অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট (প্রতিযোগিতা বিরোধী) তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে দেশটি। সেই সঙ্গে শুল্ক নীতি পরিবর্তন করে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস প্রশাসন জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা’ করতে তারা কৌশলগত খনিজ পদার্থের রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে। এসব খনিজের মধ্যে রয়েছে টাংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মলিবডিনাম এবং রুথেনিয়াম-সম্পর্কিত উপকরণ।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন কোম্পানি পিভিএইচ গ্রুপ এবং ইল্লুমিনা ইনকরপোরেটেডকে ‘অনির্ভরযোগ্য প্রতিষ্ঠান’ তালিকায় যুক্ত করেছে চীন। তবে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি। পিভিএইচ গ্রুপ একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান, যার অধীনে টমি হিলফিগার ও কেলভিন ক্লেইন ব্র্যান্ড রয়েছে। অন্যদিকে, ইল্লুমিনা একটি জেনেটিক সিকোয়েন্স কোম্পানি, যা সম্প্রতি এনভিডিয়ার সঙ্গে স্বাস্থ্যবিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে।
চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতি বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে অসহায় নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে।’
চীন থেকে রপ্তানি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ছাড় তুলে নিয়েছে যার মাধ্যমে ৮০০ ডলার নিচে চালানগুলোর ওপর শুল্ক আরোপ করা হতো না। জনপ্রিয় চীনা খুচরা বিক্রেতা, যেমন—শেইন এবং টেমু এই ছাড়ের ওপর নির্ভর করেই যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য বিক্রি করত।
গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে গতকাল সোমবার এক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম ট্রাম্পের সঙ্গে ‘সফল’ ফোনালাপের পর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।
অপর দিকে এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, কানাডা তার সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ১ দশমিক ৩ বিলিয়ন বিনিয়োগ করবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
হোয়াইট হাউস ঘোষণা করেছে, এই সপ্তাহের শেষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প। এর আগে বেইজিং জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে।
মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকানদের জন্য মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি হতে পারে। তবে ট্রাম্প নিজের বক্তব্যে দাবি করেছেন যে শুল্কগুলো মার্কিন অর্থনীতি শক্তিশালী করতে এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সুবিধা আদায় করতে সাহায্য করবে।
ট্রাম্প আরও বলেন, ‘প্রতিটি দেশই মার্কিন শুল্ক থেকে বাঁচতে চায় এবং তারা সবাই চুক্তি করতে চায়।’
বিশ্ববাজারে গতকাল মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল সোমবার ট্রাম্পের এক মাসের শুল্ক স্থগিতের পর মঙ্গলবার হংকংয়ের শেয়ার বাজার প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে, দক্ষিণ কোরিয়ার বাজার ১ দশমিক ৩ শতাংশ উঠেছে। তবে লন্ডনের এফটিসি ১০০ সূচক ৩১ পয়েন্ট কমে গেছে।
ব্রিটিশ পাউন্ড ১ দশমিক ২৪ ডলারে নেমেছে, ইউরোও কিছুটা কমে ১ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। কানাডীয় ডলার আবার কিছুটা দুর্বল হয়ে ১ দশমিক ৪৪৫ ডলারে দাঁড়িয়েছে। হংকং ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক বাড়লেও, ইউরোপীয় বাজার কিছুটা নিম্নমুখী হয়েছে।
লুনার নিউ ইয়ারে জন্য চীনে বাজার এখন বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট (প্রতিযোগিতা বিরোধী) তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে দেশটি। সেই সঙ্গে শুল্ক নীতি পরিবর্তন করে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় ইঞ্জিনের গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও কাস্টমস প্রশাসন জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষা’ করতে তারা কৌশলগত খনিজ পদার্থের রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে। এসব খনিজের মধ্যে রয়েছে টাংস্টেন, টেলুরিয়াম, রুথেনিয়াম, মলিবডিনাম এবং রুথেনিয়াম-সম্পর্কিত উপকরণ।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্কিন কোম্পানি পিভিএইচ গ্রুপ এবং ইল্লুমিনা ইনকরপোরেটেডকে ‘অনির্ভরযোগ্য প্রতিষ্ঠান’ তালিকায় যুক্ত করেছে চীন। তবে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা পরিষ্কারভাবে জানানো হয়নি। পিভিএইচ গ্রুপ একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠান, যার অধীনে টমি হিলফিগার ও কেলভিন ক্লেইন ব্র্যান্ড রয়েছে। অন্যদিকে, ইল্লুমিনা একটি জেনেটিক সিকোয়েন্স কোম্পানি, যা সম্প্রতি এনভিডিয়ার সঙ্গে স্বাস্থ্যবিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে।
চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতি বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে অসহায় নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করে।’
চীন থেকে রপ্তানি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি বিশেষ ছাড় তুলে নিয়েছে যার মাধ্যমে ৮০০ ডলার নিচে চালানগুলোর ওপর শুল্ক আরোপ করা হতো না। জনপ্রিয় চীনা খুচরা বিক্রেতা, যেমন—শেইন এবং টেমু এই ছাড়ের ওপর নির্ভর করেই যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য বিক্রি করত।
গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক এবং বাকি দুই দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে গতকাল সোমবার এক ঘোষণায় কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম ট্রাম্পের সঙ্গে ‘সফল’ ফোনালাপের পর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প।
অপর দিকে এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জানিয়েছেন, কানাডা তার সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ১ দশমিক ৩ বিলিয়ন বিনিয়োগ করবে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
হোয়াইট হাউস ঘোষণা করেছে, এই সপ্তাহের শেষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প। এর আগে বেইজিং জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ নেবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে।
মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকানদের জন্য মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি হতে পারে। তবে ট্রাম্প নিজের বক্তব্যে দাবি করেছেন যে শুল্কগুলো মার্কিন অর্থনীতি শক্তিশালী করতে এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সুবিধা আদায় করতে সাহায্য করবে।
ট্রাম্প আরও বলেন, ‘প্রতিটি দেশই মার্কিন শুল্ক থেকে বাঁচতে চায় এবং তারা সবাই চুক্তি করতে চায়।’
বিশ্ববাজারে গতকাল মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গতকাল সোমবার ট্রাম্পের এক মাসের শুল্ক স্থগিতের পর মঙ্গলবার হংকংয়ের শেয়ার বাজার প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে, দক্ষিণ কোরিয়ার বাজার ১ দশমিক ৩ শতাংশ উঠেছে। তবে লন্ডনের এফটিসি ১০০ সূচক ৩১ পয়েন্ট কমে গেছে।
ব্রিটিশ পাউন্ড ১ দশমিক ২৪ ডলারে নেমেছে, ইউরোও কিছুটা কমে ১ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে। কানাডীয় ডলার আবার কিছুটা দুর্বল হয়ে ১ দশমিক ৪৪৫ ডলারে দাঁড়িয়েছে। হংকং ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক বাড়লেও, ইউরোপীয় বাজার কিছুটা নিম্নমুখী হয়েছে।
লুনার নিউ ইয়ারে জন্য চীনে বাজার এখন বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের দেশছাড়া করার পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশগুলোর দূরত্ব ক্রমেই স্পষ্ট হতে শুরু করেছে। ফিলিস্তিনের বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠানোর মার্কিন প্রশাসনের ঘোষিত নীতির বিরোধিতা
৮ ঘণ্টা আগেরাজ্যজুড়ে জাতিগত সহিংসতা শুরু হওয়ার দুই বছর পর আজ রোববার পদত্যাগ করেছেন ভারতের বিজেপি শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর বিরুদ্ধে বিজেপির অন্দরে অসন্তোষ এবং আগামীকাল সোমবার কংগ্রেসের সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখে এই সিদ্ধান্ত নিলেন তিনি।
১০ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট...
১০ ঘণ্টা আগেআইরিশ বক্সার জন কুনি মাত্র ২৮ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রমোটার মার্ক ডানলপ এক বিবৃতিতে ওই বিষয়টি নিশ্চিত করেছেন। ডানলপ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাতে হচ্ছে, এক সপ্তাহ জীবন-মৃত্যুর লড়াইয়ের পর জন কুনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন সবার প্রিয় একজন সন্তান, ভাই ও জীবনসঙ্গী। আমরা
১২ ঘণ্টা আগে