
তীব্র গরমের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি। ১৯১৩ সালে ওই এলাকার তাপমাত্রা ৫৬ দশমিক ৬৭ শতাংশ হয়ে রেকর্ড গড়েছিল। এবার এক শতাব্দীরও বেশি সময় আগের সেই তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তীব্র সেই গরম অনুভব করার জন্য এলাকাটিতে আস্তানা গাড়ছেন অসংখ্য পর্যটক।
যুক্তরাজ্যভিত্তিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে গরম স্থান ডেথ ভ্যালিতে এখন পর্যটকের ঢল নেমেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ওই এলাকাটির তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা সংস্থা ডেথ ভ্যালিতে তীব্র গরম অনুভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে। এ অবস্থায় সেখানে অবস্থান করা পর্যটকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে সতর্কবার্তায় ডেথ ভ্যালিতে যেতে ইচ্ছুক পর্যটকদের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
পরিস্থিতির বর্ণনা দিয়ে ডেথ ভ্যালি পার্কের রেঞ্জার জিওভান্না পোন্স বলেন, ‘আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। তাঁরা সবাই তাপমাত্রা নির্দেশক বিশাল থার্মোমিটারের সঙ্গে ছবি তুলতে চান। তাঁরা এমন গরম পরিবেশে থাকতে কেমন লাগে তা উপভোগ করতে চান।’
ডেথ ভ্যালির গরম উপভোগ সম্পর্কে সেখানে অবস্থান করা পর্যটক অ্যালেসিয়া ডেম্পস্টার বলেন, ‘খুব গরম! যখন বাতাস থাকে, আপনি ভাববেন—এটি আপনাকে তাপ থেকে কিছুটা রেহাই দেবে। কিন্তু আসলে মনে হবে একটি হেয়ার ড্রাইয়ারের বাতাস আপনার মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে।’
পার্ক রেঞ্জার নিকোল অ্যান্ডলার বলেন, ‘মনে হচ্ছে সূর্য আপনার ত্বকের ভেতর ঢুকে গেছে এবং আপনার হাড়ের মধ্যে প্রবেশ করছে।’
মজার বিষয় হলো—‘দ্য হিট উইল কিল ইউ ফার্স্ট’ বইটির লেখক জেফ ফুডেল গরম উপভোগ করা পর্যটকদের নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি চরম তাপ নিয়ে একটি বই লিখে চার বছর অতিবাহিত করেছি। কিন্তু একটি জিনিস কল্পনাও করিনি যে, মস্তিষ্ক গলে যাওয়ার মতো তাপমাত্রা পর্যটকদের আকর্ষণে পরিণত হবে।’
বিশ্ব আবহাওয়া সংস্থার র্যান্ডি সেভার্নি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের তাপমাত্রা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তীব্র গরমের জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি। ১৯১৩ সালে ওই এলাকার তাপমাত্রা ৫৬ দশমিক ৬৭ শতাংশ হয়ে রেকর্ড গড়েছিল। এবার এক শতাব্দীরও বেশি সময় আগের সেই তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তীব্র সেই গরম অনুভব করার জন্য এলাকাটিতে আস্তানা গাড়ছেন অসংখ্য পর্যটক।
যুক্তরাজ্যভিত্তিক ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে গরম স্থান ডেথ ভ্যালিতে এখন পর্যটকের ঢল নেমেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ওই এলাকাটির তাপমাত্রা ৫৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবা সংস্থা ডেথ ভ্যালিতে তীব্র গরম অনুভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে। এ অবস্থায় সেখানে অবস্থান করা পর্যটকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তবে সতর্কবার্তায় ডেথ ভ্যালিতে যেতে ইচ্ছুক পর্যটকদের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
পরিস্থিতির বর্ণনা দিয়ে ডেথ ভ্যালি পার্কের রেঞ্জার জিওভান্না পোন্স বলেন, ‘আমরা প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। তাঁরা সবাই তাপমাত্রা নির্দেশক বিশাল থার্মোমিটারের সঙ্গে ছবি তুলতে চান। তাঁরা এমন গরম পরিবেশে থাকতে কেমন লাগে তা উপভোগ করতে চান।’
ডেথ ভ্যালির গরম উপভোগ সম্পর্কে সেখানে অবস্থান করা পর্যটক অ্যালেসিয়া ডেম্পস্টার বলেন, ‘খুব গরম! যখন বাতাস থাকে, আপনি ভাববেন—এটি আপনাকে তাপ থেকে কিছুটা রেহাই দেবে। কিন্তু আসলে মনে হবে একটি হেয়ার ড্রাইয়ারের বাতাস আপনার মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে।’
পার্ক রেঞ্জার নিকোল অ্যান্ডলার বলেন, ‘মনে হচ্ছে সূর্য আপনার ত্বকের ভেতর ঢুকে গেছে এবং আপনার হাড়ের মধ্যে প্রবেশ করছে।’
মজার বিষয় হলো—‘দ্য হিট উইল কিল ইউ ফার্স্ট’ বইটির লেখক জেফ ফুডেল গরম উপভোগ করা পর্যটকদের নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি চরম তাপ নিয়ে একটি বই লিখে চার বছর অতিবাহিত করেছি। কিন্তু একটি জিনিস কল্পনাও করিনি যে, মস্তিষ্ক গলে যাওয়ার মতো তাপমাত্রা পর্যটকদের আকর্ষণে পরিণত হবে।’
বিশ্ব আবহাওয়া সংস্থার র্যান্ডি সেভার্নি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ধরনের তাপমাত্রা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৩ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৪ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৫ ঘণ্টা আগে