
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।

যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে