
যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক কমপক্ষে এক ডোজ হলেও করোনার টিকা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে জানিয়েছিলেন ৪ জুলাইয়ের মধ্যেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ ভ্যাকসিন করোনার টিকার একটি ডোজ হলেও পাবেন। তবে বাইডেনের সেই লক্ষ্য সময়মতো পূরণ করতে পারেনি মার্কিন প্রশাসন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট বার্তায় বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে একটি ডোজ হলেও ভ্যাকসিন দিতে পেরেছি। এটা খুব আশ্চর্য অগ্রগতি। তবে আমাদের বহুদূর এগোতে হবে। যদি এখনো টিকা না পেয়ে থাকেন তাহলে টিকা নিন। চলুন আমরা ভাইরাসকে হারিয়ে দিই।
যুক্তরাষ্ট্রের সিডিসি পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি বলেন, যেসব কমিউনিটিতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে তারা ভালোভাবে এগিয়ে যাচ্ছে।
তবে যারা টিকা নেননি তাঁদের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন ড. রোশেল ওয়ালেনস্কি। এ নিয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওয়ালেনস্কি বলেন, আমরা যেভাবে করোনা করোনাকে হারাতে চাচ্ছি স্পষ্টভাবে সেরকম হচ্ছে না। সুতরাং আমাদের এই যুদ্ধ আরও কিছুদিন চলতে হবে।
যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ৭২ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত গ্রীষ্মের চেয়ে এবার করোনা রোগী শনাক্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি। যদিও গতবার গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন ছিল না। সিডিসি বলছে, এ বছরের জানুয়ারিতে করোনা সংক্রমণের চূড়ায় ছিল যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রে একদিনে আড়াই লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি এবিসি টেলিভিশনকে একটি সাক্ষাৎকারে বলেছে, আপনি যদি সংক্রমণের সংখ্যার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে-মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে। গত সাত দিনের গড় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ১০ কোটি মানুষ টিকা নেওয়ার যোগ্য হলেও এখনো পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪৪ মিনিট আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে