Ajker Patrika

বিদেশে ক্যারিয়ার: মাইক্রোসফটে চাকরির পেছনে

সি এম খালেদ সাইফুল্লাহ
আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১০: ৩১
বিদেশে ক্যারিয়ার: মাইক্রোসফটে চাকরির পেছনে

সি এম খালেদ সাইফুল্লাহর শৈশব ও বেড়ে ওঠা লক্ষ্মীপুর শহরে। ২০২২ সালের জুলাই মাসে মাইক্রোসফট ভ্যাঙ্কুভার থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তাব পান এবং অক্টোবর মাসে মাইক্রোসফটের টিমস দলে যোগ দেন। তাঁর মাইক্রোসফটে চাকরির গল্প, নতুনদের পরামর্শ ও ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি নিজেই।

খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই প্রস্তুতি শুরু হয়েছে। ছয় মাসব্যাপী প্রতি বৃহস্পতিবার রাতে প্রোগ্রামিং নাইট করতাম। একটা গ্রুপ করে সারা রাত ল্যাবে থেকে প্রোগ্রাম সলভ করতাম। ভার্সিটিতে নিজেদের মধ্যে শেখার প্রতিযোগিতা ছিল। এরপর আমি কানাডায় ইউনিভার্সিটি অব সাসকাচোয়ানে (USASK)  মাস্টার্সে ভর্তি হই। এখানে পড়াশোনার সঙ্গে প্রতিদিন প্রায় এক ঘণ্টার মতো প্রোগ্রামিং করতাম। এটা রেগুলার করার চেষ্টা করতাম। পাশাপাশি যাঁরা এসব প্রতিষ্ঠানে জব করেন, তাঁদের সঙ্গে লিংকড-ইনে যোগাযোগ করতাম।

তাঁদের কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ ও তথ্য নিতাম। এ ছাড়া বিভিন্ন বই পড়া, ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে ও বিভিন্ন ব্লগ পড়ে প্রস্তুতি নিয়েছি। অল্প অল্প করে খুলনা বিশ্ববিদ্যালয় থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করি।

মাইক্রোসফটে কাজের সুযোগ
মাইক্রোসফটে কয়েক ধরনের চাকরির সুযোগ রয়েছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডেটা সায়েন্স রিলেটেড বেশ জব রয়েছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড জবও রয়েছে। এ ছাড়া নন-টেকনিক্যাল জবের মধ্যে ডিজাইন, ফিন্যান্স, এইচআর, রিক্রুটমেন্ট, মার্কেটিং, ম্যানেজমেন্ট, সেলস, নিয়োগ থেকে শুরু করে সব ধরনের চাকরি রয়েছে। বর্তমানে মাইক্রোসফটে প্রায় দুই লাখের বেশি লোক জব করেন। সুতরাং এখানে প্রায় সব ফিল্ডের জব রয়েছে। যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কেউ মাইক্রোসফটের মতো কোম্পানিতে চাকরি করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া
মাইক্রোসফটে ক্যারিয়ার সাইট রয়েছে। লোকেশন, ব্যাকগ্রাউন্ড ও এরিয়া দিয়ে সার্চ করলে জবের ধরন পাওয়া যাবে। এরপর জবের বর্ণনা অনুযায়ী নিজের সিভি তৈরি করতে হবে। মাইক্রোসফট কর্তৃপক্ষ জবের বর্ণনার সঙ্গে সিভি ম্যাচ করবে। যত বেশি ম্যাচ হবে, তত বেশি ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সিভিটা খুবই গুরুত্বপূর্ণ। নতুন গ্র্যাজুয়েটরা সিভির প্রতি মনোযোগ দেবে। সিভি যেন দুই পেজের বেশি না হয়। সিভিতে কোনো প্রজেক্ট করে থাকলে সেটা উল্লেখ করবে এবং বস্তুনিষ্ঠ তথ্য দিতে হবে।

একাডেমিক বা প্রফেশনাল তথ্য, নিজের দক্ষতা, নিজের পেশাগত অভিজ্ঞতা, প্রতিটি এক্সপেরিয়েন্স ও ইমপ্যাক্টগুলো থাকতে হবে। কোনো কোম্পানিতে কন্ট্রিবিউশনের ফলে কোনো ইমপ্যাক্ট হলে, সেটা সিভিতে উল্লেখ করতে হবে। সিভিতে প্রিয় শখ কী, ধর্ম, জেন্ডার, জাতীয়তা, বয়স এসব তথ্য দেওয়ার প্রয়োজন নেই। যেই ফিল্ডে আবেদন করা হবে, তার ইন্টারভিউয়ে যেসব প্রশ্ন আসতে পারে, সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করেছি। লিডকোড নামের ওয়েবসাইটে জব রিলেটেড প্রোগ্রাম সলভ করেছি। এ ছাড়া 'Cracking The Coding Interview' নামের বইটি পড়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সহযোগিতা নিয়েছি। সিভির পাশাপাশি ইংরেজির দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে কথা বলতে না পারলে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় না।

চাকরির ইন্টারভিউ 
২০২২ সালের মে মাসে লিংকড-ইনে মাইক্রোসফটের একজন রিক্রুটার আমাকে নক দেন। তখন তিনি আমার পরিস্থিতি এবং কিছু তথ্য জানতে চান। এরপর একটা লিংক দেন। যেখানে দেড় ঘণ্টার মধ্যে তিনটি প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হয়। আমি নির্ধারিত সময়ের মধ্যে প্রবলেম সলভ করে সাবমিট করি। এক সপ্তাহ পর জানান, আমি অনসাইট ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছি। কোভিডের কারণে আমার ভার্চুয়ালি অনসাইট ইন্টারভিউ হয়েছিল। ৪৫ মিনিট করে টোটাল চারটা ইন্টারভিউ হয়। এই ধাপ আমি যথাযথভাবে পার করি এবং অনসাইট ইন্টারভিউতে উত্তীর্ণ হই। তাঁরা জানান, মাইক্রোসফটের অজুর এইচপিসি টিমের ম্যানেজার আমার সঙ্গে কথা বলবেন। 

দুর্ভাগ্যবশত তার দুদিন পর আমার আবেদন করা পদটি বিলুপ্ত করা হয়। তখন আমাকে ট্যালেন্টপুলে দেওয়া হয়। এখানে মাইক্রোসফটের ম্যানেজাররা অনসাইট ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়াদের বাছাই করে তাঁদের টিমে নেন। টিম ম্যাচে তিনজন ম্যানেজার কথা বলে শেষের জন আমাকে নিতে রাজি হন। এরপর ২০২২ সালের জুলাইয়ের শেষে আমাকে অফার লেটার দেওয়া হয়। ফাইনালি আমি অক্টোবরে জয়েন করি।

তরুণদের জন্য পরামর্শ
প্রথমে ইন্টারনেটের সঠিক ব্যবহার এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা জানতে হবে। পাশাপাশি নিজের আত্মীয়স্বজন, সহপাঠী ও বন্ধুদের সঙ্গে এসব কোম্পানির কথা আলোচনা করতে হবে। এতে নলেজ অনেক বৃদ্ধি পায়। বিশ্বের বড় বড় কোম্পানির লোকের লিংকড-ইন আইডি থাকে। লিংকড-ইন, টুইটার ও ব্লাইন্ডের মতো প্রফেশনাল সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলোতে অ্যাকটিভ থাকতে হবে। এতে করে নলেজ ও নেটওয়ার্ক দুটোই বৃদ্ধি পায়। এ ছাড়া ইংরেজি কথা বলার স্কিলে উন্নতি করতে হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা
আপাতত আমার স্কিলগুলো ডেভেলপ করতে চাই। আমি চাই মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো আমাদের দেশে আসুক। তখন বাংলাদেশি ডেভেলপারদের সঙ্গে কাজ করব। পাশাপাশি নিজেকে একজন টেকনিক্যাল লিডার হিসেবে দেখতে চাই। এ ছাড়া আমার দেশ, জাতি এবং ধর্মকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।

সি এম খালেদ সাইফুল্লাহ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাইক্রোসফট

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড রিসার্চ অ্যান্ড ইনোভেশন।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পিএইচডি অগ্রাধিকারযোগ্য)।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, আর্থিক বাজার অথবা অর্থনৈতিক নীতি বিষয়ে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ নেবে। ২১ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে

আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১: ৪০
বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

বাংলাদেশ স্কাউটসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ছয় জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিকম বা বিবিএ বা সমমান ডিগ্রি। কম্পিউটারের বেসিক অ্যাপ্লিকেশন ও এমএস এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: ড্রাইভার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থী বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: গ্রেড-১৫।

চাকরির ধরন: অস্থায়ী।

পদের নাম: অফিস সহায়ক কাম গার্ড।

পদসংখ্যা: ১টি।

যোগ্যতা: এসএসসি বা সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: ইলেকট্রিশিয়ান ও স্যানিটেশন মিস্ত্রি কাম ইকুইপমেন্ট ও অডিও ভিজ্যুয়াল অপারেটর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান। প্রার্থীকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমআইটি বা এনটিভিকিউএফ কোর্স সম্পন্নকারী হতে হবে।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

পদের নাম: গার্ড কাম মালি।

পদসংখ্যা: ২টি।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি সমমান।

বেতন: উল্লেখ নেই।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং।

আবেদন ফি: শিরোনামে ক্রমিক ১ ও ২ নম্বর পদের জন্য ৩০০ এবং অন্যান্য পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার আবেদনের সঙ্গে পাঠাতে হবে।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

বিশেষ নির্দেশনা

চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রেরিত খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও ই-মেইল আইডি উল্লেখ করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি করপোরেশনের মেয়র বা উপযুক্ত কর্তৃপক্ষের নাগরিকত্বের প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

‘সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, জাতীয় স্কাউট ভবন (১৪ তলা), ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০’।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির তিন ক্যাটাগরির পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ২২ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

পদের নাম: উপপরিচালক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কাজে কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী সচিব বা সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (চারুকলা)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চারুকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম: উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: নাট্যকলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ নাটক অথবা চলচ্চিত্রবিষয়ক কর্মক্ষেত্র সংশ্লিষ্ট কোনো বিবিধ সংস্থায় সহকারী পরিচালক বা সমমানের পদে ৭ বছরের অভিজ্ঞতা।

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩৫ বছর। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: ২২৩ টাকা।

শর্তাবলি

একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরেকটি দল, আসন বণ্টন ঘোষণা রাতেই

৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী প্রত্যাশী

নির্বাচন না করার ঘোষণা দিলেন আনোয়ার হোসেন মঞ্জু

৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিল এনসিপি

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

এলাকার খবর
Loading...

সম্পর্কিত