
করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।
জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র্যাশ দেখা যায়।

করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি না কমতেই যুক্তরাষ্ট্রে পাওয়া গেল আরেক সংক্রামক রোগ। প্রায় ১৮ বছর পর দেশটিতে আবারও পাওয়া গেছে হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্স একটি ভাইরাসবাহিত রোগ। এটিও করোনার মতোই ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তাই যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া হিউম্যান মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীকে ডালাসের এক হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ এই রোগ দেখা গিয়েছিল ২০০৩ সালে। সেই সময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসের সংক্রমণে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, মাঙ্কিপক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ায় এখনই চিন্তিত নন তাঁরা। মার্কিন সরকারের পক্ষ থেকে এ নিয়ে মানুষকে আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। তবে সেই সঙ্গে পরিস্থিতির দিকে কঠোর নজরও রাখা হচ্ছে।
জানা গেছে, গত ৮ জুলাই ও ৯ জুলাই বিমানে যাত্রা করেছিলেন আক্রান্ত ব্যক্তি। তখন তাঁর পাশে কারা ছিলেন তা খুঁজে বের করে তাঁদের আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সংক্রমণ যাতে কোনো ভাবেই ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।
এই ভাইরাস তুলনামূলক ভাবে বিরল হলেও এর সংক্রমণে গুরুতর ক্ষতি হতে পারে শরীরের। মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকাতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাধারণত বাঁদর কিংবা ইঁদুর জাতীয় প্রাণীর শরীরেই এদের বাস। তবে কখনো কখনো সেখান থেকে মানবশরীরেও তা ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শুরুতে সাধারণ ফ্লুয়ের মতো লক্ষণ থাকলেও পরে সারা শরীরে ও মুখে র্যাশ দেখা যায়।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১০ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে