
গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’

গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’

অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
১ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
গত বছরের ডিসেম্বরে মিসরের সশস্ত্র বাহিনীর কাছে দেশের ঋণ-সংকট সামাল দিতে সহায়তা চায় সরকার। কিন্তু বাহিনী সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। অথচ সেনাবাহিনীর গোপন রিজার্ভে মিসরের মোট বৈদেশিক ঋণের চেয়েও বেশি পরিমাণ অর্থ রয়েছে—এমন দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ ব্যাংকিং ও সরকারি কর্মকর্তারা। তাঁরা এই তথ্য
২ ঘণ্টা আগে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
৪ ঘণ্টা আগে