Ajker Patrika

ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১৪: ৫৭
সোফি গ্রেগোয়ার
সোফি গ্রেগোয়ার

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। তিনি বলেছেন, ‘আমি অযাচিত কথা বলার পরিবর্তে গান শুনতে পছন্দ করি।’ তাঁদের ১৮ বছরের সংসার ভাঙা এবং সাবেক স্বামীর প্রেমের বিষয়ে এভাবেই আবেগ প্রকাশ করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুর দিকে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি। এ সময় সাবেক স্বামীর নতুন প্রেমজীবন নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফির প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন বলেন, এই বয়সেও এত শান্ত থাকেন কী করে। তখন এক প্রশ্নের উত্তরে সোফি বলেন, ‘তুমি জানো, আমরা মানুষ। আমাদের ওপর সব কিছুরই প্রভাব পড়ে, এটা খুব স্বাভাবিক। তাই আমি বেশি কথা বলার পরিবর্তে গান শুনতে পছন্দ করি।’

সোফি আরও বলেন, ‘আমি খুবই সচেতন, কারণ আমার আশপাশের অনেক মানুষ আছে, যারা আমাকে এই বিষয়ে আক্রমণ করতে পারে। আমি কী করব, এটা আমার সিদ্ধান্ত, আর আমি কী হতে চাই, এটাও আমার সিদ্ধান্ত। তবে এও নয় যে আমি সব অনুভূতির বাইরে।’

গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির (৪০) একটি ছবি তোলে এক পথচারী। তবে তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে। তখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরা অবস্থায় দেখা যায়।

২০২৩ সালের আগস্ট মাসে সোফি ও ট্রুডোর ডিভোর্স হয়। আর ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের ঘরে জেভিয়ার, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন নামের তিনটি সন্তানও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