
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই বিশেষ কৌঁসুলি নিয়োগ দেন। তদন্তের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুর।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গোপনীয় নথি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতে পাওয়া যায়। এর পর তাঁর অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন।
হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিংক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউসের অদূরে পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।
রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, ‘গত ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি নথি পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করেছি।’
কমিটি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া নভেম্বরে প্রাপ্ত গোপন নথি তাদের কাছে জমা দিতে হোয়াইট হাউসকে অনুরোধও করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, গোপন নথি পাওয়ার পরপরই তারা বিষয়টি ন্যাশনাল আর্কাইভকে জানিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষ পরদিন সেগুলো নিয়েও গেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধার বিষয়ক তদন্তে বিশেষ কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই বিশেষ কৌঁসুলি নিয়োগ দেন। তদন্তের নেতৃত্ব দেবেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুর।
অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, সম্প্রতি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় গোপনীয় নথি পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বাইডেনের আইনজীবীরা তদন্তকারীদের ডেকে একটি অতিরিক্ত নথির বিষয়ে অবহিত করেন, যা প্রেসিডেন্টের নিজ বাড়িতে পাওয়া যায়। এর পর তাঁর অফিস সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টির তদন্ত করার জন্য বিশেষ পরামর্শকের প্রয়োজন।
হোয়াইট হাউসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি হোয়াইট হাউসের কাছে অবস্থিত থিংক ট্যাংক পেন বাইডেন সেন্টার থেকে প্রথম দফায় গোপনীয় নথি উদ্ধার হয়। বাইডেন ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউসের অদূরে পেন বাইডেন সেন্টার অপ্রশাসনিক কাজের জন্য ব্যবহার করতেন।
রয়টার্সকে বাইডেনের এক আইনজীবী জানান, ‘গত ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্টে একটি তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি নথি পাওয়া যায় এবং আমরা সেগুলো জাতীয় সংগ্রহশালায় হস্তান্তর করেছি।’
কমিটি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। এ ছাড়া নভেম্বরে প্রাপ্ত গোপন নথি তাদের কাছে জমা দিতে হোয়াইট হাউসকে অনুরোধও করেছে।
হোয়াইট হাউস জানিয়েছে, গোপন নথি পাওয়ার পরপরই তারা বিষয়টি ন্যাশনাল আর্কাইভকে জানিয়েছে। আর্কাইভ কর্তৃপক্ষ পরদিন সেগুলো নিয়েও গেছে।

পাকিস্তান এবং চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি জেএফ-১৭ থান্ডার ব্লক যুদ্ধবিমান সংগ্রহে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক। দুই দেশের বিমানবাহিনী প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ব্রিফ করা হয়েছে; এমনটি জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। ইরানে চলমান বিক্ষোভ দমনে তেহরানের তথাকথিত কঠোর অবস্থানের প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি বাস্তবায়ন...
২ ঘণ্টা আগে
সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে সক্রিয় তদবির চালাচ্ছে তুরস্ক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক জোট গড়ে উঠতে পারে এমন এক সময়ে, যখন উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে।
২ ঘণ্টা আগে
ইরানে দুই সপ্তাহ ধরে চলা গণবিক্ষোভের মধ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ সতর্ক করে দিয়েছেন, বিক্ষোভে অংশগ্রহণকারী যে কাউকে ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুসারে শাস্তি দেওয়া হবে। ইরানি আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।
৩ ঘণ্টা আগে