Ajker Patrika

দারিদ্র্য নিয়ে বিবিএসের প্রতিবেদনটা দেখেছেন?

শেখ নাইমুর রশিদ লিখন 
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১: ২৬
দারিদ্র্য নিয়ে বিবিএসের প্রতিবেদনটা দেখেছেন?

প্রথমে সালাম দিয়ে বোর্ডে প্রবেশ করি। চেয়ারম্যান স্যার বসার অনুমতি দিলেন এবং মাস্ক খুলতে বললেন। 

চেয়ারম্যান: আপনার নাম শেখ নাইমুর রশিদ লিখন। এত বড় নাম কেন? 
আমি: স্যার, পরিবারের দেওয়া সবার নাম মিলিয়ে রাখতে গিয়ে একটু বড় হয়ে গেছে (মৃদু হেসে বললাম)। 
সবাই হেসে উঠলেন। তাঁদের হাসি দেখে ভয় ও জড়তা কেটে গেল। 

চেয়ারম্যান: কী করছেন এখন? 
আমি: স্যার, স্নাতকোত্তর সম্পন্ন করে আপাতত সরকারি চাকরির চেষ্টা করছি। 

চেয়ারম্যান: কী বিষয়ে করেছেন স্নাতকোত্তর? 
আমি: হর্টিকালচার স্যার। 

চেয়ারম্যান: খুব ভালো বিষয়। আপনার ফল তো দেখছি খুব ভালো স্নাতকোত্তরে। কী নিয়ে রিসার্চ করেছেন?
আমি: স্যার, আমি স্ট্রবেরির শেলফ লাইফ বাড়ানোর পোস্ট হার্ভেস্ট টেকনোলজি নিয়ে কাজ করেছি। 

চেয়ারম্যান: স্ট্রবেরি কোথায় ভালো হচ্ছে এখন?
আমি: স্যার, এটি বর্তমানে উত্তরবঙ্গের রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও খুলনা বিভাগের যশোরেও ভালো চাষ হচ্ছে। 

চেয়ারম্যান: আচ্ছা, তা আপনার রিসার্চের আউটপুট কী ছিল? 
আমি: স্যার, আমি প্যাকেজিং ম্যাটেরিয়ালের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ও ৩ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে দুই-তিন দিন পর্যন্ত শেলফ লাইভ বৃদ্ধি করতে পেরেছি।

চেয়ারম্যান: কী বলছেন? আমি তো ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া স্ট্রবেরি খাব না। আপনি রেডিয়েশন বা অন্য কোনো কিছু চেষ্টা করতে পারতেন।
আমি: স্যার, স্নাতকোত্তর ডিগ্রি ওরিয়েন্টেড রিসার্চ হওয়ায় আমি স্বল্প সময়ে এটুকুই করতে পেরেছি। ভবিষ্যতে সুযোগ পেলে অন্যান্য পোস্ট হার্ভেস্ট ট্রিটমেন্ট নিয়েও কাজ করতে চাই। স্যার আর্টিকেল রিভিউ করে পেয়েছি যে পরিমিত ক্যালসিয়াম ক্লোরাইড খাদ্য গুণাগুণ নষ্ট করে না ও শরীরের জন্য ক্ষতিকর নয়। 

উত্তরটি নিলেন না বলে মনে হলো। চেয়ারম্যান স্যার এবার এক্সটারনাল-১-এর দিকে ইঙ্গিত করলেন। 
প্রথম এক্সটারনাল: আচ্ছা বলেন তো, বাংলাদেশে কৃষি গবেষণার কাঠামো কী, কীভাবে নিয়ন্ত্রিত হয়? 
আমি: স্যার, BARC (Bangladesh Agricultural Research Council) হলো NARS (National Agricultural Research System)-এর

অ্যাপেক্স বডি। NARS-এর আন্ডারে ৪টি মন্ত্রনালয়ের অনেকগুলো রিসার্চ প্রতিষ্ঠান ও তাদের আঞ্চলিক কেন্দ্রে গবেষণা পরিচালিত হয়। 
প্রথম এক্সটারনাল: কয়েকটির নাম ও NARS-এর উদ্দেশ্য বলুন। 
আমি: BARI, BRRI, BINA, BWMRI, BJRI. স্যার, NARS-এর উদ্দেশ্য হলো এর অন্তর্গত প্রতিষ্ঠানগুলোর গবেষণার সমন্বয় সাধন করা ও একই কাজের রিপিটেশন যেন না হয়, সেটা লক্ষ রাখা ও অপচয় রোধ করা।

