আজকের পত্রিকা ডেস্ক

ছুটির দিন মানেই একটু বিশ্রাম, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানো। আর এবার ঈদুল ফিতরে তো অনেকেই দীর্ঘ ছুটি পেয়েছেন। অনেক দিন পর নাড়ির টানে গ্রামে ফিরেছেন। উদ্দেশ্য, প্রিয়জনদের সঙ্গে এই ছুটির সময়টা আনন্দে কাটানো।
কিন্তু স্মার্টফোন সেই আনন্দ এখন অনেকটাই ম্লান করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গেম, ভিডিও স্ট্রিমিং—সব মিলিয়ে ফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই নির্ভরতা কি ভালো? বিশেষজ্ঞরা বলছেন, ছুটির দিনে ফোন থেকে দূরে থাকতে পারলে মানসিক ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মনোবিজ্ঞানীরা বলছেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক চাপের অন্যতম কারণ। ক্রমাগত নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ, এবং ভার্চুয়াল জগতে ডুবে থাকা—সবকিছু মিলিয়ে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
ছুটির দিনে ফোন থেকে দূরে থাকলে মানসিক চাপ কমে, ভালো ঘুম হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে মনোনিবেশ করা জরুরি।
এই লম্বা ছুটিতে স্মার্টফোন থেকে দূরে থাকার কিছু উপায় নিচে বর্ণনা করা হলো:
১. সময় নির্ধারণ করুন:
নির্দিষ্ট সময়:
ডু নট ডিস্টার্ব মোড:
২. ফোন দূরে রাখুন:
অন্য ঘরে রাখুন:
চোখের আড়াল:
৩. অন্যান্য কাজে ব্যস্ত থাকুন:
বই পড়া, গান শোনা, বা ছবি আঁকা:
পরিবারের সঙ্গে সময় কাটানো:
প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া:
নতুন শখ তৈরি করা:
৪. নোটিফিকেশন বন্ধ করুন:
সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ:
শুধু জরুরি অ্যাপ:
৫. ডিজিটাল ডিটক্স:
পুরো একদিনের জন্য:
৬. পরিবারের সঙ্গে চুক্তি:
নিয়ম তৈরি:
৭. অ্যাপের ব্যবহার সীমিত করুন:
আনইনস্টল বা সীমিত:
স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ:
এই টিপসগুলো মেনে চললে, আপনি ছুটির দিনটি ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং স্মার্টফোন থেকে দূরে থাকতে পারবেন।
স্মার্টফোনের ব্যবহার একেবারে বন্ধ করা হয়তো সম্ভব নয়, কিন্তু ছুটির দিনে এর ব্যবহার সীমিত করে আমরা নিজেদের এবং পরিবারের জন্য সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি।

ছুটির দিন মানেই একটু বিশ্রাম, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানো। আর এবার ঈদুল ফিতরে তো অনেকেই দীর্ঘ ছুটি পেয়েছেন। অনেক দিন পর নাড়ির টানে গ্রামে ফিরেছেন। উদ্দেশ্য, প্রিয়জনদের সঙ্গে এই ছুটির সময়টা আনন্দে কাটানো।
কিন্তু স্মার্টফোন সেই আনন্দ এখন অনেকটাই ম্লান করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গেম, ভিডিও স্ট্রিমিং—সব মিলিয়ে ফোন এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু এই নির্ভরতা কি ভালো? বিশেষজ্ঞরা বলছেন, ছুটির দিনে ফোন থেকে দূরে থাকতে পারলে মানসিক ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মনোবিজ্ঞানীরা বলছেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক চাপের অন্যতম কারণ। ক্রমাগত নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ, এবং ভার্চুয়াল জগতে ডুবে থাকা—সবকিছু মিলিয়ে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
ছুটির দিনে ফোন থেকে দূরে থাকলে মানসিক চাপ কমে, ভালো ঘুম হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তব জীবনে মনোনিবেশ করা জরুরি।
এই লম্বা ছুটিতে স্মার্টফোন থেকে দূরে থাকার কিছু উপায় নিচে বর্ণনা করা হলো:
১. সময় নির্ধারণ করুন:
নির্দিষ্ট সময়:
ডু নট ডিস্টার্ব মোড:
২. ফোন দূরে রাখুন:
অন্য ঘরে রাখুন:
চোখের আড়াল:
৩. অন্যান্য কাজে ব্যস্ত থাকুন:
বই পড়া, গান শোনা, বা ছবি আঁকা:
পরিবারের সঙ্গে সময় কাটানো:
প্রকৃতির মাঝে ঘুরতে যাওয়া:
নতুন শখ তৈরি করা:
৪. নোটিফিকেশন বন্ধ করুন:
সোশ্যাল মিডিয়া ও অন্যান্য অ্যাপ:
শুধু জরুরি অ্যাপ:
৫. ডিজিটাল ডিটক্স:
পুরো একদিনের জন্য:
৬. পরিবারের সঙ্গে চুক্তি:
নিয়ম তৈরি:
৭. অ্যাপের ব্যবহার সীমিত করুন:
আনইনস্টল বা সীমিত:
স্ক্রিন টাইম ট্র্যাকিং অ্যাপ:
এই টিপসগুলো মেনে চললে, আপনি ছুটির দিনটি ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং স্মার্টফোন থেকে দূরে থাকতে পারবেন।
স্মার্টফোনের ব্যবহার একেবারে বন্ধ করা হয়তো সম্ভব নয়, কিন্তু ছুটির দিনে এর ব্যবহার সীমিত করে আমরা নিজেদের এবং পরিবারের জন্য সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি।

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১৩ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১৫ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৬ ঘণ্টা আগে