আজকের পত্রিকা ডেস্ক

শুল্ক কমিয়ে চীনের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গতকাল সোমবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, ‘আমরা চীনের ক্ষতি করতে চাই না। দেশটি আগে থেকে নানা ক্ষেত্রে অনেক ক্ষতির শিকার হচ্ছিল। কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, দেশজুড়ে অস্থিরতা বাড়ছিল। সব মিলিয়ে এই চুক্তি চীনের জন্য বেশ স্বস্তিদায়ক। একটা সমাধানে পৌঁছাতে পেরে তারা খুব খুশি।’
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, সব শুল্ক একেবারে বাতিল করা হয়নি—কিছু শুধু সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদি আগামী তিন মাসে আলোচনায় নতুন কোনো অগ্রগতি না হয়, তাহলে শুল্ক আগের অবস্থানে ফিরতে পারে। অবশ্য সেখানে আর ফিরতে হবে না বলে আশাবাদী ট্রাম্প।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ১০ শতাংশ বেসলাইন ধরে ঢালাওভাবে শতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে ৬০টি দেশকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে অন্যদের তুলনায় অনেক বেশি শুল্ক আরোপ করা হয়, যার মধ্যে একটি ছিল চীন। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয় দেশটির পণ্যের ওপর। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে।

শুল্ক কমিয়ে চীনের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গতকাল সোমবার চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, ‘আমরা চীনের ক্ষতি করতে চাই না। দেশটি আগে থেকে নানা ক্ষেত্রে অনেক ক্ষতির শিকার হচ্ছিল। কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, দেশজুড়ে অস্থিরতা বাড়ছিল। সব মিলিয়ে এই চুক্তি চীনের জন্য বেশ স্বস্তিদায়ক। একটা সমাধানে পৌঁছাতে পেরে তারা খুব খুশি।’
গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেছেন, সব শুল্ক একেবারে বাতিল করা হয়নি—কিছু শুধু সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যদি আগামী তিন মাসে আলোচনায় নতুন কোনো অগ্রগতি না হয়, তাহলে শুল্ক আগের অবস্থানে ফিরতে পারে। অবশ্য সেখানে আর ফিরতে হবে না বলে আশাবাদী ট্রাম্প।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ১০ শতাংশ বেসলাইন ধরে ঢালাওভাবে শতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে ৬০টি দেশকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করে অন্যদের তুলনায় অনেক বেশি শুল্ক আরোপ করা হয়, যার মধ্যে একটি ছিল চীন। সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয় দেশটির পণ্যের ওপর। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে