
অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যযুদ্ধে মার্কিন নাগরিকেরাও ভুগতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ-সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের এক দিনের মাথায় রোববার এ মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে আমদানি করা মোট পণ্যের প্রায় অর্ধেক ট্রাম্পের শুল্ক আরোপের আওতায় পড়বে। নিজস্ব উৎপাদন দ্বিগুণের বেশি করা ছাড়া এ সংকট থেকে উত্তরণের সুযোগ নেই।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘স্বল্প মেয়াদে আমাদের কিছু যন্ত্রণায় পড়তে হতে পারে এবং লোকজন তা অনুধাবন করতে পারছেন। তবে দীর্ঘ মেয়াদে কার্যত বিশ্বের সব দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রতারিত হয়েছে।’
মেক্সিকো, কানাডা ও চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। কারণ, তারা আমাদের অনেক সুযোগ নিয়েছে। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না, তবে এটা শিগগির হবে।’
ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল, যখন তাঁর ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অব্যাহতভাবে ইউরোপীয় রাজনীতিতে নাক গলাচ্ছেন। গত শনিবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইউরোপবাসী মেগা (মেক ইউরোপ গ্রেট অ্যাগেইন) আন্দোলনে যোগ দিন।’ ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর অনুকরণে এ কথা লিখেছেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন গত রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপ করলে তারাও ‘কড়া প্রতিক্রিয়া’ জানাবে। ইইউর এক মুখপাত্র বলেন, ‘যেকোনো বাণিজ্য অংশীদার যদি অন্যায় বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক বসায়, তাহলে ইইউ কড়া জবাব দেবে।’

অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যযুদ্ধে মার্কিন নাগরিকেরাও ভুগতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক আরোপ-সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরের এক দিনের মাথায় রোববার এ মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে আমদানি করা মোট পণ্যের প্রায় অর্ধেক ট্রাম্পের শুল্ক আরোপের আওতায় পড়বে। নিজস্ব উৎপাদন দ্বিগুণের বেশি করা ছাড়া এ সংকট থেকে উত্তরণের সুযোগ নেই।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘স্বল্প মেয়াদে আমাদের কিছু যন্ত্রণায় পড়তে হতে পারে এবং লোকজন তা অনুধাবন করতে পারছেন। তবে দীর্ঘ মেয়াদে কার্যত বিশ্বের সব দেশের কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রতারিত হয়েছে।’
মেক্সিকো, কানাডা ও চীনের পর এবার ইউরোপীয় ইউনিয়নের পণ্যেও শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। কারণ, তারা আমাদের অনেক সুযোগ নিয়েছে। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না, তবে এটা শিগগির হবে।’
ট্রাম্পের এই হুমকি এমন এক সময়ে এল, যখন তাঁর ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক অব্যাহতভাবে ইউরোপীয় রাজনীতিতে নাক গলাচ্ছেন। গত শনিবার এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ইউরোপবাসী মেগা (মেক ইউরোপ গ্রেট অ্যাগেইন) আন্দোলনে যোগ দিন।’ ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর অনুকরণে এ কথা লিখেছেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন গত রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপীয় পণ্যে শুল্ক আরোপ করলে তারাও ‘কড়া প্রতিক্রিয়া’ জানাবে। ইইউর এক মুখপাত্র বলেন, ‘যেকোনো বাণিজ্য অংশীদার যদি অন্যায় বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক বসায়, তাহলে ইইউ কড়া জবাব দেবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৬ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৬ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১০ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১২ ঘণ্টা আগে