
সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তাঁর আগের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তাঁর সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাঁর জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।
পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তাঁর তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তাঁর বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
জিও নিউজ বলছে, লোকটি যখন তাঁর বিয়ের অনুষ্ঠানে ছিল, তখন তাঁর সাবেক স্ত্রী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছেন। তাঁরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।
প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এর পর থেকে তাঁরা ওই ব্যক্তির (আদনানের) মা–বাবার পাশের একটি বাড়িতেই থাকতেন।
তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তাঁর পিতা–মাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তাঁর আগের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তাঁর সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাঁর জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।
পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তাঁর তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তাঁর বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
জিও নিউজ বলছে, লোকটি যখন তাঁর বিয়ের অনুষ্ঠানে ছিল, তখন তাঁর সাবেক স্ত্রী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছেন। তাঁরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।
প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এর পর থেকে তাঁরা ওই ব্যক্তির (আদনানের) মা–বাবার পাশের একটি বাড়িতেই থাকতেন।
তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তাঁর পিতা–মাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ মিনিট আগে
কঠোর দমনপীড়নের মধ্যেও ইরানের রাজধানী তেহরানের রাস্তায় শুক্রবার রাতে আবার ব্যাপক বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া বর্ণনায় তিনি জানান, শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দিচ্ছেন।
৩০ মিনিট আগে
ইরানের বিভিন্ন শহরে সাম্প্রতিক বিক্ষোভে অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংগঠন ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেছে। তবে বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।
৩৩ মিনিট আগে
ইউক্রেনজুড়ে কয়েক শ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় রাজধানী কিয়েভে অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় হামলার জবাবেই এই আক্রমণ চালানো হয়েছে।
৩৬ মিনিট আগে