Ajker Patrika

এবার ৫১ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

এবার ৫১ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে এবার সেনা কর্মকর্তাসহ ৫১ জন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গতকাল শনিবার ‘সন্ত্রাসবাদ’ ও ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

নিষেধাজ্ঞা অনুযায়ী, এই ৫১ মার্কিন নাগরিকের ইরানে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে। তবে এ ধরনের সম্পদের উপস্থিতি না থাকায় এই নিষেধাজ্ঞাকে দেখা হচ্ছে প্রতীকী হিসেবে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ২০২০ সালের ৩ জানুয়ারি ড্রোন হামলায় জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়। চলতি বছরের শুরুতে এ ঘটনার দুই বছর পার হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে তেহরানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, জেনারেল কাশেম সোলাইমানি এবং তার সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী ভূমিকায় সংশ্লিষ্টতার দায়ে ওই ৫১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

এর আগে কাশেম সোলাইমানির মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ট্রাম্পকে বিচারের আওতায় আনতে হবে। না হলে কঠিন প্রতিশোধ নেবে ইরান। 

এবার ইরানের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিলি ও হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান। গেল বছর একই ধরনের আরেকটি ঘোষণায় সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত