
যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে শীর্ষ লটারি গেম পাওয়ারবলের এই সপ্তাহান্তে বিশ্বের সবচেয়ে বড় ড্র হয়েছে। গত তিন মাস ধরে কোনো বিজয়ী না পাওয়ায় শনিবারের ড্রতে পাওয়ারবল জ্যাকপট পুরস্কার ১৬০ কোটি ডলারে দাঁড়ায়।
অংশগ্রহণকারীরা হারতে থাকায় পাওয়ারবল জ্যাকপটের পরিমাণ বেড়েই চলেছে। বর্ধিত এই জ্যাকপট যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম পুরস্কার হিসেবে বিবেচিত। এর আগের বৃহত্তম পুরস্কারটি ছিল ১৫৮ কোটি ৬০ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট। ২০১৬ সালে তিনজন যৌথভাবে ওই পুরস্কার জেতেন।
বিবিসির খবরে বলা হয়, ছয়টি নম্বরই মিলিয়ে লটারির সর্বোচ্চ পুরস্কারটি কেউ পেয়েছেন এমন ঘটনার পর প্রায় তিন মাস পার হয়েছে। গত ৩ আগস্ট পেনসিলভানিয়ার এক ব্যক্তি জ্যাকপটে ২০ কোটি ৬৯ লাখ ডলার জেতেন। প্রতি ২৯ কোটি ২২ লাখ টিকিটে মাত্র একটি টিকিটেরই পাওয়ারবলে জ্যাকপট বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে।
১৯৯২ সালে চালু হওয়া এই গেমে যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্যে পাওয়ারবল লটারি খেলা যায়। এ ছাড়া ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ডস থেকেও পাওয়ারবলে অংশগ্রহণ করা যায়। লোট্টোস্মাইলডটইন ওয়েবসাইট থেকে অনলাইনেও কেনা যায় লটারির টিকিট।
নিউজার্সির এনজেডটকমের প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতের জ্যাকপট নম্বর ৬৯, ৫৩, ৪৫, ৫৬, ২৮। তবে লটারির ফলাফল এখনো জানা যায়নি। এবারও কেউ জিততে না পারলে আবারও ড্র অনুষ্ঠিত হবে।
পাওয়ারবল জানায়, পুরস্কারের আনুমানিক মূল্য ১০০ কোটি ডলার। তবে পুরস্কারে পাওয়া অর্থ বার্ষিক কিস্তিতে নিতে হবে। যদিও বিজয়ীরা নগদ অর্থ গ্রহণ করতেই বেশি ইচ্ছুক হন। সে ক্ষেত্রে পুরস্কারের নগদ মূল্য আনুমানিক ৭৮ কোটি ২৪ লাখ ডলার। তবে টিকিট বিক্রি বেড়ে যাওয়ায় জ্যাকপটের পরিমাণ ৮০ কোটি ডলার ছাড়িয়েছে।

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে