আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শনিবার বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের একসঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের সামনেই সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা ‘শত্রুতার পথেই হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হয়ে উঠবে।’
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্য।’ এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন।
শাহবাজ শরিফ শ্রোতাদের মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে। এতে কয়েক শ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘সেই টাকা স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল।’ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি জোর দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না। আন্তর্জাতিক সংকটের প্রসঙ্গে তিনি গাজায় নজিরবিহীন প্রাণহানির কথাও বলেন। জানান, সেখানে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, ‘চাই কিংবা না চাই—এই অঞ্চল চিরকালই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে।’
তিনি আবারও স্পষ্ট করে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়। তবে সেটি হতে হবে সমতার ভিত্তিতে। ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধা যেকোনো সংলাপের মূল ভিত্তি হওয়া উচিত।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লাহ তারার সমাবেশটিকে সফল বলে আখ্যা দেন। তিনি জানান, শাহবাজ শরিফের ভাষণ পরে গণমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রতিমন্ত্রী আউন চৌধুরী বলেন, এই উপস্থিতি প্রমাণ করে প্রবাসী পাকিস্তানিরা কতটা তাদের দেশকে ভালোবাসেন।
তিনি আরও জানান, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য দেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে, যা সব নাগরিকের জন্যই গর্বের বিষয়। মন্ত্রী আরও জানান, শাহবাজ শরিফ তাঁর ভাষণে গত মে মাসে ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শনিবার বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের একসঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের সামনেই সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা ‘শত্রুতার পথেই হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হয়ে উঠবে।’
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্য।’ এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন।
শাহবাজ শরিফ শ্রোতাদের মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে। এতে কয়েক শ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘সেই টাকা স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল।’ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি জোর দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, লাখ লাখ কাশ্মীরির রক্ত বৃথা যাবে না। আন্তর্জাতিক সংকটের প্রসঙ্গে তিনি গাজায় নজিরবিহীন প্রাণহানির কথাও বলেন। জানান, সেখানে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি বলেন, ‘চাই কিংবা না চাই—এই অঞ্চল চিরকালই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে।’
তিনি আবারও স্পষ্ট করে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়। তবে সেটি হতে হবে সমতার ভিত্তিতে। ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধা যেকোনো সংলাপের মূল ভিত্তি হওয়া উচিত।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আতাউল্লাহ তারার সমাবেশটিকে সফল বলে আখ্যা দেন। তিনি জানান, শাহবাজ শরিফের ভাষণ পরে গণমাধ্যমে সম্প্রচার করা হবে। প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রতিমন্ত্রী আউন চৌধুরী বলেন, এই উপস্থিতি প্রমাণ করে প্রবাসী পাকিস্তানিরা কতটা তাদের দেশকে ভালোবাসেন।
তিনি আরও জানান, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য দেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে, যা সব নাগরিকের জন্যই গর্বের বিষয়। মন্ত্রী আরও জানান, শাহবাজ শরিফ তাঁর ভাষণে গত মে মাসে ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’, অর্থনীতি ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
৯ মিনিট আগে
সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
১৩ মিনিট আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
২৮ মিনিট আগে
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে