
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আকুস নিরাপত্তা চুক্তি সাক্ষরে যুক্তরাষ্ট্র আনাড়ি ভূমিকা পালন করেছে। আর সে কারণেই ফ্রান্সকে বিলিয়ন বিলিয়ন ডলার হারাতে হয়েছে। গতকাল শুক্রবার, ভ্যাটিকান সিটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে আকুস নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই দুই দেশের নেতার মধ্যে প্রথম সাক্ষাৎ। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ করতে পারবে। চুক্তি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার-সংক্রান্ত বিষয়গুলো পরস্পর ভাগাভাগি করতে পারবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি ও সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ থেকে দেশ তিনটির এ উদ্যোগ।
এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা ১২টি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে ফ্রান্সকে ৩৭ বিলিয়ন ডলার হারাতে হয়েছে। তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতে বলেছিলেন, এই চুক্তি আমাদের পিঠে ছুরি মারার মতো হয়ে গেল। শুধু তাই নয়, ফ্রান্স সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল।
শুক্রবার বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, অতীত নয়, বরং আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। বিশ্বাস, ভালোবাসার মতো তা অর্জন করতে হয়। তাই বিশ্বাস বজায় রাখতে শুধু ঘোষণা না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করা ভালো।
চলতি সপ্তাহের শেষে জি-২০ শীর্ষ সম্মেলন এবং আগামী সপ্তাহে স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ সামনে রেখেই শীর্ষ এই দুই নেতার এই সাক্ষাৎ। আকুস চুক্তি ছাড়াও তারা জলবায়ু পরিবর্তন, পশ্চিম আফ্রিকায় সন্ত্রাস দমন এবং ইউরোপীয় প্রতিরক্ষা নিয়েও কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আকুস নিরাপত্তা চুক্তি সাক্ষরে যুক্তরাষ্ট্র আনাড়ি ভূমিকা পালন করেছে। আর সে কারণেই ফ্রান্সকে বিলিয়ন বিলিয়ন ডলার হারাতে হয়েছে। গতকাল শুক্রবার, ভ্যাটিকান সিটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে আকুস নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এটিই দুই দেশের নেতার মধ্যে প্রথম সাক্ষাৎ। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ করতে পারবে। চুক্তি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার-সংক্রান্ত বিষয়গুলো পরস্পর ভাগাভাগি করতে পারবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি ও সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ থেকে দেশ তিনটির এ উদ্যোগ।
এই চুক্তির ফলে ফ্রান্সের নকশা করা ১২টি সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া। ফলে ফ্রান্সকে ৩৭ বিলিয়ন ডলার হারাতে হয়েছে। তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতে বলেছিলেন, এই চুক্তি আমাদের পিঠে ছুরি মারার মতো হয়ে গেল। শুধু তাই নয়, ফ্রান্স সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল।
শুক্রবার বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, অতীত নয়, বরং আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। বিশ্বাস, ভালোবাসার মতো তা অর্জন করতে হয়। তাই বিশ্বাস বজায় রাখতে শুধু ঘোষণা না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করা ভালো।
চলতি সপ্তাহের শেষে জি-২০ শীর্ষ সম্মেলন এবং আগামী সপ্তাহে স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ সামনে রেখেই শীর্ষ এই দুই নেতার এই সাক্ষাৎ। আকুস চুক্তি ছাড়াও তারা জলবায়ু পরিবর্তন, পশ্চিম আফ্রিকায় সন্ত্রাস দমন এবং ইউরোপীয় প্রতিরক্ষা নিয়েও কথা বলেছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৭ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৯ ঘণ্টা আগে