ফিচার ডেস্ক

বিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়। সৌদির এক্সট্রিম স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিশ্ব চ্যাম্পিয়ন স্কাইডাইভার ওমর ফয়সাল আলহেগেলান বলেন, ‘সৌদিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের আছে লোহিতসাগর, স্বর্ণালি মরুভূমি আর পাহাড়। এ সবকিছুই পর্যটকদের জন্য দারুণ উপভোগ্য।’
ডিউন বাশিং
ঢেউখেলানো মরুভূমির বালুতে গাড়ি চালানোকে বলা হয় ডিউন বাশিং। মনে হবে যেন বালুর সমুদ্রে নৌকা চালাচ্ছেন। নতুনদের গাইড করার জন্য সেখানে আছেন অভিজ্ঞ চালকেরা। এ ছাড়া ট্যুর গ্রুপে অংশ নিয়েও উপভোগ করা যায় এই অভিজ্ঞতা। ডিউন বাশিংয়ের জন্য সৌদি আরবের জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে রয়েছে মুন মাউন্টেন এবং কিং খালিদ রয়্যাল রিজার্ভ।
ওয়াটার স্পোর্টস
সৌদি আরবের লোহিতসাগর এবং আরব উপসাগরের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ওয়াটার স্পোর্টস রয়েছে। জেদ্দা শহরে রয়েছে স্নোরকেলিং, ডাইভিং, শার্কের সঙ্গে সাঁতার, জেট স্কি বা ফ্লাইবোর্ডিং করার সুযোগ। এ ছাড়া প্যারাসেইলিং করা যাবে। নতুনদের জন্যও এর সবকিছুই সহজে শেখার ব্যবস্থা রয়েছে।
পাহাড়ে অভিযান
সৌদি আরবের বিভিন্ন পাহাড়ি এলাকা রোমাঞ্চপ্রেমীদের জন্য বেশ উপভোগ্য। জাবাল হালালিয়াত পাহাড় থেকে দেখা যায় রক ফরমেশন ও ক্যানিয়ন। আর যদি হাইকিং পছন্দ করেন, তাহলে বছরের যেকোনো সময় চলে যেতে পারেন আল হাদা পর্বতে। এ ছাড়া আল-উলা অঞ্চলের পাহাড়েও চড়া যায়।
ঘোড়ায় চড়া
ঘোড়া সৌদি আরবের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে জড়িত। মরুভূমি বা উপকূলে ঘোড়ায় চড়ে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। রিয়াদের কাবালো ইক্যুস্ট্রিয়ান ক্লাব ঘোড়া চালানোর প্রশিক্ষণ দেয় এবং এখানে আপনি বিভিন্ন প্রজাতির আরব ঘোড়ায় চড়ে বেড়াতে পারেন।
স্কাইডাইভিং ও প্যারাগ্লাইডিং
তায়েফ, রিয়াদ বা জেদ্দার মতো জায়গাগুলোতে এখন স্কাইডাইভিং করা যায়। এ ছাড়া সেসব জায়গা থেকে উপভোগ করা যাবে প্যারাগ্লাইডিং। নীল আকাশে উড়ে দেখা যাবে সৌদি আরবের অপরূপ দৃশ্য। দেশটিতে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস শেখার অনেক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।
সৌদি আরবের অ্যাডভেঞ্চার ট্যুরিজম পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। বিভিন্ন বয়স ও রুচির মানুষেরা দেশটির অ্যাডভেঞ্চার ট্যুরিজম উপভোগ করতে পারেন।
সূত্র: ভিজিট সৌদি আরাবিয়া

