দিতি আহমেদ, ঢাকা

যদি সে সুগন্ধি শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে। [...]
–কল্যাণ মাধুরী, আবুল হাসান
সুগন্ধি, পারফিউম যা–ই বলি না কেন, বস্তুটিকে নিয়ে আভিজাত্যের শেষ নেই। কোথায়, কীভাবে ব্যবহার করবেন, সেসব নিয়ে তৈরি হওয়া দর্শনেরও শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো মেনে চললে দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখা যায়। এ ছাড়া পারফিউমের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যায়।
কোথায় ব্যবহার করবেন
কীভাবে ব্যবহার করবেন
দূরত্ব বজায় রাখুন
পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে শরীরে সুগন্ধি স্প্রে করুন। কখনোই কাছ থেকে স্প্রে করবেন না।
স্নানের পর সুগন্ধি ব্যবহার
স্নানের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। তাই এ সময় সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধ থাকবে অনেকক্ষণ।
আগে ময়েশ্চারাইজার ব্যবহার
সুগন্ধি ব্যবহারের আগে হাতে–পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক মসৃণ আর নরম থাকলে সুগন্ধি স্থায়ী হয়।
কাপড়ের ওপরে ব্যবহার নয়
কখনোই কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করবেন না। কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। এতে অনেক সময় কাপড়ের ওপরে দাগ বসে যায়।
ব্যবহারের পর ঘষবেন না
সুগন্ধি ব্যবহারের পর কখনোই ঘষবেন না। সুগন্ধিকে নিজে নিজে শুকাতে দিন। এতে সুগন্ধ অনেকটাই কমে যায়। আঙুল দিয়ে পারফিউমের ভেজা অংশ ঘষারও মানে হয় না।
পরিমাণে কম ব্যবহার করুন
বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। দরকার হলে চার-পাঁচ ঘণ্টা পরপরও কিছুটা পারফিউম দিয়ে নিতে পারেন।
রাত ও দিনের আলাদা সুগন্ধি
কিছু কিছু পারফিউম আছে, যেগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাতের জন্য এবং কিছু আছে দিনের জন্য। দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধিগুলো ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় হালকা পারফিউম ব্যবহার করুন। কারণ, দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধের প্রয়োজন।
সূত্র: উইকি হাউ ও ডেইলি মেইল

যদি সে সুগন্ধি শিশি, তবে তাকে নিয়ে যাক অন্য প্রেমিক!
আতরের উষ্ণ ঘ্রাণে একটি মানুষ তবু ফিরে পাবে পুষ্পবোধ পুনঃ
কিছুক্ষণ শুভ্র এক স্নিগ্ধ গন্ধ স্বাস্থ্য ও প্রণয় দেবে তাঁকে। [...]
–কল্যাণ মাধুরী, আবুল হাসান
সুগন্ধি, পারফিউম যা–ই বলি না কেন, বস্তুটিকে নিয়ে আভিজাত্যের শেষ নেই। কোথায়, কীভাবে ব্যবহার করবেন, সেসব নিয়ে তৈরি হওয়া দর্শনেরও শেষ নেই। কিন্তু কিছু সাধারণ নিয়ম আছে, যেগুলো মেনে চললে দীর্ঘ সময় সুগন্ধ ধরে রাখা যায়। এ ছাড়া পারফিউমের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাওয়া যায়।
কোথায় ব্যবহার করবেন
কীভাবে ব্যবহার করবেন
দূরত্ব বজায় রাখুন
পাঁচ থেকে সাত ইঞ্চি দূর থেকে শরীরে সুগন্ধি স্প্রে করুন। কখনোই কাছ থেকে স্প্রে করবেন না।
স্নানের পর সুগন্ধি ব্যবহার
স্নানের পর শরীরের লোমকূপগুলো খুলে যায়। তাই এ সময় সুগন্ধি ব্যবহার করুন। সুগন্ধ থাকবে অনেকক্ষণ।
আগে ময়েশ্চারাইজার ব্যবহার
সুগন্ধি ব্যবহারের আগে হাতে–পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বক মসৃণ আর নরম থাকলে সুগন্ধি স্থায়ী হয়।
কাপড়ের ওপরে ব্যবহার নয়
কখনোই কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করবেন না। কাপড়ের ওপরে সুগন্ধি ব্যবহার করলে বেশিক্ষণ স্থায়ী হয় না। এতে অনেক সময় কাপড়ের ওপরে দাগ বসে যায়।
ব্যবহারের পর ঘষবেন না
সুগন্ধি ব্যবহারের পর কখনোই ঘষবেন না। সুগন্ধিকে নিজে নিজে শুকাতে দিন। এতে সুগন্ধ অনেকটাই কমে যায়। আঙুল দিয়ে পারফিউমের ভেজা অংশ ঘষারও মানে হয় না।
পরিমাণে কম ব্যবহার করুন
বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন। দরকার হলে চার-পাঁচ ঘণ্টা পরপরও কিছুটা পারফিউম দিয়ে নিতে পারেন।
রাত ও দিনের আলাদা সুগন্ধি
কিছু কিছু পারফিউম আছে, যেগুলো নির্দিষ্টভাবে ব্যবহার করা হয় রাতের জন্য এবং কিছু আছে দিনের জন্য। দিনের বেলায় তুলনামূলক ভারী সুগন্ধিগুলো ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাতের বেলায় হালকা পারফিউম ব্যবহার করুন। কারণ, দিনের বেলায় অনেকটা সময় ধরে সুগন্ধের প্রয়োজন।
সূত্র: উইকি হাউ ও ডেইলি মেইল

সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
৩৬ মিনিট আগে
আজ আপনার এনার্জি লেভেল ১১০ পারসেন্ট থাকবে। অফিসের সব কাজ একাই শেষ করার সংকল্প নেবেন, কিন্তু সাবধান—বেশি বীরত্ব দেখাতে গিয়ে বসের সব পেন্ডিং ফাইল যেন আপনার ডেস্কে না চলে আসে। পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে।
১ ঘণ্টা আগে
শীতের সকাল মানেই কুয়াশার চাদর, পশমি কাপড়ের ওম আর এক কাপ ধোঁয়া ওঠা চা কিংবা কফি। কিন্তু সুগন্ধিপ্রেমীদের জন্য এই ঋতু কিছুটা বিড়ম্বনারও বটে। দেখা যায়, শখের পারফিউম মেখে বের হওয়ার কিছুক্ষণ পরেই তার রেশ মিলিয়ে গেছে। দোষটা সুগন্ধির নয়, প্রকৃতির; অর্থাৎ শীতের শুষ্ক বাতাস আর হিমেল আবহাওয়ার। তাপমাত্রা কম...
৩ ঘণ্টা আগে
সুপার গ্লু এত দ্রুত শক্ত হয়; কারণ, এটি অল্প আর্দ্রতার সংস্পর্শ পেলে কাজ শুরু করে। হাতের ঘাম, বাতাসের আর্দ্রতা বা যে বস্তুতে গ্লু লাগানো হচ্ছে—সবখানে এই আর্দ্রতা থাকে। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে শক্ত হয়ে যায়। এ কারণেই সুপার গ্লু তুলতে সাধারণ পানি বা কাপড় যথেষ্ট নয়, দরকার হয় সঠিক কৌশল।...
১৩ ঘণ্টা আগে