
ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা নেওয়ার পর অনেকের হৃদযন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে। তাঁদের বেশির ভাগের বয়সই ৩০ বছরের কম। তবে এটিকে অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সিডিসির গবেষণায় ১ হাজার ২২৬ জনের বেশি মার্কিনের হৃদ্যন্ত্রে বিরল প্রদাহ সম্পর্কিত তথ্য উঠে এসেছে। তাঁরা সবাই ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩২৩ জনের বয়স ২৯ বছরের কম। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে ২৬৭ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৮২৭ জনের প্রদাহ হয়েছে। বাকি ১৩২ জনের টিকা নেওয়ার পরে প্রদাহ শুরুর সময় জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসির গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদাহের কারণে ৩০৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১৯ জুন পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ২৯৫ জন হাসপাতাল ছেড়েছেন। এই দুই প্রতিষ্ঠানের টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি প্রদাহের ঝুঁকিতে থাকেন ১৬ বছরের কম বয়সী এবং পুরুষেরা। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে প্রদাহের মাত্রা বাড়ার আশঙ্কাও বেশি।
এ গবেষণার তথ্য তুলে ধরে গতকাল বুধবার (২৩ জুন) সিডিসি একটি স্লাইড শো করেছে। উপস্থাপনায় বলা হয়, হৃদপেশীগুলোর এ প্রদাহ হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরের আস্তরণে একই ভাবে প্রদাহ সৃষ্টি করে। একে একটি অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে সিডিসি, স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদপ্তর এবং একাধিক শীর্ষস্থানীয় চিকিৎসক, নার্স।
শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা গতকাল বুধবার জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের পর খুব কম লোকের শরীরেই এ লক্ষণ দেখা দেয়। এ ছাড়া করোনা আক্রান্তদের শরীরে যে হৃদ্যন্ত্রের প্রদাহ দেখা যায় তার চেয়ে এই প্রদাহ কিছুটা মৃদু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমনিতেই বা ন্যূনতম চিকিৎসায় এ প্রদাহ কমে যায়। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা গ্রহণের পর এ লক্ষণ দেখা দিলে অবস্থা মারাত্মক হতে পারে।

ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা নেওয়ার পর অনেকের হৃদযন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে। তাঁদের বেশির ভাগের বয়সই ৩০ বছরের কম। তবে এটিকে অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সিডিসির গবেষণায় ১ হাজার ২২৬ জনের বেশি মার্কিনের হৃদ্যন্ত্রে বিরল প্রদাহ সম্পর্কিত তথ্য উঠে এসেছে। তাঁরা সবাই ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩২৩ জনের বয়স ২৯ বছরের কম। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে ২৬৭ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৮২৭ জনের প্রদাহ হয়েছে। বাকি ১৩২ জনের টিকা নেওয়ার পরে প্রদাহ শুরুর সময় জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিডিসির গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদাহের কারণে ৩০৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১৯ জুন পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ২৯৫ জন হাসপাতাল ছেড়েছেন। এই দুই প্রতিষ্ঠানের টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি প্রদাহের ঝুঁকিতে থাকেন ১৬ বছরের কম বয়সী এবং পুরুষেরা। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে প্রদাহের মাত্রা বাড়ার আশঙ্কাও বেশি।
এ গবেষণার তথ্য তুলে ধরে গতকাল বুধবার (২৩ জুন) সিডিসি একটি স্লাইড শো করেছে। উপস্থাপনায় বলা হয়, হৃদপেশীগুলোর এ প্রদাহ হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরের আস্তরণে একই ভাবে প্রদাহ সৃষ্টি করে। একে একটি অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে সিডিসি, স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদপ্তর এবং একাধিক শীর্ষস্থানীয় চিকিৎসক, নার্স।
শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা গতকাল বুধবার জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের পর খুব কম লোকের শরীরেই এ লক্ষণ দেখা দেয়। এ ছাড়া করোনা আক্রান্তদের শরীরে যে হৃদ্যন্ত্রের প্রদাহ দেখা যায় তার চেয়ে এই প্রদাহ কিছুটা মৃদু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমনিতেই বা ন্যূনতম চিকিৎসায় এ প্রদাহ কমে যায়। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা গ্রহণের পর এ লক্ষণ দেখা দিলে অবস্থা মারাত্মক হতে পারে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী নীতি অনুসরণ করছেন। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর এই নীতিগুলোকে কেবল তার ‘own morality বা নিজস্ব নৈতিকতা’ই নিয়ন্ত্রণ করতে পারে।
৭ মিনিট আগে
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৯ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
১০ ঘণ্টা আগে