
রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই দুটি অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রুশ সমর্থিত অঞ্চলে অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও সরাসরি রাশিয়ার ওপর এখনই কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পুতিনের সেনা পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন এমন পদক্ষেপ নিয়েছেন। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। এমনকি বিষয়টি অস্বীকারও করেননি। তিনি বলেন, রাশিয়া কী করে, আপাতত তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্থানীয় সময় সোমবার পুতিন এ নির্দেশ দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দুটি সরকারি ডিক্রিতে পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলে শান্তি রক্ষার কাজের নির্দেশ দিয়েছেন।

রাশিয়া সমর্থিত ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলগুলোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেই দুটি অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রুশ সমর্থিত অঞ্চলে অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও সরাসরি রাশিয়ার ওপর এখনই কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পুতিনের সেনা পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট জো বাইডেন এমন পদক্ষেপ নিয়েছেন। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে কি না—এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা কোনো মন্তব্য করেননি। এমনকি বিষয়টি অস্বীকারও করেননি। তিনি বলেন, রাশিয়া কী করে, আপাতত তা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর কয়েক ঘণ্টা পরই ওই দুই অঞ্চলে রাশিয়ার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্থানীয় সময় সোমবার পুতিন এ নির্দেশ দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দুটি সরকারি ডিক্রিতে পুতিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলে শান্তি রক্ষার কাজের নির্দেশ দিয়েছেন।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৫ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৬ ঘণ্টা আগে