Ajker Patrika

চুক্তি করো, নয়তো আরও নৃশংস হামলা আসছে—ইরানকে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ জুন ২০২৫, ২১: ৪৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিভিন্ন শহরে আজ শুক্রবার কয়েক ধাপে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরও ‘নৃশংস হামলা’ অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি ইরানকে বারবার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’

বিবিসি জানিয়েছে, আগামী রোববার (১৫ জুন) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর ঠিক আগে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমি তাদের বলেছি—চুক্তি করো, কিন্তু তারা যতই চেষ্টা করুক, যতই কাছাকাছি আসুক—শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি।’

ট্রাম্প আরও বলেন, ‘ইতিমধ্যে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। কিন্তু এখনো সময় আছে এই হত্যাযজ্ঞ বন্ধ করার। কারণ, পরবর্তী হামলা আরও ভয়ংকর হতে চলেছে।’

ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘চুক্তি করো, নয়তো কিছুই অবশিষ্ট থাকবে না। সেই প্রাচীন ইরানি সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রক্ষা করো। আর মৃত্যু নয়, আর ধ্বংস নয়, চুক্তি করো, এখনই করো, না হলে দেরি হয়ে যাবে।’

ট্রাম্প দাবি করেছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল তার পরিকল্পনা সম্পর্কে আগেই যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানে অংশ নেয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত