
যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরের একটি পরিত্যক্ত লরি থেকে অন্তত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা সবাই অভিবাসী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ‘মৃতদেহ ছাড়াও অন্তত ১৬ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হিট স্ট্রোক ও গরমজনিত ক্লান্তিতে ভুগছিলেন।’
সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরের একটি শহর। মানব পাচারকারীরা এই শহরকে মানুষ পাচারের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
সান আন্তোনিও ফায়ার সার্ভিসের প্রধান চার্লস হুড বলেছেন, ‘খবর পাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বহু মৃতদেহসহ একটি লরি খুঁজে পান। লরিতে কোনো শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না এবং ভেতরে পান করার মতো কোনো পানি ছিল না।’
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএসএটি টিভি জানিয়েছে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেললাইনের পাশে পাওয়া গেছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীকে দেখা গেছে।
সান আন্তোনিওর পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেছেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য ফেডারেল এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, ‘দেশটির কনসাল ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।’
টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন সরকারের উন্মুক্ত সীমান্তনীতির মারাত্মক ফলাফল এটি।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সান আন্তোনিওতে প্রচণ্ড গরম পড়েছে। স্থানীয় সময় সোমবার সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস উচ্চতায় পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরের একটি পরিত্যক্ত লরি থেকে অন্তত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা সবাই অভিবাসী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ‘মৃতদেহ ছাড়াও অন্তত ১৬ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হিট স্ট্রোক ও গরমজনিত ক্লান্তিতে ভুগছিলেন।’
সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরের একটি শহর। মানব পাচারকারীরা এই শহরকে মানুষ পাচারের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।
সান আন্তোনিও ফায়ার সার্ভিসের প্রধান চার্লস হুড বলেছেন, ‘খবর পাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বহু মৃতদেহসহ একটি লরি খুঁজে পান। লরিতে কোনো শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না এবং ভেতরে পান করার মতো কোনো পানি ছিল না।’
স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএসএটি টিভি জানিয়েছে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেললাইনের পাশে পাওয়া গেছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীকে দেখা গেছে।
সান আন্তোনিওর পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেছেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য ফেডারেল এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, ‘দেশটির কনসাল ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।’
টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন সরকারের উন্মুক্ত সীমান্তনীতির মারাত্মক ফলাফল এটি।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সান আন্তোনিওতে প্রচণ্ড গরম পড়েছে। স্থানীয় সময় সোমবার সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস উচ্চতায় পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২৩ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে