Ajker Patrika

৯ মে থেকে উপপরিদর্শক নিয়োগের ভাইভা, কখন কাদের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯ মে থেকে উপপরিদর্শক নিয়োগের ভাইভা, কখন কাদের পরীক্ষা

বহিরাগত ক্যাডেট উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) নিয়োগের বুদ্ধিমত্তা ও ভাইভা পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ৯ মে পরীক্ষা শুরু হবে। পুলিশ সদরদপ্তরে ধাপে ধাপে এক মাস চলবে এ পরীক্ষা। শেষ হবে আগামী ৯ জুন শেষ। 

আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান। 

কামরুজ্জামান জানান, বাংলাদেশ পুলিশের ২০২১ সালের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত ও কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ মে শুরু ও ৯ জুন শেষ হবে। ঘোষিত তারিখ অনুযায়ী যেসব পরীক্ষার্থীকে রোল নম্বর দেওয়া হয়েছে কেবল তাঁরাই পরীক্ষা দিতে আসবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ভাইভা পরীক্ষার সময় সঙ্গে যা আনতে হবে— পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য সকল সনদের মূলকপি। 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা, বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা, বীর মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। 

ঘোষিত তারিখ অনুযায়ী পরীক্ষার্থীদের তালিকা—
৯ মে সকাল ৯টায় রোল নম্বর ১১০১০০০০২ থেকে ১১০১০০৩৬২, বেলা ২টায় ১১০১০০৩৭১ থেকে ১১০১০০৫১৩, ১০ মে সকাল ৯টায় ১১০১০০৫১৫ থেকে ১১০১০০৯০৪, বেলা ২টায় ১১০১০০৯০৬ থেকে ১১০১০১১৩৯, ১১ মে সকাল ৯টায় ১১০১০১১৪১ থেকে ১১০১০১৫০০, বেলা ২টায় ১১০১০১৫২৭ থেকে ১১০১০১৬৯২, ১২ মে সকাল ৯টায় ১১০১০১৬৯৫ থেকে ১১০১০২০৮৭, বেলা ২টায় ১১০১০২০৯৯ থেকে ১২০১০০১৯৬, ১৬ মে সকাল ৯টায় ১২০১০০২০২ থেকে ১২০১০০৫২২, বেলা ২টায় ১২০১০০৫৩৯ থেকে ১২০১০০৭৫৮,১৭ মে সকাল ৯টায় ১২০১০০৭৬৫ থেকে ১২০১০১০৬৭, বেলা ২টায় ১২০১০১০৭৭ থেকে ১২০১০১২৬২, ১৮ মে সকাল ৯টায় ১২০১০১২৬৪ থেকে ১২০১০১৬০৪, বেলা ২টায় ১২০১০১৬০৮ থেকে ১২০১০১৮৩৮, ১৯ মে সকাল ৯টায় ১২০১০১৮৪৮ থেকে ১২০১০২২৫১, বেলা ২টায় ১৩০১০০০০২ থেকে ১৩০১০০১৬৯, ২১ মে সকাল ৯টায় ১৩০১০০১৮৩ থেকে ১৩০১০০৩৭৮, বেলা ২টায় ১৩০১০০৩৮১ থেকে ১৩০১০০৫০৫, ২২ মে সকাল ৯টায় ১৩০১০০৫০৭ থেকে ১৩০১০০৭৩১, বেলা ২টায় ১৩০১০০৭৩৫ থেকে ১৩০১০০৮৭২, ২৩ মে সকাল ৯টায় ১৩০১০০৮৭৩ থেকে ১৩০১০১০৮৯, বেলা ২টায় ১৩০১০১০৯৪ থেকে ১৩০১০১২৬১, ২৪ মে সকাল ৯টায় ১৩০১০১২৬৬ থেকে ১৩০১০১৫২৮, বেলা ২টায় ১৩০১০১৫৩১ থেকে ১৩০১০১৭৭২, ২৫ মে সকাল ৯টায় ১৩০১০১৭৭৭ থেকে ১৪০১০০১৩৭, বেলা ২টায় ১৪০১০০১৪২ থেকে ১৪০১০০৩৭০, ২৬ মে সকাল ৯টায় ১৪০১০০৩৭২ থেকে ১৪০১০০৭৯৫, বেলা ২টায় ১৪০১০০৮০৩ থেকে ১৪০১০১০২৬, ২৮ মে সকাল ৯টায় ১৫০১০০০১৬ থেকে ১৫০১০০৩২৯, বেলা ২টায় ১৫০১০০৩৩০ থেকে ১৫০১০০৫৪২, ২৯ মে সকাল ৯টায় ১৫০১০০৫৪৫ থেকে ১৫০১০০৯০২, বেলা ২টায় ১৫০১০০৯০৩ থেকে ১৫০১০১০৯৫, ৩০ মে সকাল ৯টায় ১৫০১০১১০৫ থেকে ১৬০১০০১৪০, বেলা ২টায় ১৬০১০০১৫২ থেকে ১৬০১০০৩৭৭, ৩১ মে সকাল ৯টায় ১৬০১০০৩৭৮ থেকে ১৬০১০০৭০৪, বেলা ২টায় ১৬০১০০৭০৫ থেকে ১৬০১০০৮৭৯, ০১ জুন সকাল ৯টায় ১৬০১০০৮৮৫ থেকে ১৬০১০১২৮৯, বেলা ২টায় ১৬০১০১২৯৫ থেকে ১৬০১০১৫৬৬, ০২ জুন সকাল ৯টায় ১৬০১০১৫৭১ থেকে ১৬০১০১৯৮১, বেলা ২টায় ১৬০১০১৯৯০ থেকে ১৬০১০২২৩০,০৪ জুন সকাল ৯টায় ১৬০১০২২৩৬ থেকে ১৬০১০২৫৬৭, বেলা ২টায় ১৬০১০২৫৭৯ থেকে ১৭০১০০০৩৩, ০৫ জুন সকাল ৯টায় ১৭০১০০০৪৮ থেকে ১৭০১০০৪৪৭, বেলা ২টায় ১৮০১০০০০১ থেকে ১৮০১০০২৯২, ০৬ জুন সকাল ৯টায় ১৮০১০০২৯৯ থেকে ১৮০১০০৬০১, বেলা ২টায় ১৮০১০০৬০৪ থেকে ১৮০১০০৮৮৩, ০৭ জুন সকাল ৯টায় ১৮০১০০৮৯৬ থেকে ১৮০১০১২৬৬, বেলা ২টায় ১৮০১০১২৭০ থেকে ১৮০১০১৫৩৭,  ০৮ জুন সকাল ৯টায় ১৮০১০১৫৭৩ থেকে ১৮০১০১৯৫৮, বেলা ২টায় ১৮০১০১৯৬১ থেকে ১৮০১০২১১৯, ০৯ জুন সকাল ৯টায় ২১০১০০০১৯ থেকে ২৬০১০০০১৪ এবং বেলা ২টায় ২৬০১০০০১৬ থেকে ২৮০১০০০৫৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সার্ভিস এক্সপার্ট পদে কর্মী নেবে ওয়ালটন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির হোম অ্যাপ্লায়েন্স বিভাগে সার্ভিস এক্সপার্ট পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সার্ভিস এক্সপার্ট

বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স

পদের সংখ্যা: ২৫ জন।

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক পণ্যের উপাদান, ত্রুটি শনাক্তে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, কর্মক্ষমতা বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি বোনাস।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন লিঙ্কে।

আবেদনের শেষ সময়: আগামী ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে ৩৭ পদে নিয়োগ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। প্রতিষ্ঠানটির একটি প্রজেক্টের আওতায় এ নিয়োগ দেওয়া হবে। রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের মেয়াদ ২৮ মে ২০২৬ সাল। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা: আঞ্চলিক পরিচালক ১টি; জেলা ব্যবস্থাপক ২টি; জেলা কর্মকর্তা (লাইভলিহুড) ৩টি; জেলা কর্মকর্তা (যুব কর্মসংস্থান) ২টি; জেলা কর্মকর্তা (এমইএল অ্যান্ড জিএ) ২টি; জেলা কর্মকর্তা (আইটি অ্যান্ড এমআইএস) ১টি; ব্যক্তিগত কর্মকর্তা ১টি; ডেটা এন্ট্রি অপারেটর ১৫টি; অফিস সহকারী/সাপোর্ট স্টাফ ১০টি।

আবেদনের যোগ্যতা: এ নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধু এসডিএফের এসসিএমএফ প্রকল্পে কর্মরত বা চাকরিরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রযোজ্য। পদভেদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) আবেদনপত্র ‘ব্যবস্থাপনা পরিচালক, এসডিএফ’ বরাবর পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে এখানে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করবেন যেভাবে

ক্যারিয়ার ডেস্ক
নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করবেন যেভাবে

ক্যারিয়ার বদলানো মানে শুধু নতুন কাজ শেখা নয়। নতুন খাতে প্রবেশ করতে হলে আপনার নিয়োগকর্তাকে বোঝাতে হবে যে আপনি নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবেন, কাজের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন এবং প্রতিষ্ঠানের জন্য অবদান রাখতে পারবেন। নিয়োগকর্তাদের সাধারণ প্রশ্ন ‘আপনি কি স্থায়ী থাকবেন? প্রথম দিন থেকে কাজে অবদান রাখতে পারবেন? নাকি শুধুই পরবর্তী সুযোগের খোঁজ করবেন? এসব প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে এই চারটি কৌশল। চলুন জেনে নেওয়া যাক—

হাতে-কলমে প্রমাণ দেখান

নতুন খাতে প্রবেশের জন্য বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে বড় শক্তি। এই অভিজ্ঞতা হতে পারে স্বেচ্ছাসেবী কাজ, অস্থায়ী দায়িত্ব, ফ্রেন্ডস বা পরিচিতদের জন্য প্রফেশনাল পরামর্শ দেওয়া। গুরুত্বপূর্ণ হলো, এমন কিছু কার্যক্রমে অংশ নেওয়া, যা নিয়ে আপনি কথা বলতে পারেন এবং একটি কার্যকর পোর্টফোলিও তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ, একজন ভিডিও প্রযোজক যদি ব্যাংক, দোকান বা কমিউনিটি সংগঠনের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে তিনি দেখাতে পারবেন যে তিনি ফাইন্যান্সিয়াল সার্ভিস, রিটেল বা নন-প্রফিট খাতে দক্ষ। একইভাবে, লেখক, ডিজাইনার বা মার্কেটিং পেশাজীবী স্বেচ্ছায় কাজ বা প্রজেক্টে অংশ নিয়ে প্রমাণ দেখাতে পারেন। হাতে-কলমে প্রমাণ দেওয়ার মাধ্যমে নিয়োগকর্তা সহজেই বুঝতে পারেন, আপনি কাজটি করতে পারবেন।

আগ্রহ ও গবেষণা দেখান

যে ব্যক্তি কোনো বিষয়ে এতটাই আগ্রহী যে তার পেশাগত আগ্রহ স্পষ্ট, তাকে সহজেই বিশ্বাসযোগ্য মনে করা হয়। নতুন খাতেও একই কৌশল কাজ করে। নিয়োগকর্তাদের বোঝানো যায় যে আপনি শুধু অন্য খাতের জন্য কৌতূহলী নন, বরং প্রফেশনালি অবদান রাখতে প্রস্তুত। এ জন্য দুই-তিনটি খাত বেছে নিয়ে সেখানে বিস্তারিত গবেষণা করুন। খাতের ট্রেন্ড, সক্রিয় প্রতিষ্ঠান, উন্নতির সুযোগ এবং কীভাবে আপনি অবদান রাখতে পারবেন—এসব বিষয় জানালে নিয়োগকর্তার মনে হবে আপনি কাজের জন্য প্রস্তুত। উদাহরণস্বরূপ, একজন ভিডিও প্রযোজক যদি নতুন খাতে প্রবেশ করতে চান, তবে সংশ্লিষ্ট খাতের জনপ্রিয় কনটেন্টের ধরন, মিডিয়া প্ল্যাটফর্ম এবং দর্শক কী চায়, তা জানলে নিয়োগকর্তা সহজে বুঝবেন যে তাঁরা খাতটি বুঝতে সক্ষম।

ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করুন

আপনি যদি চাকরি পান, তবে পরবর্তী সপ্তাহ, মাস বা বছরের জন্য কীভাবে অবদান রাখবেন তা দেখানো নিয়োগকর্তার আস্থা বাড়ায়। খুব বিস্তারিত পরিকল্পনা না হলেও, কাজের প্রক্রিয়া ও নতুন জ্ঞানার্জনের ধারণা দেখালে বোঝানো যায় যে আপনি সমস্যার সমাধানে আগ্রহী এবং অতিরিক্ত বোঝা নন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন ‘প্রথম তিন মাসে আমি এই প্রজেক্টের সঙ্গে পরিচিত হব, এরপর এই নতুন টুল ব্যবহার করে কাজের দক্ষতা বাড়াব এবং ছয় মাসে দলকে সহায়তা করার নতুন পথ তৈরি করব।’ এমন পরিকল্পনা দেখালে নিয়োগকর্তা মনে করবেন, আপনি দায়িত্বশীল এবং দীর্ঘমেয়াদি অবদান রাখতে প্রস্তুত।

এই চারটি কৌশল কাজ করে কারণ এগুলো আপনার বর্তমান অভিজ্ঞতার বাইরে আপনার সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরে। রিজিউমি শুধু আপনার অতীত অভিজ্ঞতা দেখায়, ভবিষ্যৎ সম্ভাবনা নয়। তাই সরাসরি যোগাযোগ করুন—আপনার নেটওয়ার্কের মাধ্যমে বা নতুন খাতের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে পৌঁছান। হাতে-কলমে প্রমাণ, অভ্যন্তরীণ সুপারিশ এবং আগ্রহভিত্তিক গবেষণা—এই তিনটির মাধ্যমে নিয়োগকর্তার বিশ্বাস অর্জন করা সম্ভব।

সূত্র: ফোর্বস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে ৯ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ১৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আগামী শুক্রবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের লিখিত পরীক্ষা পেছানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আগামী ২ জানুয়ারির নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরের ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।

দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ৪ হাজার ১৬৬ পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী আবেদন করেন। মোট ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। অর্থাৎ প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

পরীক্ষার প্রবেশপত্র গত শনিবার থেকে ডাউনলোড করার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত