অনন্য়া দাস, ঢাকা

গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা

গরম দূর করতে এয়ারকুলার হতে পারে একটি দুর্দান্ত অ্যাপলায়েন্স। আজকাল এয়ার কন্ডিশনারের বিকল্প হিসেবে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। কম দাম, সহজ রক্ষণাবেক্ষণ, কম বিদ্যুৎ খরচ ইত্যাদি সুবিধার জন্য অনেকেই এখন এয়ারকুলার ব্যবহার করছেন।
সহজে বহনযোগ্য
এয়ারকুলারের বড় গুণ এটি সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে বহন করা যায়। এটি যেহেতু এসির মতো দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে লাগানো থাকে না, তাই পছন্দসই জায়গায় এয়ারকুলার বসানো যায় সহজে।
বাতাসের গুণগত মান
এয়ারকুলার বাইরে থেকে তাজা বাতাস টেনে এনে সেই বাতাসকে শীতল করে। পাশাপাশি এর জন্য ঘরের বাতাস অতিরিক্ত শুষ্ক হয়ে যায় না। এ জন্য এয়ারকুলারের বাতাসের মান তুলনামূলকভাবে বেশি ভালো থাকে।
দাম
একটি মোটামুটি মানের এয়ার কন্ডিশনার কিনতে হলেও বেশ ভালোই খরচ করতে হবে। অন্যদিকে সর্বনিম্ন ছয় হাজার টাকা ব্যয়ে একটি এয়ারকুলার কেনা সম্ভব। তাই বলা যায়, দামের দিক থেকে এয়ারকুলার বেশ সাশ্রয়ী।
পরিবেশবান্ধব
এয়ারকুলার পরিবেশবান্ধব। কারণ এগুলো পানিকে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহার করে। এর থেকে কোনো ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হয় না।
ইনস্টলেশন
এয়ারকুলারের কোনো ইনস্টলেশনের প্রয়োজন নেই। এটি অন্য অনেক অ্যাপ্লায়েন্সের মতো বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। বিদ্যুৎ খরচ কম এয়ারকুলারে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। সাধারণ এসির চেয়ে এয়ারকুলার ব্যবহারে ৭০ থেকে ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হয়। সুতরাং মাস শেষে প্রকাণ্ড একটা বিদ্যুৎ বিল বইতে হবে না আপনাকে।
কোনটি আপনার দরকার
বাজারে চার ধরনের এয়ারকুলার পাওয়া যায়। আপনার ঘরের আয়তন বুঝে এয়ারকুলার কিনুন। প্রয়োজনের বাইরে কুলার না কেনাই ভালো।
আমাদের দেশের আবহাওয়ার জন্য পার্সোনাল এয়ারকুলার ভালো কাজ করবে। বাতাস ভালোভাবে ঠান্ডা করতে সঠিক জায়গায় এয়ারকুলার রাখতে হবে। কেনার আগে ঘরের আয়তন, উচ্চতা, বাইরের তাপমাত্রা এবং পরিবেশের আর্দ্রতা–এ বিষয়গুলো বিবেচনায় রাখুন।
কেনার আগে জেনে নিন
কাদের ও কোথায় পাবেন
দেশে ভিশন, গ্রি, জাপান ইলেকট্রনিকস, ওয়ালটন, ইলেকট্রা ইত্যাদি ব্র্যান্ডের এয়ারকুলার আছে। ব্র্যান্ডগুলোর শোরুমে অথবা অনলাইন থেকেও কেনা যাবে এগুলো। এ ছাড়া প্রায় সব মার্কেট ও শপিং মলেও ব্র্যান্ডেড বা নন-ব্র্যান্ডেড এয়ারকুলার কিনতে পাওয়া যায়।
দরদাম
দেশে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারকুলারের দামে পার্থক্য আছে। ব্র্যান্ডভেদে ৬ হাজার থেকে ৪৫ হাজার টাকায় কেনা যাবে এয়ারকুলার।
মডেল: তামান্না
মেকআপ: শোভন মেকওভার
ছবি: হাসান রাজা

দীপিকা পাড়ুকোনের এয়ারপোর্ট লুক দেখলে বোঝা যায়, তিনি ব্যক্তিজীবনে কতটা সাদামাটা থাকতে ভালোবাসেন। মুখে তেমন মেকআপ নেই বললেই চলে। চুলে মেসি বান, চোখে সানগ্লাস। ঠোঁটে ন্য়ুডরঙা কোনো লিপস্টিক; ব্যস—এই হলো তাঁর ফাইনাল লুক। স্ক্রিনেও কি তাঁকে জমকালো সাজে দেখা যায়? মোটেও না। চরিত্রের প্রয়োজনে ভারী গয়না...
১১ ঘণ্টা আগে
বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?...
১৫ ঘণ্টা আগে
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কোনো ভাজা খেতে কার না ইচ্ছা হয়? আলু তো সব সময় রান্নাঘরে থাকে। সঙ্গে সহজলভ্য আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
১৯ ঘণ্টা আগে