
শুক্রবার সকালের মধ্যেই ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য ৬ শতাংশ বেড়ে গেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য এখন পর্যন্ত প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা টেসলাকে অনেক উপকৃত করবে। কারণ টেসলার সিইও ইলন মাস্ক নির্বাচনী প্রচারাভিযানে জুড়ে ট্রাম্পের প্রধান সহযোগী ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের প্রচারাভিযানে তিনি অন্তত ১৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
প্রতিবেদনে বলা হয়—নির্বাচনের দিন পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০৭.১ বিলিয়ন ডলার। তখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য সারা বছরে মাত্র ১ শতাংশ বেড়েছিল। কিন্তু নির্বাচনের পর মাত্র তিন দিনের ব্যবধানে এই বৃদ্ধি ২৭ শতাংশে পৌঁছে গেছে।
এর ফলে টেসলা ১ ট্রিলিয়ন ডলারের একটি অভিজাত প্রযুক্তি ক্লাবে নাম লিখিয়েছে। বর্তমানে বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এমন কোম্পানিগুলোর মধ্যে টেসলা ছাড়াও আগে থেকে রয়েছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন এবং মেটা। এর মধ্যে মেটা ব্যতীত বাকি সবগুলো কোম্পানির বাজারমূল্য আসলে ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল টেসলা। যদিও পরে এটি নামতে শুরু করেছিল।

শুক্রবার সকালের মধ্যেই ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার মূল্য ৬ শতাংশ বেড়ে গেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর টেসলার শেয়ারের মূল্য এখন পর্যন্ত প্রায় ২৭ শতাংশ বেড়েছে।
বিনিয়োগকারীরা আশা করছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা টেসলাকে অনেক উপকৃত করবে। কারণ টেসলার সিইও ইলন মাস্ক নির্বাচনী প্রচারাভিযানে জুড়ে ট্রাম্পের প্রধান সহযোগী ছিলেন। শুধু তাই নয়, ট্রাম্পের প্রচারাভিযানে তিনি অন্তত ১৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন।
প্রতিবেদনে বলা হয়—নির্বাচনের দিন পর্যন্ত টেসলার বাজারমূল্য ছিল ৮০৭.১ বিলিয়ন ডলার। তখন পর্যন্ত কোম্পানিটির শেয়ার মূল্য সারা বছরে মাত্র ১ শতাংশ বেড়েছিল। কিন্তু নির্বাচনের পর মাত্র তিন দিনের ব্যবধানে এই বৃদ্ধি ২৭ শতাংশে পৌঁছে গেছে।
এর ফলে টেসলা ১ ট্রিলিয়ন ডলারের একটি অভিজাত প্রযুক্তি ক্লাবে নাম লিখিয়েছে। বর্তমানে বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এমন কোম্পানিগুলোর মধ্যে টেসলা ছাড়াও আগে থেকে রয়েছে এনভিডিয়া, অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন এবং মেটা। এর মধ্যে মেটা ব্যতীত বাকি সবগুলো কোম্পানির বাজারমূল্য আসলে ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
এর আগে ২০২১ সালের অক্টোবরেও ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছিল টেসলা। যদিও পরে এটি নামতে শুরু করেছিল।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে