রিক্তা রিচি, ঢাকা

আর কয়েক দিন পরেই ঈদ। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এবার ঈদের পরের শুক্র ও শনিবারসহ পাঁচ দিনের বেশ বড় ছুটি রয়েছে। চাকরিজীবীদের জন্য পাঁচ দিনের ছুটি বেশ দীর্ঘই বলা চলে। অনেকেই এই ছুটি কাজে লাগানোর বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু করোনার কারণে তার বেশির ভাগই বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু পাঁচ দিন কি এমনি এমনি কেটে যাবে?
স্বজনদের খোঁজ করুন
কাজের চাপে দীর্ঘদিন অনেকের খোঁজ নেওয়া হয় না। এই ছুটিতে তাঁদের খোঁজখবর করুন। ফোন করুন বা ভিডিও চ্যাট করুন। দেখবেন নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে না।
ভবিষ্যতের পরিকল্পনা একসময় করোনার প্রকোপ কমে যাবে আশা করা যায়। তখন কোথায় ঘুরতে যাবেন তার একটা পরিকল্পনা করে রাখতে পারেন এই ছুটিতে।
ছাদ বা বারান্দায় বাগান
নিজের না হলেও একটা করে ছাদ থাকে, যাঁরা শহরে থাকেন। বাড়িওয়ালাকে রাজি করিয়ে ছাদটিকে বাগান বানানোর একটা উদ্যোগ নিতে পারেন এই ছুটিতে। আর নিজের ছাদ হলে তো কথাই নেই। শাকসবজি, ফলমূল, বিভিন্ন পাতা ও ফুলের গাছ ছাদে ভালো হয়। বাগান করার সব সরঞ্জাম কিনতে পাবেন অনলাইনেই। ছাদ না পেলে নিজের বারান্দাকেই বাগান বানিয়ে ফেলুন পছন্দসই গাছপালা দিয়ে। যদি আপনার বাগান আগে থেকে থাকেই, তাহলে সেটাকে যত্ন করে সুন্দর করে তুলুন এই বন্ধে।
মুভিটাইম
দীর্ঘ অবসর কাটানোর ভালো উপায় সিনেমা দেখা। হাতের কাছে এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। বেছে বেছে সেগুলো থেকে দেখুন নতুন কিংবা পুরোনো সিনেমা। এ ছাড়া আছে ওয়েব সিরিজ। প্রিয় সিনেমা, ওয়েব সিরিজ কিংবা ডকুড্রামা দেখতে পারেন এই সময়ে।
বই পড়ুন
বই পড়ার অভ্যাস থাকলে পড়তে শুরু করুন না–পড়া বইগুলো। বাসায় না থাকলে কিনে ফেলুন অনলাইনে বা বন্ধুদের কাছ থেকে নিয়ে আসুন। পাঁচ দিনের ছুটিতে চাইলে অনেক বই পড়তে পারবেন। ভালো হয়, বইগুলো পড়ার পর সেগুলো নিয়ে নিজের উপলব্ধির কথা লিখে ফেলা। তাতে অন্যরাও বইগুলো পড়তে আগ্রহী হতে পারে।
মজাদার রান্না
লাইফ স্কিলের প্রধান শর্ত রান্না। না পারলে এই ছুটিতে শিখে ফেলুন। আর রান্না জানলে তো কথাই নেই। কাছের মানুষদের চমকে দিন নতুন কিছু রান্না করে।

আর কয়েক দিন পরেই ঈদ। যাঁরা চাকরি করেন, তাঁদের জন্য এবার ঈদের পরের শুক্র ও শনিবারসহ পাঁচ দিনের বেশ বড় ছুটি রয়েছে। চাকরিজীবীদের জন্য পাঁচ দিনের ছুটি বেশ দীর্ঘই বলা চলে। অনেকেই এই ছুটি কাজে লাগানোর বিভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু করোনার কারণে তার বেশির ভাগই বাস্তবায়ন করা সম্ভব হবে না। কিন্তু পাঁচ দিন কি এমনি এমনি কেটে যাবে?
স্বজনদের খোঁজ করুন
কাজের চাপে দীর্ঘদিন অনেকের খোঁজ নেওয়া হয় না। এই ছুটিতে তাঁদের খোঁজখবর করুন। ফোন করুন বা ভিডিও চ্যাট করুন। দেখবেন নিজেকে নিঃসঙ্গ মনে হচ্ছে না।
ভবিষ্যতের পরিকল্পনা একসময় করোনার প্রকোপ কমে যাবে আশা করা যায়। তখন কোথায় ঘুরতে যাবেন তার একটা পরিকল্পনা করে রাখতে পারেন এই ছুটিতে।
ছাদ বা বারান্দায় বাগান
নিজের না হলেও একটা করে ছাদ থাকে, যাঁরা শহরে থাকেন। বাড়িওয়ালাকে রাজি করিয়ে ছাদটিকে বাগান বানানোর একটা উদ্যোগ নিতে পারেন এই ছুটিতে। আর নিজের ছাদ হলে তো কথাই নেই। শাকসবজি, ফলমূল, বিভিন্ন পাতা ও ফুলের গাছ ছাদে ভালো হয়। বাগান করার সব সরঞ্জাম কিনতে পাবেন অনলাইনেই। ছাদ না পেলে নিজের বারান্দাকেই বাগান বানিয়ে ফেলুন পছন্দসই গাছপালা দিয়ে। যদি আপনার বাগান আগে থেকে থাকেই, তাহলে সেটাকে যত্ন করে সুন্দর করে তুলুন এই বন্ধে।
মুভিটাইম
দীর্ঘ অবসর কাটানোর ভালো উপায় সিনেমা দেখা। হাতের কাছে এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। বেছে বেছে সেগুলো থেকে দেখুন নতুন কিংবা পুরোনো সিনেমা। এ ছাড়া আছে ওয়েব সিরিজ। প্রিয় সিনেমা, ওয়েব সিরিজ কিংবা ডকুড্রামা দেখতে পারেন এই সময়ে।
বই পড়ুন
বই পড়ার অভ্যাস থাকলে পড়তে শুরু করুন না–পড়া বইগুলো। বাসায় না থাকলে কিনে ফেলুন অনলাইনে বা বন্ধুদের কাছ থেকে নিয়ে আসুন। পাঁচ দিনের ছুটিতে চাইলে অনেক বই পড়তে পারবেন। ভালো হয়, বইগুলো পড়ার পর সেগুলো নিয়ে নিজের উপলব্ধির কথা লিখে ফেলা। তাতে অন্যরাও বইগুলো পড়তে আগ্রহী হতে পারে।
মজাদার রান্না
লাইফ স্কিলের প্রধান শর্ত রান্না। না পারলে এই ছুটিতে শিখে ফেলুন। আর রান্না জানলে তো কথাই নেই। কাছের মানুষদের চমকে দিন নতুন কিছু রান্না করে।

পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
২ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগে
জম্পেশ খাওয়াদাওয়া ছাড়া নববর্ষ জমে না। কবজি ডুবিয়ে বিরিয়ানি খেতে মন চাইলে বাড়িতেই রেঁধে ফেলুন মাটন দম বিরিয়ানি। আপনাদের জন্য মাটন দম বিরিয়ানির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।...
৬ ঘণ্টা আগে
মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার পথ আটকে দেয়। যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ব্র্যান্ডিং বিশেষজ্ঞ অ্যালেক্স ম্যাথার্স বলেন, প্রত্যেক মানুষের মধ্যে অপ্রকাশিত সম্ভাবনা থাকে। কিন্তু কিছু অভ্যাস অনেকের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়।...
৮ ঘণ্টা আগে