বিশাল মরুভূমি, নীল সমুদ্র আর উঁচু পাহাড়ঘেরা সৌদি আরব এখন রোমাঞ্চপ্রেমী পর্যটকদের নতুন গন্তব্য। দেশটির ভৌগোলিক বৈচিত্র্য এতটাই যে সেখানে মরুভূমিতে বালুর ঢেউয়ে গাড়ি চালানো যায়, সমুদ্রে ডাইভিং করা যায়, আবার চাইলে পাহাড়ের মাঝে হারিয়েও যাওয়া যায়। সৌদির এক্সট্রিম স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিশ্ব চ্যাম্পিয়ন স্কাইডাইভার ওমর ফয়সাল আলহেগেলান বলেন, ‘সৌদিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের আছে লোহিতসাগর, স্বর্ণালি মরুভূমি আর পাহাড়। এ সবকিছুই পর্যটকদের জন্য দারুণ উপভোগ্য।’
ডিউন বাশিং
ঢেউখেলানো মরুভূমির বালুতে গাড়ি চালানোকে বলা হয় ডিউন বাশিং। মনে হবে যেন বালুর সমুদ্রে নৌকা চালাচ্ছেন। নতুনদের গাইড করার জন্য সেখানে আছেন অভিজ্ঞ চালকেরা। এ ছাড়া ট্যুর গ্রুপে অংশ নিয়েও উপভোগ করা যায় এই অভিজ্ঞতা। ডিউন বাশিংয়ের জন্য সৌদি আরবের জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে রয়েছে মুন মাউন্টেন এবং কিং খালিদ রয়্যাল রিজার্ভ।
ওয়াটার স্পোর্টস
সৌদি আরবের লোহিতসাগর এবং আরব উপসাগরের বিভিন্ন জায়গায় অনেক ধরনের ওয়াটার স্পোর্টস রয়েছে। জেদ্দা শহরে রয়েছে স্নোরকেলিং, ডাইভিং, শার্কের সঙ্গে সাঁতার, জেট স্কি বা ফ্লাইবোর্ডিং করার সুযোগ। এ ছাড়া প্যারাসেইলিং করা যাবে। নতুনদের জন্যও এর সবকিছুই সহজে শেখার ব্যবস্থা রয়েছে।
পাহাড়ে অভিযান
সৌদি আরবের বিভিন্ন পাহাড়ি এলাকা রোমাঞ্চপ্রেমীদের জন্য বেশ উপভোগ্য। জাবাল হালালিয়াত পাহাড় থেকে দেখা যায় রক ফরমেশন ও ক্যানিয়ন। আর যদি হাইকিং পছন্দ করেন, তাহলে বছরের যেকোনো সময় চলে যেতে পারেন আল হাদা পর্বতে। এ ছাড়া আল-উলা অঞ্চলের পাহাড়েও চড়া যায়।
ঘোড়ায় চড়া
ঘোড়া সৌদি আরবের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে জড়িত। মরুভূমি বা উপকূলে ঘোড়ায় চড়ে সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। রিয়াদের কাবালো ইক্যুস্ট্রিয়ান ক্লাব ঘোড়া চালানোর প্রশিক্ষণ দেয় এবং এখানে আপনি বিভিন্ন প্রজাতির আরব ঘোড়ায় চড়ে বেড়াতে পারেন।
স্কাইডাইভিং ও প্যারাগ্লাইডিং
তায়েফ, রিয়াদ বা জেদ্দার মতো জায়গাগুলোতে এখন স্কাইডাইভিং করা যায়। এ ছাড়া সেসব জায়গা থেকে উপভোগ করা যাবে প্যারাগ্লাইডিং। নীল আকাশে উড়ে দেখা যাবে সৌদি আরবের অপরূপ দৃশ্য। দেশটিতে এই অ্যাডভেঞ্চার স্পোর্টস শেখার অনেক প্রশিক্ষণকেন্দ্র রয়েছে।
সৌদি আরবের অ্যাডভেঞ্চার ট্যুরিজম পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। বিভিন্ন বয়স ও রুচির মানুষেরা দেশটির অ্যাডভেঞ্চার ট্যুরিজম উপভোগ করতে পারেন।
সূত্র: ভিজিট সৌদি আরাবিয়া

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
৪ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
৬ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
৭ ঘণ্টা আগে