
যুক্তরাষ্ট্রের অল্প সময়ের জন্য হলেও অনুমতি ছাড়াই অবৈধভাবে কিছুদিন কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ধনকুবের ইলন মাস্ক। সেই সময়টাতে তিনি নিজের স্টার্টআপ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক ১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ার পালো অ্যাল্টোর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। তবে তিনি কখনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হননি। বরং পড়ালেখা বাদ দিয়ে তিনি জিপ-২ নামের একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৯৯ সালে এই কোম্পানি প্রায় ৩০০ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের দুই আইন বিশেষজ্ঞের মতে, বৈধ কাজের অনুমতি বজায় রাখতে মাস্কের একটি পূর্ণকালীন স্নাতকোত্তর বিষয়ে ভর্তি থাকা প্রয়োজন ছিল। কিন্তু মাস্ক সে সময় সেটি না করেই কাজ করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে, মাস্কের চার কোম্পানি—স্পেসএক্স, টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স এবং দ্য বোরিং কোম্পানি এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরোও কোনো মন্তব্য করেননি।
তবে ওয়াশিংটন পোস্টে উল্লেখিত ২০২০ সালের একটি পডকাস্টে মাস্ক এই বিষয়ে বলেছিলেন, ‘আমি আইনগতভাবেই সেখানে ছিলাম, তবে আমার ছাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তবে আমাকে যেভাবেই হোক, নিজের খরচ বহন করার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াশিংটন পোস্টকে মাস্কের দুজন সাবেক সহকর্মী জানান, মাস্ক ১৯৯৭ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদন পান।
এদিকে, ইলন মাস্ক আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। ট্রাম্প বহু বছর ধরে অভিবাসীদের আক্রমণকারী ও অপরাধী হিসেবে চিহ্নিত করে এসেছেন এবং ২০১৭-২০২১ সালে প্রেসিডেন্ট থাকাকালে তিনি অভিবাসন রোধে আইনগত কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। পুনর্নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের অল্প সময়ের জন্য হলেও অনুমতি ছাড়াই অবৈধভাবে কিছুদিন কাজ করেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ধনকুবের ইলন মাস্ক। সেই সময়টাতে তিনি নিজের স্টার্টআপ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক ১৯৯৫ সালে ক্যালিফোর্নিয়ার পালো অ্যাল্টোর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। তবে তিনি কখনো স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হননি। বরং পড়ালেখা বাদ দিয়ে তিনি জিপ-২ নামের একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৯৯ সালে এই কোম্পানি প্রায় ৩০০ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের দুই আইন বিশেষজ্ঞের মতে, বৈধ কাজের অনুমতি বজায় রাখতে মাস্কের একটি পূর্ণকালীন স্নাতকোত্তর বিষয়ে ভর্তি থাকা প্রয়োজন ছিল। কিন্তু মাস্ক সে সময় সেটি না করেই কাজ করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে, মাস্কের চার কোম্পানি—স্পেসএক্স, টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্স এবং দ্য বোরিং কোম্পানি এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরোও কোনো মন্তব্য করেননি।
তবে ওয়াশিংটন পোস্টে উল্লেখিত ২০২০ সালের একটি পডকাস্টে মাস্ক এই বিষয়ে বলেছিলেন, ‘আমি আইনগতভাবেই সেখানে ছিলাম, তবে আমার ছাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তবে আমাকে যেভাবেই হোক, নিজের খরচ বহন করার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াশিংটন পোস্টকে মাস্কের দুজন সাবেক সহকর্মী জানান, মাস্ক ১৯৯৭ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজের অনুমোদন পান।
এদিকে, ইলন মাস্ক আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। ট্রাম্প বহু বছর ধরে অভিবাসীদের আক্রমণকারী ও অপরাধী হিসেবে চিহ্নিত করে এসেছেন এবং ২০১৭-২০২১ সালে প্রেসিডেন্ট থাকাকালে তিনি অভিবাসন রোধে আইনগত কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। পুনর্নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বহিষ্কারের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে