অনলাইন ডেস্ক
শুক্রবার সকালের মধ্যেই ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য ৬ শতাংশ বেড়ে গেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য এখন পর্যন্ত প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা টেসলাকে অনেক উপকৃত করবে। কারণ টেসলার সিইও ইলন মাস্ক নির্বাচনী প্রচারাভিযানে জুড়ে ট্রাম্পের প্রধান সহযোগী ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের প্রচারাভিযানে তিনি অন্তত ১৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
প্রতিবেদনে বলা হয়—নির্বাচনের দিন পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০৭.১ বিলিয়ন ডলার। তখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য সারা বছরে মাত্র ১ শতাংশ বেড়েছিল। কিন্তু নির্বাচনের পর মাত্র তিন দিনের ব্যবধানে এই বৃদ্ধি ২৭ শতাংশে পৌঁছে গেছে।
এর ফলে টেসলা ১ ট্রিলিয়ন ডলারের একটি অভিজাত প্রযুক্তি ক্লাবে নাম লিখিয়েছে। বর্তমানে বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এমন কোম্পানিগুলোর মধ্যে টেসলা ছাড়াও আগে থেকে রয়েছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন এবং মেটা। এর মধ্যে মেটা ব্যতীত বাকি সবগুলো কোম্পানির বাজারমূল্য আসলে ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল টেসলা। যদিও পরে এটি নামতে শুরু করেছিল।
শুক্রবার সকালের মধ্যেই ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য ৬ শতাংশ বেড়ে গেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য এখন পর্যন্ত প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা টেসলাকে অনেক উপকৃত করবে। কারণ টেসলার সিইও ইলন মাস্ক নির্বাচনী প্রচারাভিযানে জুড়ে ট্রাম্পের প্রধান সহযোগী ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের প্রচারাভিযানে তিনি অন্তত ১৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
প্রতিবেদনে বলা হয়—নির্বাচনের দিন পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০৭.১ বিলিয়ন ডলার। তখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য সারা বছরে মাত্র ১ শতাংশ বেড়েছিল। কিন্তু নির্বাচনের পর মাত্র তিন দিনের ব্যবধানে এই বৃদ্ধি ২৭ শতাংশে পৌঁছে গেছে।
এর ফলে টেসলা ১ ট্রিলিয়ন ডলারের একটি অভিজাত প্রযুক্তি ক্লাবে নাম লিখিয়েছে। বর্তমানে বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এমন কোম্পানিগুলোর মধ্যে টেসলা ছাড়াও আগে থেকে রয়েছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন এবং মেটা। এর মধ্যে মেটা ব্যতীত বাকি সবগুলো কোম্পানির বাজারমূল্য আসলে ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল টেসলা। যদিও পরে এটি নামতে শুরু করেছিল।
ভারতীয় ভিসা পেতে জটিলতা এবং রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের নতুন গন্তব্য হয়ে উঠছে মালয়েশিয়া। দেশটির উন্নতমানের স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী খরচ, সহজ ভিসা প্রক্রিয়া এবং হালাল-বন্ধুত্বপূর্ণ পরিবেশ এ পরিবর্তনে ভূমিকা রেখেছে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধান...
৩ ঘণ্টা আগেআসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক্স পোস্টে বলেন, ‘আসাম গো সংরক্ষণ আইন-২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনো হোটেল, রেস্তোরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।’
৩ ঘণ্টা আগেরোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের পানজি অঞ্চল। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে সবগুলো মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এই রোগের প্রথম রিপোর্ট সম্ভবত অক্টোবরের শেষের দিকে পাওয়া গিয়েছিল।
১২ ঘণ্টা আগেগত এক দশকেরও বেশি সময় ধরে নিজের ভাবমূর্তি পুনর্গঠনে মনোযোগ দিয়েছিলেন গোলানি। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ এবং সিরিয়ার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সমর্থন লাভের প্রচেষ্টা তাঁর কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দিক।
১৪ ঘণ্টা আগে