আজকের পত্রিকা ডেস্ক

গত বছর পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সিক্রেট সার্ভিসের ছয় এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিক্রেট সার্ভিস।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই ছয় কর্মকর্তাকে ১০ থেকে ৪২ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে অপারেশনাল নয় এমন পদে স্থানান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছয় কর্মকর্তার নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস।
বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা থাকায় পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। এ ছাড়া, হামলাটিকে অপারেশনাল ব্যর্থতা বলে স্বীকার করেছে সিক্রেট সার্ভিস।
গত বছর ১৩ জুলাই, পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাটি ঘটে। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় সমাবেশস্থলের খুব কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারী। অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যান ট্রাম্প। ডান কানের ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। তবে, ট্রাম্প বেঁচে গেলেও দর্শকসারিতে থাকা তার এক সমর্থক নিহত হয় ওই গুলিতে।
তাৎক্ষণিকভাবে মঞ্চে ঝাঁপিয়ে পড়েন দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এজেন্টরা। পরে, পরিস্থিতি একটু ঠান্ডা হলে আবার উঠে দাঁড়ান ট্রাম্প। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন—‘ফাইটিং।’
এ ঘটনায় ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয় ওই বন্দুকধারীকে।
গত শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওই ছাদে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট থাকা উচিত ছিল। কিছু ভুল হয়েছিল, যা একেবারেই অনুচিত।’
সংস্থাটি জানিয়েছে, ১৩ জুলাইয়ের হামলার ঘটনার পর আরও সতর্ক হয়েছে সিক্রেট সার্ভিস। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সে জন্য আরও সতর্ক ও উন্নত হওয়ার ওপরই জোর দিচ্ছে তারা। তারা বলেছে, ওই দিনের ঘটনায় যোগাযোগের গাফিলতি, প্রযুক্তিগত সমস্যা ও মানবীয় ভুল—সব মিলেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
হত্যাচেষ্টার পর কংগ্রেসের ওভারসাইট সংস্থাগুলোর দেওয়া ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সংস্থার পরিচালক ও সমাবেশে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা শন কারান বলেন, ‘এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে আমরা এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছি।’
বাটলার হামলার মাত্র দুই সপ্তাহ পর আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে। গত বছর ১৫ সেপ্টেম্বর সেখানে রায়ান রাউথ নামের এক ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্যে গুলিভর্তি রাইফেল নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে ছিলেন। তবে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাঁকে আগেই শনাক্ত করে এবং আটক করে ফেলেন।
গতকাল বৃহস্পতিবার, রায়ান রাউথ দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক আইলিন ক্যাননের কাছে জানান, তিনি আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের সহায়তা চান না এবং নিজেই আদালতে আত্মপক্ষ সমর্থন করতে ইচ্ছুক। তবে তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ স্পষ্ট করেননি। বিচারক ক্যানন তাৎক্ষণিক কোনো আদেশ দেননি এবং জানিয়েছেন তিনি লিখিত রায় দিয়ে সিদ্ধান্ত জানাবেন। আগামী ৯ সেপ্টেম্বর রাউথের বিচার শুরু হওয়ার কথা।

গত বছর পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় সিক্রেট সার্ভিসের ছয় এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিক্রেট সার্ভিস।
কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওই ছয় কর্মকর্তাকে ১০ থেকে ৪২ দিন পর্যন্ত সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে অপারেশনাল নয় এমন পদে স্থানান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ছয় কর্মকর্তার নাম প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস।
বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা থাকায় পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। এ ছাড়া, হামলাটিকে অপারেশনাল ব্যর্থতা বলে স্বীকার করেছে সিক্রেট সার্ভিস।
গত বছর ১৩ জুলাই, পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাটি ঘটে। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় সমাবেশস্থলের খুব কাছাকাছি একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বন্দুকধারী। অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যান ট্রাম্প। ডান কানের ওপরের অংশ গুলিবিদ্ধ হয়। তবে, ট্রাম্প বেঁচে গেলেও দর্শকসারিতে থাকা তার এক সমর্থক নিহত হয় ওই গুলিতে।
তাৎক্ষণিকভাবে মঞ্চে ঝাঁপিয়ে পড়েন দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এজেন্টরা। পরে, পরিস্থিতি একটু ঠান্ডা হলে আবার উঠে দাঁড়ান ট্রাম্প। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বলেন—‘ফাইটিং।’
এ ঘটনায় ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয় ওই বন্দুকধারীকে।
গত শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওই ছাদে সিক্রেট সার্ভিসের একজন এজেন্ট থাকা উচিত ছিল। কিছু ভুল হয়েছিল, যা একেবারেই অনুচিত।’
সংস্থাটি জানিয়েছে, ১৩ জুলাইয়ের হামলার ঘটনার পর আরও সতর্ক হয়েছে সিক্রেট সার্ভিস। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সে জন্য আরও সতর্ক ও উন্নত হওয়ার ওপরই জোর দিচ্ছে তারা। তারা বলেছে, ওই দিনের ঘটনায় যোগাযোগের গাফিলতি, প্রযুক্তিগত সমস্যা ও মানবীয় ভুল—সব মিলেই এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল।
হত্যাচেষ্টার পর কংগ্রেসের ওভারসাইট সংস্থাগুলোর দেওয়া ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। সংস্থার পরিচালক ও সমাবেশে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা শন কারান বলেন, ‘এই ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে আমরা এরই মধ্যে বহু পদক্ষেপ নিয়েছি।’
বাটলার হামলার মাত্র দুই সপ্তাহ পর আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ গলফ কোর্সে। গত বছর ১৫ সেপ্টেম্বর সেখানে রায়ান রাউথ নামের এক ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর উদ্দেশ্যে গুলিভর্তি রাইফেল নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে ছিলেন। তবে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাঁকে আগেই শনাক্ত করে এবং আটক করে ফেলেন।
গতকাল বৃহস্পতিবার, রায়ান রাউথ দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক আইলিন ক্যাননের কাছে জানান, তিনি আর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের সহায়তা চান না এবং নিজেই আদালতে আত্মপক্ষ সমর্থন করতে ইচ্ছুক। তবে তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ স্পষ্ট করেননি। বিচারক ক্যানন তাৎক্ষণিক কোনো আদেশ দেননি এবং জানিয়েছেন তিনি লিখিত রায় দিয়ে সিদ্ধান্ত জানাবেন। আগামী ৯ সেপ্টেম্বর রাউথের বিচার শুরু হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পতনের মুখে’ আছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইরান কোনোভাবেই ধ্বংসাত্মক তৎপরতা বা বিদেশি শক্তির...
১৯ মিনিট আগে
চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে, জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, জাপানের তথাকথিত ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে...
১ ঘণ্টা আগে
ইরানের রাজপথে এখন শুধু স্লোগান নয়, ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নতুন নতুন ভাষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, এক্স, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— ইরানি নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইরানের টালমাটাল পরিস্থিতির মধ্যে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দ্য হিউ হিউইট শো নামে এক পডকাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি তাঁকে দেখেছি।
২ ঘণ্টা আগে