
কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।

কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৯ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১২ ঘণ্টা আগে