প্রথম এক্সটারনাল: খুবই ভালো বলেছেন। এটাই শুনতে চেয়েছিলাম। 
চেয়ারম্যান: আজকের পত্রিকা পড়েছেন?
আমি: জি, স্যার। পড়েছি। 

চেয়ারম্যান: দারিদ্র নিয়ে বিবিএসের প্রতিবেদনটা দেখেছেন? 
আমি: জি, স্যার। দারিদ্র্য ১৮.৭ শতাংশ ও চরম দারিদ্র্য ৫.৬ শতাংশ।

চেয়ারম্যান: আরও একটি আছে। 
আমি: ঠিক মনে করতে পারছিলাম না। উনি ধরিয়ে দিলেন। 

চেয়ারম্যান: বৈষম্যের ব্যাপারটা। ধনী-দরিদ্র ব্যবধান বাড়ছে। এই ব্যবধান বাড়লে সমস্যাটা কী? 
আমি: স্যার, সবাই সমানভাবে অর্থনীতিতে অবদান রাখতে পারবে না। শিক্ষা, কর্মক্ষেত্রে পিছিয়ে যাবে। 
উত্তরটি নিলেন না তিনি। 

দ্বিতীয় এক্সটারনাল: আচ্ছা, গিনি সহগ কী বলুন তো?
আমি: ধনী-দরিদ্রবৈষম্য পরিমাপের সূচক। 

দ্বিতীয় এক্সটারনাল: ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবেন? এর আদর্শ মান কী? কত থাকলে ভালো আর কত থাকলে খারাপ? 
আমি: দুঃখিত স্যার, এ বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই। এ সময় এক্সটারনাল বললেন, আপনার অর্থনীতি নিয়ে জ্ঞান আরও বাড়াতে হবে। বর্তমানে অর্থনীতিই সবচেয়ে আলোচিত বিষয়।

আমি: জি স্যার, চেষ্টা করব বলে মাথা নাড়ালাম। 
চেয়ারম্যান: আচ্ছা, আপনার প্রথম পছন্দ কী? কৃষি কত নম্বরে? 

আমি: বিসিএস প্রশাসন স্যার। কৃষি ৯ নম্বর পছন্দ তালিকায়। 
চেয়ারম্যান: ১-৯ পর্যন্ত বলুন? 

আমি: অ্যাডমিন, কাস্টমস...। 
চেয়ারম্যান: যাক ভালো। অনেকে তো নিজের দেওয়া পছন্দও ক্রমানুসারে বলতে পারে না।
চেয়ারম্যান স্যারের কথার সূত্রে এক্স-১ প্রশ্ন শুরু করলেন। 

প্রথম এক্সটারনাল: অ্যাডমিন প্রথম পছন্দ, তাই তো? আচ্ছা আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন। কীভাবে কৃষকদের ধান ও সবজি বাদে অন্য ফসলের উৎপাদন বাড়াতে উৎসাহ দেবেন? আচ্ছা পাটের কথাই বলুন।
আমি: স্যার, আমি কৃষকদের বোঝাব পাটের পণ্যের বিভিন্ন ব্যবহার সম্পর্কে, কৃষিপণ্য হিসেবে বর্তমান রপ্তানির সুযোগের কথা। 

প্রথম এক্সটারনাল: কৃষকেরা তো এত ভারী কথা বুঝবেন না। অন্য কিছু বলুন।
আমি: বর্তমানে জলবায়ুসহিষ্ণু জাতের কথা বলব যা তারা জলাবদ্ধতা, খরা বা লবণাক্ততা অবস্থায়ও চাষ করতে পারবেন। 

প্রথম এক্সটারনাল: ঠিক আছে। কিন্তু আরও ভালো উত্তর আশা করেছিলাম। আপনি বলতে পারতেন পাটের ব্যাগের সর্বজনীন ব্যবহার সম্পর্কে, পাটশাকও খাওয়া যায়, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, পারটেক্সের ম্যাটেরিয়াল খড় থেকে হয়, খরচ কম এসব। আপনি প্রতিনিধি হিসেবে কৃষকদের বোঝাতে গেলে একটা পণ্যের অসংখ্য ভালো দিক সহজ ভাষায় তুলে ধরতে হবে। এক দুইটা বলে থামলে তো হবে না। 
পুনরায় চেয়ারম্যান স্যার দৃষ্টি দিলেন নতুন প্রশ্নে।

চেয়ারম্যান: বাংলাদেশ এলডিসিমুক্ত হচ্ছে জানেন তো। এতে আমাদের ভালো না খারাপ হবে ব্যাখ্যা করুন।
আমি: আমাদের জন্য ভালো হবে। বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল হবে, বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন পণ্য রপ্তানি বাজার ও শ্রমবাজার সৃষ্টি হবে।

চেয়ারম্যান: বিনিয়োগ কেন বাড়বে? বিদেশিরা LDC উত্তরণ দেখেই চলে আসবে নাকি? 
আমি: স্যার, মানবসম্পদের উন্নয়নে দক্ষ শ্রমশক্তি তৈরি হবে, অবকাঠামোগত ও যোগাযোগ উন্নয়ন হবে, যা বিনিয়োগ করতে উৎসাহিত করবে। 
উত্তরটি আংশিক নিলেন। এক্স-২কে জিজ্ঞাসা করলেন স্যার আর কিছু জানবেন কি না। 

দ্বিতীয় এক্সটারনাল: আপনার বাড়ি যেন কোথায়?
আমি: খুলনার ডুমুরিয়া উপজেলায়। 

দ্বিতীয় এক্সটারনাল: আপনার এলাকা কী জন্য বিখ্যাত?
আমি: বর্তমানে খুলনার সব থেকে বেশি সবজি উৎপাদন হচ্ছে ডুমুরিয়ায়, যা ২০০ কোটির মতো বছরে। এ ছাড়া একাত্তরের চুকনগর গণহত্যা, একক বৃহত্তম গণহত্যা এখানে সংঘটিত হয়েছিল। 

দ্বিতীয় এক্সটারনাল: আপনার এলাকা সম্পর্কে আমি শুনেছিলাম। তবে সেটা অনেক আগে। তখন বেশ পশ্চাৎপদ এলাকা ছিল।
আমি: স্যার, এখন বেশ উন্নতি হয়েছে সব দিক থেকে। 
চেয়ারম্যান স্যার আবার যুক্ত হলেন। 

চেয়ারম্যান: আপনার এলাকা যে উন্নত হয়েছে তার ইন্ডিকেটর কী?
আমি: স্যার, শিক্ষার হার বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে। 

চেয়ারম্যান: শিক্ষার হার কত এখন?
আমি: ৬৫% (অনুমান করে বলেছি, ৫৫% হবে)

চেয়ারম্যান: আর বাংলাদেশের কত?
আমি: ৭৪.৬৬% স্যার। 

চেয়ারম্যান: ঠিক আছে।
প্রথম এক্সটারনাল: আপনার এলাকায় লবণাক্ততা সমস্যা আছে না? কৃষকেরা সাধারণত কী করেন এর পরিপ্রেক্ষিতে?
আমি: স্যার, জিপসাম প্রয়োগ করতে হবে!

প্রথম এক্সটারনাল: বইয়ের কথা বাদ দিন। কৃষকেরা সচরাচর কী করেন সেটা বলুন। 
আমি: স্যার, সবজি বা ফসল লাগানোর আগে বারবার সেচ দেয়, দুই নালার মাঝে আইল তৈরি করে তাতে সবজি ফলায়। 
দ্বিতীয় এক্সটারনাল: আচ্ছা। আপনি আসুন। ধন্যবাদ। 

শেখ নাইমুর রশিদ লিখন, কৃষি ক্যাডার, ৪১তম বিসিএস

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (১২তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) এ এইচ এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, ড্রাইভার, টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার), ডেসপ্যাচ রাইডার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বুকসর্টার, পাঠকক্ষ সহকারী, অফিস সহায়ক, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী, হিসাবরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কাম্পিউটার মুদ্রাক্ষরিক।

বিজ্ঞপ্ততি বলা হয়, আগামী ২ জুনায়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটথেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত লিংক এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্টটি জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স) পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা সফটওয়্যার, ইআরপি সিস্টেম এবং আর্থিক প্রতিবেদন সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটিতে অডিট অফিসিয়াল-উপ টু ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অডিট অফিসিয়াল, (উপ টু ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: অডিটিং/জেনারেল ব্যাংকিং/গ্রাহক পরিষেবা, ক্রেডিট অপারেশন এবং ডকুমেন্টেশন, বৈদেশিক বাণিজ্য অপারেশন এবং ডকুমেন্টেশন অ্যান্টি-মানি লন্ডারিং সম্পর্কিত কার্যাবলীতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবদেন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত