
প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহামে আয়োজিত সমর্থকদের এক র্যালিতে ট্রাম্প এ কথা বলেন।
সমাবেশে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘খুব ভালো’ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ‘খুব সম্মানিত’ বলে প্রশংসা করেন। রুশ বার্তা সংস্থা তাস ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য দিয়েছে।
বাইডেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য উদ্ধৃত করে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বাইডেন যেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিপীড়ন করছে, তা রাশিয়ার জন্য খুব ভালো। কারণ, এটি আমেরিকার রাজনৈতিক দৈন্যকে সামনে নিয়ে আসে এবং এর ফলে আমেরিকা অন্যকে গণতন্ত্র শেখানোর ভান করতে পারবে না।’
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন ট্রাম্প প্রসঙ্গে বলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিপীড়নের যে প্রক্রিয়া চলছে, তা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যকেই ফুটিয়ে তোলে। ওই অধিবেশনে পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তার সবই বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকাতেও আছেন তিনি।
তার বিরুদ্ধে কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধা ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের জন্য কারাবাসে যেতে হবে।

প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যায়িত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাইডেন রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করছে। গত শনিবার (১৬ ডিসেম্বর) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডারহামে আয়োজিত সমর্থকদের এক র্যালিতে ট্রাম্প এ কথা বলেন।
সমাবেশে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে ‘খুব ভালো’ এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে ‘খুব সম্মানিত’ বলে প্রশংসা করেন। রুশ বার্তা সংস্থা তাস ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এসব তথ্য দিয়েছে।
বাইডেনকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্য উদ্ধৃত করে সমাবেশে ট্রাম্প বলেন, ‘বাইডেন যেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিপীড়ন করছে, তা রাশিয়ার জন্য খুব ভালো। কারণ, এটি আমেরিকার রাজনৈতিক দৈন্যকে সামনে নিয়ে আসে এবং এর ফলে আমেরিকা অন্যকে গণতন্ত্র শেখানোর ভান করতে পারবে না।’
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন ট্রাম্প প্রসঙ্গে বলেন, পুনঃনির্বাচন চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিপীড়নের যে প্রক্রিয়া চলছে, তা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার দৈন্যকেই ফুটিয়ে তোলে। ওই অধিবেশনে পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে যা হচ্ছে, তার সবই বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীর তালিকাতেও আছেন তিনি।
তার বিরুদ্ধে কর ফাঁকি, হয়রানি ও সরকারি কাজে বাধা ও অভ্যুত্থান চেষ্টার অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের জন্য কারাবাসে যেতে হবে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩৬ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে