
গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’

গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৫ ঘণ্টা আগে