
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার অন্যতম বিবাদী ট্রাম্পের অন্যতম মিত্র স্কট হল নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার প্রচেষ্টায় তাঁর অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বাইরে মামলার তদন্তকারীদের কাছে নিজের শাস্তি কম করার শর্তে স্বীকারোক্তি দেন স্কট হল। এর মধ্য দিয়ে এই মামলার কোনো বিবাদী প্রথমবারের মতো দোষ স্বীকার করে নিলেন। স্থানীয় সময় গত শুক্রবার স্কট হল এই স্বীকারোক্তি দেন।
স্কট হল শুক্রবার লিখিত স্বীকারোক্তি দেন। পরে তা আদালতে উপস্থাপন করা হয়। মামলার কৌঁসুলিরা স্কট হলের এই স্বীকারোক্তিকে একই অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েলের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী অক্টোবরে সিডনি পাওয়েলের মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
স্কট হলের স্বীকারোক্তি ও বিচারের বিষয়ে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, তিনি নির্বাচনী দায়িত্ব পালনে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করার জন্য পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। ভিডিও ছিল, স্কট হলের বিচার কার্যক্রমের সরাসরি সম্প্রচার।
পরে আদালত তাঁকে পাঁচ বছরের প্রবেশন (কোনো এক কারা কর্মকর্তার অধীনে এই পাঁচ বছর স্কট হলকে ইতিবাচক আচরণ দেখাতে হবে) দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা এবং ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সামাজিক কর্মকাণ্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি তাঁকে রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার অন্যতম বিবাদী ট্রাম্পের অন্যতম মিত্র স্কট হল নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার প্রচেষ্টায় তাঁর অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বাইরে মামলার তদন্তকারীদের কাছে নিজের শাস্তি কম করার শর্তে স্বীকারোক্তি দেন স্কট হল। এর মধ্য দিয়ে এই মামলার কোনো বিবাদী প্রথমবারের মতো দোষ স্বীকার করে নিলেন। স্থানীয় সময় গত শুক্রবার স্কট হল এই স্বীকারোক্তি দেন।
স্কট হল শুক্রবার লিখিত স্বীকারোক্তি দেন। পরে তা আদালতে উপস্থাপন করা হয়। মামলার কৌঁসুলিরা স্কট হলের এই স্বীকারোক্তিকে একই অভিযোগে অভিযুক্ত ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েলের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী অক্টোবরে সিডনি পাওয়েলের মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
স্কট হলের স্বীকারোক্তি ও বিচারের বিষয়ে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা গেছে, তিনি নির্বাচনী দায়িত্ব পালনে ইচ্ছাকৃত হস্তক্ষেপ করার জন্য পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেছেন। ভিডিও ছিল, স্কট হলের বিচার কার্যক্রমের সরাসরি সম্প্রচার।
পরে আদালত তাঁকে পাঁচ বছরের প্রবেশন (কোনো এক কারা কর্মকর্তার অধীনে এই পাঁচ বছর স্কট হলকে ইতিবাচক আচরণ দেখাতে হবে) দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার ডলার জরিমানা এবং ২০০ ঘণ্টা বাধ্যতামূলক সামাজিক কর্মকাণ্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোপরি তাঁকে রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে আবেদন করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
২ ঘণ্টা আগে