অনন্য়া দাস, ঢাকা

গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা

গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৯ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
১১ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
১৩ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১৫ ঘণ্টা আগে