রিক্তা রিচি, ঢাকা

খুলেছে স্কুল। অনেক অনেক বই পড়তে আর বাড়ির কাজ করতে হচ্ছে এখন। একই সঙ্গে থাকতে হবে তরতাজা, চনমনে। করতে হবে আনন্দ। পড়ার ফাঁকে খুঁজে নিতে হবে একটু স্বস্তি। সে জন্যই তোমাদের পরিচিত হতে হবে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সের সঙ্গে।
তারা দুজনও তোমাদের মতো স্কুলে পড়ে। তাদেরও পড়াশোনার অনেক চাপ। তাদের স্কুলের প্রিন্সিপাল আবার খুব বদমেজাজি। শিক্ষার্থীদের অনেক চাপ দেন তিনি। হাসি-ঠাট্টা একেবারেই পছন্দ করেন না। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স খুব গম্ভীর হয়ে পড়তে চায় না। তারা চায় আনন্দঘন পরিবেশ। তাদের কাজ হলো কমিক লেখা। এভাবে তারা দুই বন্ধু সুপার হিরো চরিত্র ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ বানিয়ে ফেলে।
দুষ্টুমি করার কারণে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সকে আলাদা করে দেন প্রিন্সিপাল। দুজনের শিফট পরিবর্তন করে দেন। একদিন জর্জ প্রিন্সিপালকে একটি আংটির মাধ্যমে সম্মোহিত করে ফেলে।
সে যা আদেশ করে তা-ই করেন তিনি। জর্জের আদেশে প্রিন্সিপাল হয়ে যান ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’। এদিকে স্কুলে আরেকজন শিক্ষক আসেন। তিনি হাসিমুক্ত পৃথিবী বানাতে চান। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স সেই শিক্ষকের পরিকল্পনা ধ্বংস করে দেয়। তারা খারাপ মানুষকে পরাজিত করে পৃথিবীতে হাসি টিকিয়ে রাখে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে। এতক্ষণ বলছিলাম ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফার্স্ট এপিক মুভি’ নামের খুব হাসির একটি ছবির কথা। এটি অ্যানিমেশন ছবি। যুক্তরাষ্ট্রের শিশুসাহিত্যিক ড্যাভ পিলকির লেখা শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ডেভিস সোরেন।

খুলেছে স্কুল। অনেক অনেক বই পড়তে আর বাড়ির কাজ করতে হচ্ছে এখন। একই সঙ্গে থাকতে হবে তরতাজা, চনমনে। করতে হবে আনন্দ। পড়ার ফাঁকে খুঁজে নিতে হবে একটু স্বস্তি। সে জন্যই তোমাদের পরিচিত হতে হবে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সের সঙ্গে।
তারা দুজনও তোমাদের মতো স্কুলে পড়ে। তাদেরও পড়াশোনার অনেক চাপ। তাদের স্কুলের প্রিন্সিপাল আবার খুব বদমেজাজি। শিক্ষার্থীদের অনেক চাপ দেন তিনি। হাসি-ঠাট্টা একেবারেই পছন্দ করেন না। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স খুব গম্ভীর হয়ে পড়তে চায় না। তারা চায় আনন্দঘন পরিবেশ। তাদের কাজ হলো কমিক লেখা। এভাবে তারা দুই বন্ধু সুপার হিরো চরিত্র ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’ বানিয়ে ফেলে।
দুষ্টুমি করার কারণে জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্সকে আলাদা করে দেন প্রিন্সিপাল। দুজনের শিফট পরিবর্তন করে দেন। একদিন জর্জ প্রিন্সিপালকে একটি আংটির মাধ্যমে সম্মোহিত করে ফেলে।
সে যা আদেশ করে তা-ই করেন তিনি। জর্জের আদেশে প্রিন্সিপাল হয়ে যান ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস’। এদিকে স্কুলে আরেকজন শিক্ষক আসেন। তিনি হাসিমুক্ত পৃথিবী বানাতে চান। কিন্তু জর্জ বেয়ার্ড ও হ্যারল্ড হাচিন্স সেই শিক্ষকের পরিকল্পনা ধ্বংস করে দেয়। তারা খারাপ মানুষকে পরাজিত করে পৃথিবীতে হাসি টিকিয়ে রাখে। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করে। এতক্ষণ বলছিলাম ‘ক্যাপ্টেন আন্ডারপ্যান্টস: দ্য ফার্স্ট এপিক মুভি’ নামের খুব হাসির একটি ছবির কথা। এটি অ্যানিমেশন ছবি। যুক্তরাষ্ট্রের শিশুসাহিত্যিক ড্যাভ পিলকির লেখা শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এটি। ৮৯ মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন ডেভিস সোরেন।

কর্মস্থলে জেনারেশন জেড (জেন জি)-দের নিয়ে আলোচনা ও সমালোচনা দেখা যায় বিস্তর। দীর্ঘদিন ধরে যে নিয়মে কর্মস্থলের কর্মীরা চলে আসছেন সেসব যেন সহজে মেনে নিতে পারেন না জেন-জি কর্মীরা। অনেকে জেন-জি প্রজন্মকে ‘চাকরির অযোগ্য’ বলেও অভিহিত করেন। এদিকে নতুন এক জরিপে দেখা গেছে, জেন-জিরা চাকরিকে ‘দীর্ঘমেয়াদি
১৩ ঘণ্টা আগে
কলা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় খুবই পরিচিত একটি ফল। কিন্তু সমস্যা একটাই—কলা খুব দ্রুত পেকে যায়, খোসা কালচে হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তবে একটু সচেতন হলে এবং কিছু সহজ কৌশল অনুসরণ করলে কলা প্রায় এক মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব। এর মধ্যে কার্যকর ও সহজ উপায় হলো লবণপানিতে কলা ধুয়ে...
১৪ ঘণ্টা আগে
বাজার চলতি কড়া রাসায়নিক উপাদানযুক্ত ডিশওয়াশিং লিকুইড দিয়ে বাসন মাজতে গিয়ে হাত আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়। অনেকের তো হাতের চামড়া উঠে যাওয়া বা অ্যালার্জির মতো সমস্যাও দেখা দিতে শুরু করে। এসব সমস্যা থেকে মুক্ত থাকতে ডিশওয়াশিং লিকুইডের কিছু প্রাকৃতিক বিকল্প রয়েছে। সেগুলো হাত শুকিয়ে যাওয়াসহ বিভিন্ন...
১৬ ঘণ্টা আগে
যেসব বলিউড অভিনেত্রীকে আমরা আইকন মানি, তাঁদের রূপ রুটিনে চোখ রাখলে দেখা যায়, ঘরোয়া টোটকাই সেখানে রাজত্ব করছে। কৃতি শ্যাননের কথাই ধরুন। তাঁর মাখন কোমল ত্বকের রহস্য় লুকিয়ে আছে সাধারণ গ্লিসারিনের বোতলে। একটি সাক্ষাৎকারে কৃতি শ্যানন জানান, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন। তা ছাড়া এটি...
১৮ ঘণ্টা আগে