
যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।

যুক্তরাষ্ট্রে একটি বয়স্ক ও দৃষ্টিশক্তিহীন কুকুরকে রাস্তায় ফেলে আসায় পশু নিষ্ঠুরতা আইনে গ্রেপ্তার হয়েছেন এক নারী। গত বুধবার, অ্যারিজোনার ফিনিক্সে ক্যারেন ব্ল্যাক নামের ৬২ বছর বয়সী ওই নারীকে পুলিশ গ্রেপ্তার করে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কোচিস কাউন্টি শেরিফের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের টিউসন থেকে ৪৫ মাইল দূরে অ্যারিজোনার রাস্তায় কুকুরটিকে খুঁজে পায়।
গত ২৬ আগস্ট কোচিস কাউন্টি শেরিফ মার্ক ড্যানেলস ও তাঁর স্ত্রী দুপুরের দিকে রাস্তায় ছোট্ট কুকুরটিকে খুঁজে পান। ফেসবুকে শেরিফের কার্যালয় থেকে পোস্ট করা হয়, ‘কুকুরের মালিককে কোচিস কাউন্টি শেরিফের কার্যালয়ের পশু নিয়ন্ত্রণ বিভাগ থেকে অসংখ্য ফোনকল ও বার্তা দেওয়া হয়। কিন্তু কোনো জবাব আসেনি।’
ফেসবুকে কুকুরটির ছবিসহ শেরিফের পোস্টে বলা হয়, ‘শেরিফ ড্যানেলস ও তাঁর স্ত্রী নিকি ভীতসন্ত্রস্ত কুকুরটিকে তাঁদের গাড়িতে তুলে নেন। গত ৬ সেপ্টেম্বর ৪টা ৩০ মিনিটে শেরিফ ড্যানেলস এবং কমিউনিটি আউটরিচ সুপারভাইজার সার্জেন্ট রে ম্যাকনিলি ফিনিক্সে এক জনসভায় উপস্থিত হন। তাঁরা সেখানে কুকুরটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।’
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত ৬ সেপ্টেম্বরে তাঁরা কুকুরের মালিক ক্যারেন ব্ল্যাককে ফিনিক্সে তাঁর বাড়িতে পান। শেরিফ কর্মকর্তারা বলেন, ক্যারেন প্রথমে দাবি করেন, তিনি কখনোই কোচিস কাউন্টিতে যাননি। পরে তিনি রাস্তার ধারে কুকুর ফেলে আসার বিষয়টি স্বীকার করেন।
ব্ল্যাকের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা আইনে মামলা করা হয়েছে। চলতি মাসেই তাঁকে কোচিস কাউন্টির আদালতে উপস্থিত হতে হবে। কুকুরটি বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছে এবং ব্ল্যাক এ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে