
যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৯ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১০ ঘণ্টা আগে