাকের ওপর, গাল, কপাল ও চোখের নিচে দিন। তবে খেয়াল রাখবেন, মুখ যেন অতিরিক্ত সাদা না হয়। খুব বেশি উগ্র সাজবেন না। চোখের নিচে হালকা করে কাজল লাগান। চাইলে চোখের ওপর সরু করে আইলাইনার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে মাসকারা লাগাতে পারেন। তবে না লাগালেও চলে। ঠোঁট প্রথমে লিপ লাইনার দিয়ে এঁকে নিন। তারপর পছন্দের লিপস্টিক লাগান। খুব বেশি চড়া নয়, হালকা রঙের লিপস্টিকই অফিসে পরে আসার জন্য ভালো।
যেহেতু অফিসের মিটিং, তাই উঁচু করে চুল বাঁধতে পারেন। মুখের সামনে যেন চুল না আসে, সেদিকে খেয়াল রাখুন। মাঝে সিঁথি করে দু’পাশে চুল ছেড়ে দিন। বাড়িতে কার্লার থাকলে এবং হাতে সময় থাকলে, দু’দিকে নিচের অংশটুকু কোঁকড়া করে নিন। এই ধরনের চুলের কায়দা যেকোনো জায়গাতেই মানানসই। তবে পোশাক অনুযায়ী কেশসজ্জা করতে পারলে ভালো হয়।
সূত্র: অ্যান ইন্ডিগো ডে, ফর ক্রিয়েটিভ গার্লস ও অন্যান্য

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১৪ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১৬ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৮ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
২০ ঘণ্টা আগে