
কিছু ট্রাক চালককে প্লাস্টিকের বোতলে প্রস্রাব করতে বাধ্য করার কথা স্বীকার করে নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এ নিয়ে একজন মার্কিন আইনপ্রণেতার কাছে ক্ষমাও চেয়েছে কোম্পানিটি।
এর আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার আইনপ্রণেতা মার্ক পোকান অভিযোগ করেন, ঘণ্টায় ১৫ ডলার মজুরি দিয়ে প্লাস্টিকের বোতলে কর্মীদের প্রস্রাব করতে বাধ্য করছে আমাজন। তখন অ্যামাজনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
তবে মার্কিন স্থানীয় সময় শুক্রবার রাতে এ নিয়ে ক্ষমা প্রার্থনা করে একটি টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রতিনিধি পোকনের কাছে ক্ষমা চাই।
টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা জানতাম চালকদের শৌচাগার খুঁজে পেতে সমস্যা হয়। কারণ কখনো গ্রামের দিকে যেতে হয়, আবার যানজট থাকে। করোনার সময় অনেক গণশৌচাগার বন্ধ।
তবে অ্যামাজনের ক্ষমা প্রকাশে সন্তুষ্ট হতে পারেননি পোকান। শনিবার একটি টুইটে তিনি বলেন, এটা আপনাদের কর্মীদের ব্যাপার। কেন আপনারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দিচ্ছেন না। কোনও রকম বাধা ছাড়াই তাদেরকে ইউনিয়ন করতে দিন।
ইউরোপে অ্যামাজনের কর্মীদের ইউনিয়ন থাকলেও যুক্তরাষ্ট্রে নেই। ইউনিয়ন গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বেসেমেরে ভোট দিয়েছেন অ্যামাজনের কর্মীরা। তবে ওই ভোটের ফল এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: এএফপি

কিছু ট্রাক চালককে প্লাস্টিকের বোতলে প্রস্রাব করতে বাধ্য করার কথা স্বীকার করে নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এ নিয়ে একজন মার্কিন আইনপ্রণেতার কাছে ক্ষমাও চেয়েছে কোম্পানিটি।
এর আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার আইনপ্রণেতা মার্ক পোকান অভিযোগ করেন, ঘণ্টায় ১৫ ডলার মজুরি দিয়ে প্লাস্টিকের বোতলে কর্মীদের প্রস্রাব করতে বাধ্য করছে আমাজন। তখন অ্যামাজনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।
তবে মার্কিন স্থানীয় সময় শুক্রবার রাতে এ নিয়ে ক্ষমা প্রার্থনা করে একটি টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রতিনিধি পোকনের কাছে ক্ষমা চাই।
টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা জানতাম চালকদের শৌচাগার খুঁজে পেতে সমস্যা হয়। কারণ কখনো গ্রামের দিকে যেতে হয়, আবার যানজট থাকে। করোনার সময় অনেক গণশৌচাগার বন্ধ।
তবে অ্যামাজনের ক্ষমা প্রকাশে সন্তুষ্ট হতে পারেননি পোকান। শনিবার একটি টুইটে তিনি বলেন, এটা আপনাদের কর্মীদের ব্যাপার। কেন আপনারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দিচ্ছেন না। কোনও রকম বাধা ছাড়াই তাদেরকে ইউনিয়ন করতে দিন।
ইউরোপে অ্যামাজনের কর্মীদের ইউনিয়ন থাকলেও যুক্তরাষ্ট্রে নেই। ইউনিয়ন গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বেসেমেরে ভোট দিয়েছেন অ্যামাজনের কর্মীরা। তবে ওই ভোটের ফল এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: এএফপি

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৯ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৯ ঘণ্টা আগে